ভালোবাসার আরেক নাম হলো ভাগিনা, বোন থেকে আসে ভাগিনা, বোন যতটা না প্রিয় হয় তার থেকে বাগিনা আরো বেশি প্রিয় হয়ে উঠে, ভাগিনী যখন বোনের কুল আলোকিত করে দুনিয়ায় আসে, তখন বোন থেকে মামারা বেশি খুশি হয়, সাথে সাথে ভাগিনাকে নিয়ে দুনিয়ার স্বপ্ন বুনে ফেলে, মাআর ভালোবাসার ক্ষেত্রে ভাগিনাও কম নয়, মামা বলতেই পাগল মামার জন্য, মামার যেমন মনে হয় ভাগিনা মাথায় রাখলে উকুন খাবে, আর মাটিতে রাখলে পিপড়া খাবে, যেনো ইচ্ছা করে কলিজ্বার বিতর রেখে দিতে।
আর সেই কলিজ্বার ভাগনার জন্মদিন যখন আসে তখন মামারা কত প্লান করেন ইউশ করার জন্য, – কেউ কেক, নানা ধরনের গিফট, বাইরে নিয়ে গিয়ে ভাগিনাকে ট্রিট দেওয়া থেকে শুরু করে কত আয়োজন চলে ভাগিনার জন্মদিন নিয়ে, আর তার সাথে তো থাকে ভাগিনার জন্মদিনের শুভেচ্ছা, স্ট্যাটাস, কবিতা ও উক্তি।
নিচে ভাগিনার জন্মদিন নিয়ে মামাদের জন্য কিছু সহজ শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করা হলো।
ভাগিনার জন্মদিনের শুভেচ্ছা
১। শুভ জন্মদিন আমার কলিজ্বার ভাগিনা, মামার পক্ষে থেকে তুমার জন্য অনেক অনেক শুভ কামনা।
২। সদা ন্যায়ের পথে চলো। সত্যের পথে চলো, জীবনে মানুষের মতো মানুষ হয় জীবনে অনেক বড় হও, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ভাগিনা।
৩। আমার ছোট কিচিরমিচির করা ভাগিনা, যার কিচিরমিচির আওয়াজ সারা বাসা মাথাল করে রাখতো, আজ কত বড় হয়ে গেছে, দোয়া করি বাবা জীবনে অনেক বড় হও, শুভ জন্মদিন প্রিয় ভাগিনা।
৪। যে ছেলেটা চুপ করে থাকলে মনে হতো পুরো পৃথিবী চুপ হয়ে আছে, বাসার সবাই ব্যস্ত হয়ে পড়তো তার নীরবতা ভাঙার, সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন এই মামা চলে আসলেই এক নিমিষেই ভাগিনার সব অভিমান পানি হয়ে যেতো, আজ সেই মামা পাগল ভাগিনার জন্মদিন, শুভ জন্মদিন প্রিয় ভাগনা।
৫। আমার সবচেয়ে নম্র ভদ্র ভাগিনার আজ জন্মদিন, আজকের এই দিনে মামার তুমার জন্য দোয়া করি, আল্লাহ যেনো তুমাকে সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন , নেক হায়াত দান করেন। শুভ জন্মদিন ভাগিনা।
৬।জানিস মামা তর জন্মের আগে তোদের বাসায় আমার একদমই যাও হতো না, এই নিয়ে তর মার কত অভিমান আমার উপর, যেইনা তুই পৃথিবীতে আসলি, তখন তোদের বাসায় গেলে আর আসতে চাইতাম, সেটা নিয়েও তর মা আমাকে বকা দিতো,তকে ছাড়া আমার কেমন জানি শূন্য শূন্য লাগতো, ইচ্ছা করতো হয় আমি তর পাশে থেকে যাই, নয় তকে সাথে করে নিয়ে আসি,সেটা তো পারতাম না। দেখ আজ তুই কত বড় হয়ে গেলি, আর আজ তর জন্মদিন। শুভ জন্মদিন মামা।
৭।শুভ জন্মদিন ভাগিনা।তর কি মনে আছে ছোট বেলায় তুই যখন আমাদের বাসায় আসতি, তখন আমাদের বাসায় ঈদের আনন্দ শুরু হতো, প্রথমে কে কুলে নিবে তকে, তকে কার কাছে নিয়ে রাখবে সেটা আগেই আমরা ডিসাইড করে রাখা লাগতো , আজ কত বড় হয়ে গেছিস।
৮।শুভ জন্মদিন ভাগিনা। জন্মদিনে একটাই কামনা, সব সময় ন্যায়ের পথে চলবা, সত্যের পথে চলবা,জানি সত্য ও ন্যায়ের পথে অনেক বাধা বিপত্তি আসবে তাই বলে ভেঙে পড়া যাবে না, সব সময় সত সাহস রাখবা। আর সামনে এগিয়ে যাবা।
৯। শুভ জন্মদিন আমার ট্যালেন্ট ভাগিনা।দোয়া করি তুমার জ্ঞান দিয়ে সারা বিশ্ব জয় করো।
১০। মানুষ বলে শিক্ষা নেওয়ার কোন শেষ নেই, আসলেই সেটা আমার ভাগিনাকে না দেখলে বুঝতে পারতাম না, ভাগিনা তুমার স্পষ্টবাদী কথা বলা, ন্যায়ের পথে চলা, তুমার আদর্শনীতিবান কথা ধরন দেখা তোমার থেকে আমি প্রতিনিয়ত শিখি, দোয়া করি বাবা আল্লাহ তোমাকে সব সময় যেনো এভাবে ন্যায়ের পথে পরিচালিত করেন। শু জন্মদিন মামা।
রিলেটেডঃ ভাতিজির জন্মদিনের শুভেচ্ছা, SMS, স্ট্যাটাস, কবিতা
শেষ কথাঃ
আশা রাখি উপরে ভাগিনার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, কবিতা, ছন্দ গুলা আপনার ভালো লাগবে। আর আপনার কিছুটা হলেও উপকারে আসবে। আর আপনাদের ভালোলাগা ও উপকারে আসাটাই আমার মূল উদ্দেশ্য । যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে বুলবেন না। ধন্যবাদ আমার লেখাটা পড়ার জন্য।