আবার আসিব ফিরে কবিতা হল কবি জীবনানন্দ দাশের একটি অন্যতম জনপ্রিয় বাংলা কবিতা। খুব কম মানুষ আছে যারা জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি পড়েননি।
কবি এই কবিতায় নিজের দেশের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করেছেন, এবমনকি মৃত্যুর পরেও শঙ্খচিল বা শালিকের বেশে এই দেশে আসতে চেয়েছেন।
তবে সে যাই হোক, যারা আবার আসিব ফিরে কবিতাটি খোজতেছেন তাদের জন্যেই এই লেখা, এই লেখাতে আপনি কবিতাটা পড়ে আবার আপনার স্মৃতিশক্তির পরীক্ষা করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কবিতাটি।
আবার আসিব ফিরে কবিতা
– জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো – কিশোরীর – ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়;
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়; – রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে –
আবার আসিব ফিরে কবিতার ব্যাখ্যা
এই কবিতার ব্যাখ্যা বা সারমর্ম হল দেশের প্রতি গভীর ভালোবাসা, কবিতাটি যদি আপনি ভালোভাবে খিয়াল করেন দেখবেন কবিতার প্রতিটি বাক্যে, ছন্দে দেশের প্রতি কবির ভালোবাসার বহিঃপ্রকাশ।
কবি বুঝাতে চেয়েছেন যদি তিনি মারা যান তারপরো দেশের প্রতি তার মমতার বাঁধন শেষ হবে না, তিনি ফিরে আসবেন বিভিন্ন রুপে হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে।
আবার আসিব ফিরে কবিতা কোন কাব্যগ্রন্থের?
আবার আসিব ফিরে কবিতাটি “রুপসী বাংলা” কাব্যগ্রন্থের অন্তর্গত।
আবার আসিব ফিরে কবিতা আবৃত্তি
যারা আবার আসিব ফিরে কবিতাটির আবৃত্তি খোজতেছেন তারা নিচের ভিডিওটি দেখে দেখে আবৃত্তিটি ভালোভাবে শিখে নিতে পারেন।
রিলেটেডঃ কাজলা দিদি কবিতা- যতীন্দ্রমোহন বাগচী
আবার আসিব ফিরে কবিতা lyrics
নিচে আবার আসিব ফিরে কবিতাত lyrics টি দেওয়া হলঃ
আবার আসিব ফিরে কবিতা
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো – কিশোরীর – ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়;
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়; – রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে –
তো বন্ধুরা এই ছিলো আবার আসিব ফিরে কবিতা নিয়ে আজকের লেখা, যদি লেখাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী লেখাতে।