Skip to content

স্বপ্নে বিয়ে দেখার সঠিক, সহীহ, ইসলামী ব্যাখ্যা | ২০২৪

স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়

ঘুমন্ত অবস্থায় আমরা নানান ধরনের স্বপ্ন দেখি, এসব স্বপ্নের ব্যাখ্যা নিয়েও আমরা থাকি চিন্তিত। অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী ফ্রয়েডের মতে, স্বপ্ন হল বাস্তব জীবনের একটি ইচ্ছা বা আবেগের চিত্র। 

আবার কারো কারো মতে স্বপ্ন হলো কোন মজাদার গল্প, বা ছবি যা আমাদের অবচেতন মন ঘুমানো অবস্থায় তৈরি করে। স্বপ্নগুলি হতে পারে খুব মজাদার, কখনো কখনো অনেক রোমান্টিক, আবার কখনো বিরক্তিকর, উদ্ভট, ভীতিকর ও হতে পারে। 

স্বপ্নের রয়েছে বহুল ইতিহাস, স্বপ্ন কি বা স্বপ্ন মানুষ কেনো দেখে তা নিয়ে হয়েছে অনেক গবেষণা। তো সে যাই হোক, আমাদের আজকের লেখার বিষয় হলো বিয়ে নিয়ে দেখা স্বপ্নের ইসলামিক ব্যাখ্যা।

স্বপ্নের রয়েছে ধর্মীয় গুরুত্ব, একেক ধর্মে স্বপ্নকে একেক ভাবে দেখা হয়ে, আবার মেডিকেল দৃষ্টিভঙ্গিতেও ভিন্নভাবে দেখা হয়। তবে আমরা আজকে জানবো বিয়ে, সহবাস, যিনা বা তালাক নিয়ে স্বপ্নের ইসলামিক ব্যাখ্যা, বিশেষ করে স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয় তার বিস্তারিত আলোচনা।

তাহলে দেরী না করে চলুন দেখে নেওয়া যাক স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়! বা স্বপ্নে নিজেকে বউ সাজতে দেখলে কি হয় এর বিস্তারিত আলোচনা।

স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়

স্বপ্নে বর সাজতে দেখল: কিন্তু মেয়েকে দেখেনি এবং তাকে চেনে না, নামও উল্লেখ করা হয়নি, তা হলে বুঝতে হবে, সে মারা যাবে অথবা কাউকে মারবে। যদি মহিলা নির্দিষ্ট থাকে বা তাকে চেনে অথবা মহিলার নাম তার কাছে উল্লেখ করা হয়, তা হলে এটা বিয়ের লক্ষণ।

স্বপ্নে নিজের বিয়ে দেখলে তার ইসলামিক ব্যাখ্যা হলো: সে ক্ষমতার অধিকারী হবে, যদি মহিলার সৌন্দর্য, তার চিন্তাধারা, মর্যাদা ও ক্ষমতার কথা জানা থাকে। স্বপ্নদ্রষ্টা তার মা বা বোন অথবা আত্মীয়তা আছে এমন কাউকে বিয়ে করেছে, তা হলে বুঝতে হবে, যাদের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তাদের সঙ্গে আবার সম্পর্ক জোড়া লাগবে।

স্বপ্নে কোনো অপরিচিত যুবক পুরুষকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে: সে তার শত্রুর ওপর বিজয়ী হবে। বিবাহিত ব্যক্তি যদি প্রসিদ্ধ হয় অথবা তাদের মাঝে ঝগড়া থাকে অথবা শত্রুতা থাকে, বুঝতে হবে, সে ওই ব্যক্তির ওপর বিজয়ী হবে।

রিলেটেডঃ গর্ভাবস্থায় সহবাস করার নিয়ম

স্বপ্নে কেউ নিজেকে গর্ভবতী দেখলে বুঝতে হবে: সে দুনিয়া অর্জন করবে। স্বপ্নদ্রষ্টার ছেলে জন্মগ্রহণ করেছে দেখলে বিপদে পড়বে। মেয়ে হলে, কল্যাণ পাবে। 

কোনো চতুষ্পদ প্রসিদ্ধ জন্তুকে বিয়ে করতে দেখলে: বুঝতে হবে, তার থেকে কল্যাণ পাবে। অপ্রসিদ্ধ হলে, শত্রুর ওপর বিজয় পাবে। তদ্রূপ, যদি কেউ মানুষ ও চতুষ্পদ ব্যতীত পাখি বা হিংস্রপশুকে বিয়ে করতে দেখে, সে শত্রুর উপরে বিজয়ী হবে।

প্রসিদ্ধ কোনো মৃত ব্যক্তিকে বিয়ে করতে দেখলে: যাকে স্বপ্নে দেখেছে সেই ব্যক্তি দুআর মাধ্যমে অথবা আত্মীয়তার কারণে স্বপ্নদ্রষ্টা থেকে কল্যাণ পাবে। কোনো মাহরাম ব্যক্তিকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে, সে দান, ইবাদত অথবা দুআর মাধ্যমে ওই মাহরামকে ফায়দা পৌঁছাবে।

রিলেটেডঃ প্রসাবে জ্বালাপোড়া দূর করার উপায়

মৃত ব্যক্তি জীবিত ব্যক্তিকে বিয়ে করতে দেখলে: জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি থেকে সম্পদ বা ওয়ারিসদের থেকে অথবা অন্য কোনোভাবে উপকৃত হবে। 

যদি কোনো মহিলা দেখে: কোনো মৃত ব্যক্তি তাকে বিয়ে করেছে এবং তার বাড়িতে সহবাস করেছে, তা হলে বুঝতে হবে, তার সম্পদের মাঝে হ্রাস দেখা দেবে, তার অবস্থা এবং বিষয়ের মাঝে পরিবর্তন আসবে।

মহিলা তার স্বামীকে আরেকটা বিয়ে করতে দেখলে, বুঝতে হবে, সে কল্যাণ পাবে। যদি কোনো বিবাহিত পুরুষ দেখে, সে আরেকটা বিয়ে করেছে, তা হলে বুঝতে হবে, সে ক্ষমতা পাবে। এই ব্যাখ্যা তখন হবে যখন তার নতুন স্ত্রীকে চেনে বা তার নাম জানে। 

স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়
স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয় (Photo By canva)

যদি কোনো মহিলা দেখে: সে এমন কোনো পুরুষকে বিয়ে করেছে যাকে দেখেনি, চেনে না এবং তার নামও জানে না, তা হলে বুঝতে হবে, মহিলা মারা যাবে । কারও মতে, যদি কোনো মহিলা দেখে, কোনো মৃত ব্যক্তি তাকে বিয়ে করেছে, তা হলে বুঝতে হবে, এমন স্থান থেকে সে কল্যাণ পাবে যা সে আশা করেনি। তদ্রূপ যদি কোনো পুরুষ কোনো মৃত পুরুষকে বিয়ে করে, তখনও অনুরূপ ব্যাখ্যা।

স্বপ্নে নিজেকে বীর্যপাতের কারণে অপবিত্র দেখলে বুঝতে হবে: তার বিপদ হবে। যদি সে গোসল করে এবং পবিত্র কাপড় পরিধান করে নেয়, তা হলে সে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে।

স্বপ্নে স্ত্রীর দাড়ি আছে দেখলে বুঝতে হবে: মহিলা কখনো বাচ্চা দেবে না। তার সন্তান থাকলে, এটা তার পরিবারের জন্য বিপদের কারণ।

রিলেটেডঃ পেটের মেদ কমানোর উপায়, জেনে নিন দ্রুত পেট কমানোর উপায়

আল্লামা কিরানবী রহ. বলেন, মৃত মহিলার সঙ্গে আকদ হলে এবং আকদকারী অসুস্থ থাকলে, বুঝতে হবে: আকদকারী মারা যাবে। সুস্থ থাকলে, বুঝতে হবে, কোনো ক্ষমতার প্রতি আকৃষ্ট হবে অথবা নিহত ব্যক্তির পক্ষে সাক্ষী দেবে। কেননা, মহিলা হলো ক্ষমতার অধিকারী। মহিলা নামাযী ও ধনী হলে, সে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে আকদ করবে। যেমন ঘর-বাড়ি, দোকানপাট ইত্যাদি। অথবা তার এমন সম্পদ জমা হবে, যা তার চোখ শীতল করবে।

স্বপ্নে কেউ কোনো পরিচিত চতুষ্পদ প্রাণীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে: সে এমন ব্যক্তিকে অনুগ্রহ করবে যাকে সে এর আগে দেখেনি অথবা অন্যায়ভাবে খরচ করবে। প্রাণীটি অপরিচিত হলে, বুঝতে হবে, শত্রুর ওপর বিজয়ী হবে এবং ওই ব্যক্তি থেকে তার জন্য হারাম জিনিস আসবে।

চতুষ্পদ প্রাণী তাকে বিয়ে করতে দেখলে, স্বপ্নদ্রষ্টা পরাজিত ও নির্যাতিত হবে। তবে ওই সময় সে যদি ভীত না হয় এবং চতুষ্পদ প্রাণী এবং তার সাদৃশ্যপূর্ণ প্রাণী থেকে কোনো অপছন্দনীয় কাজ না হয় বুঝতে হবে, সে তার শত্রু থেকে কল্যাণ লাভ করতে পারবে এবং অপ্রত্যাশিত ব্যক্তি থেকে কল্যাণ পাবে।

রিলেটেডঃ ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম ২০২৩

কেউ পায়ুপথ দিয়ে সহবাস করতে দেখলে, সে বিপরীত দিক থেকে কঠিন বিষয় তালাশ করবে। তার মনোবাঞ্ছা পূরণ হবে না। তাতে তার সম্পদ চলে যাবে এবং তার আমল শেষ হয়ে যাবে।

স্বপ্নে কেউ কোনো কুমারী মহিলার কুমারিত্বকে নষ্ট করতে দেখলে: স্বপ্নদ্রষ্টা কঠিন কাজকে আঞ্জাম দেবে। যেমন: সে রাজা-বাদশাহদের সঙ্গে সাক্ষাৎ করবে। যুদ্ধ করবে। জল্লাদের কাজ করবে। বিভিন্ন দেশ জয় করবে। বন্দিশালা ও কূপ খনন করবে। পুরানো অফিস আদালত তৈরী করবে। কঠিন ইলম সম্পর্কে আলোচনা করবে এবং সমস্ত কঠিন কাজে প্রবেশ করবে।

স্বপ্নে অপরিচিত পুরুষকে বিয়ে করতে স্বপ্ন দেখলে বুঝতে হবে: সে কোনো বিবাহিত ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবে। সে পুরুষ যুবক হলে, বিবাহকারী শত্রুর ওপর বিজয়ী হবে। বৃদ্ধ হলে, সে তার চেষ্টায় সফলকাম হবে। সে পরিচিত হলে, বিবাহকারী তাকে নির্যাতন করবে। তার ওপর সীমালঙ্ঘন করবে। সে ছোট শিশু হলে বুঝতে হবে, সে অসমীচীন জিনিসে আরোহণ করবে এবং সহজ জিনিস বহন করবে যা তার জন্য সমীচীন নয়। বিবাহিত ব্যক্তি তার বন্ধু হলে, স্বপ্নদ্রষ্টা কর্তা থেকে কল্যাণ পাবে। উভয়ে অন্যের সঙ্গে শরীক হবে। উভয়ে কোনো অন্যায় জিনিসের ওপর একত্রিত হবে।

স্বপ্নে মৃতকে বিয়ে করতে দেখলে: জীবিত ব্যক্তি মৃত থেকে অথবা তার সন্তানদের থেকে মীরাস পাবে। মৃত ব্যক্তি জীবিত কোনো ব্যক্তিকে বিয়ে করতে দেখলে, জীবিত পাত্রী অসুস্থ হলে অথবা তার কাছে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে, সে সুস্থ হয়ে যাবে। 

কোনো মহিলা তার দিকে যব নিক্ষেপ করতে অথবা তাকে যব হাদিয়া দিতে দেখলে বুঝতে হবে, সে তার জন্য অকল্পনীয় কল্যাণ উৎপন্ন করবে অথবা মহিলা তার মীরাস থেকে নিরাশ হয়ে যাবে অথবা তার সন্তান বা স্বামী থেকে নিরাশ হবে।

রিলেটেডঃ মেয়েদের স্বপ্নদোষ বন্ধ করার উপায়

এক মহিলা আরেক মহিলার স্বামীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে: সে ব্যক্তি ওই মহিলার সাক্ষাতের দ্বারা উপকৃত হবে অথবা তার পরিবার দ্বারা উপকৃত হবে অথবা ওই মহিলার স্বামী কিংবা তার সঙ্গে যে ব্যক্তির সম্পর্ক আছে, এমন ব্যক্তি অথবা মহিলার ছেলে তাকে সাহায্য করবে অথবা মহিলার চাকর তার সেবা-যত্ন করবে।

স্বপ্নে নিজ স্ত্রীকে বিয়ে করতে দেখলে: স্বপ্নদ্রষ্টা তার শিল্পকর্ম বিষয়ে চেষ্টায় সফল হবে। গর্ভবতী হায়েজ দেখলে, তার ছেলে সন্তান হবে। নিজেকে হায়েজরত অবস্থায় দেখলে বুঝতে হবে, সে হারাম পন্থায় সহবাস করবে। 

যদি কোনো ব্যক্তি নিজ স্ত্রীকে বিয়ে করতে দেখে এমতাবস্থায় যে, স্ত্রী মাজলুম হয়ে তাকে পরিহার করেছে, বুঝতে হবে, হয়তো স্ত্রী তাকে দুনিয়াতেই ক্ষমা করে দেবে অর্থাৎ তার স্ত্রী হিসেবে গণ্য হয়ে যাবে। নতুবা আখিরাতে ক্ষমা করে দেবে।

কামোদ্দীপনার সঙ্গে কোনো মহিলাকে চুমু দিতে দেখা: বিয়ের আলামত। কোনো মহিলাকে একই বিছানায় এবং একই লেপের মাঝে শয়ন করতে এবং মেলামেশা করতে দেখা, বিয়ের লক্ষণ

স্বপ্নে চারজন মহিলাকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে: সে অধিক পরিমাণে কল্যাণ ও উপকার অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন, “মহিলাদের থেকে যাদেরকে ইচ্ছা তোমরা বিয়ে কর, দুইজন, তিনজন, চারজন।” স্বপ্নে স্ত্রীকে অপর ব্যক্তি বিয়ে করে তার কাছে নিয়ে গেছে দেখলে, বুঝতে হবে, যদি সে বাদশাহ হয় তার রাজত্ব চলে যাবে। যদি সে ব্যবসায়ী হয়, তার ব্যবসা বাতিল হয়ে যাবে।

স্বপ্নে নিজ স্ত্রীকে অপর ব্যক্তির সঙ্গে বিয়ে দিতে এবং সে ওই লোককে তার স্ত্রীর কাছে নিয়ে যেতে দেখলে বুঝতে হবে, ব্যবসা অধিক পরিমাণ লাভজনক হবে।

ঘটনা: 

জনৈক ব্যক্তি ইমাম ইবনে সীরীনের কাছে এসে নিজ স্বপ্নের কথা জানাল যে, সে তার মাকে বিয়ে করেছে। এরপর যখন তার থেকে অবসর হলো, তখন তার বোনকে বিয়ে করল, তখন তার ডান হাত ছিল কর্তিত। ইবনে সীরীন বললেন, স্বপ্নদ্রষ্টা আত্মীয়তা ছিন্ন করবে, সৎকাজে কৃপণতা করবে। বোন এবং মাকে কষ্ট দেবে।

স্বপ্নে খলিফা তাকে বিয়ে করতে দেখলে, স্বপ্নদ্রষ্টা নেতৃত্ব পাবে। কেউ একদল মানুষের সামনে বিয়ে করতে দেখলে বুঝতে হবে, সে চিন্তামুক্ত হবে। সুস্থ হয়ে উঠবে। অপরিচিত কোনো শায়খ তার স্ত্রীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে, স্বপ্নদ্রষ্টা অধিক সম্পদ পাবে অথবা ব্যবসায় অধিক লাভ করবে। কেননা, শায়খ তার সম্পদের অর্থ বহন করে।

স্বপ্নে শত্রুর স্ত্রীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে: শত্রু তার সেবা করবে। অসভ্য ব্যবহার ও জুলুম করতে তাকে উদ্বুদ্ধ করবে।

স্বপ্নে নিজেকে বন্দি থাকতে দেখলে বুঝতে হবে: সে বন্ধনমুক্ত হবে। মাটিকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে, সে মারা যাবে। যেমন, আল্লাহ বলেন- “মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। মাটিতে ফিরিয়ে নেব।”

স্বপ্নে বাঁদীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে, সে সম্পদ পাবে। যদি কেউ কোনো মহিলাকে অবৈধ পন্থায় বিয়ে করতে দেখলে বুঝতে হবে, সে এমন একটা জিনিস অনুসন্ধান করছে, যাতে তার কোনো কল্যাণ নেই। বাঁদীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে, তার সম্পদ বৃদ্ধি পাবে এবং সে সুখী হবে। 

গোলাম তার সঙ্গে সহবাস করছে দেখলে বুঝতে হবে: গোলাম তাকে তুচ্ছ মনে করবে। কোনো দুনিয়াদার ব্যক্তি ব্যাভিচারিনী মহিলাকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে, সে হারাম পন্থায় ধন-সম্পদ লাভ করবে।

রিলেটেডঃ স্বপ্নে সাপ দেখলে কি হয়? স্বপ্নে সাপ দেখার ইসলামিক ব্যাখ্যা ২০২৪

তালাক ও যিনা স্বপ্নে দেখলে কি হয়?

স্বপ্নে স্ত্রীকে তালাক দিতে দেখলে বুঝতে হবে: তার ক্ষমতা কিছুটা হ্রাস পাবে। 

গভর্ণর যদি স্বপ্নে দেখে: সে তার স্ত্রীকে তালাক দিয়েছে, তা হলে বুঝতে হবে, ওই পদ থেকে তাকে অপসারণ করা হবে। এই স্বপ্ন কোনো কারিগর দেখলে, সে তার পেশা ছেড়ে দেবে। যদি কেউ স্বপ্নে দেখে, সে অত্যন্ত অভিমানী, বুঝতে হবে, সে লোভী হবে। 

স্বপ্নে যিনা করতে দেখলে বুঝতে হবে: সে খেয়ানতকারী হবে। কেউ কোনো প্রসিদ্ধ ব্যক্তির স্ত্রীর সঙ্গে যিনা করতে দেখলে বুঝতে হবে, সে ওই ব্যক্তি থেকে সম্পদ অর্জন করবে, যার সে লোভ করেছে।

মহিলা স্বপ্নে তার পরনে পুরুষের পোশাক ও আকৃতি দেখা, তার অবস্থা সুন্দর হওয়ার ইঙ্গিত। যদি মহিলা স্বপ্নে দেখে, সে পুরুষের আকৃতি ধারণ করেছে, তা হলে এর ব্যাখ্যা হবে, সে তার স্বামীর জন্য কল্যাণের কারণ হবে। হিজরার আকৃতি ধারণ করতে দেখলে, সে দুশ্চিন্তায় ভুগবে।

স্বপ্নে স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাতে অথবা অন্য কোনো মহিলার লজ্জাস্থানের দিকে কামভাব নিয়ে তাকাতে বা স্পর্শ করতে দেখলে, বুঝতে হবে: সে অবৈধ ব্যবসা করবে। যদি কেউ স্বপ্নে উলঙ্গ মহিলাকে তার অবগতি ছাড়া দেখে, তা হলে বুঝতে হবে, তার পদস্খলন ঘটবে।

তালাক ও যিনা স্বপ্নে দেখলে কি হয়
তালাক ও যিনা স্বপ্নে দেখলে কি হয় (Photo By canva)

স্বপ্নে সহবাস দেখলে কি হয়?

স্বপ্নে কোনো নামকরা মহিলার সঙ্গে সহবাস করতে দেখলে, স্বপ্নদ্রষ্টার ঘরের অধিবাসীরা দুনিয়ার কল্যাণ লাভ করবে। যদি দেখে, সহবাস করেনি, কিন্তু সহবাসের দ্বারপ্রান্তে পৌঁছেছে, তা হলে বুঝতে হবে, তার পরিবার আগের তুলনায় কম সম্পদ পাবে। কোনো পুরুষকে চুম্বন করতে বা কামোদ্দীপনার সঙ্গে সহবাস করতে দেখলে, আগের তুলনায় তার সম্পদ হ্রাস পাবে।

কোনো পুরুষকে কামোদ্দীপক চুমো দিতে দেখলে, সে ওই পুরুষ থেকে কল্যাণ অর্জন করবে। যদি মৃত ব্যক্তির সঙ্গে সহবাস করতে দেখে, মৃত ব্যক্তির বাড়িতে কি না তা অস্পষ্ট হলে বুঝতে হবে, সে মারা যাবে। যদি বাড়িটা মৃত ব্যক্তিরই নির্দিষ্ট বাড়ি হয়, তা হলে তার সম্পদ কমে যাবে ।

স্বপ্নদ্রষ্টা মহিলার সঙ্গে পায়ুপথ দিয়ে সহবাস করতে দেখলে বুঝতে হবে, সে কোনো বিষয়কে পদ্ধতি ছাড়া পাওয়ার চেষ্টা করবে। বাদশার নিষিদ্ধ স্থানে প্রবেশ করে অথবা তার স্ত্রী হায়েজ হয়েছে জেনেও সহবাস করতে দেখলে, স্বপ্নদ্রষ্টা হারাম কাজে লিপ্ত হবে।

স্বপ্নে সহবাস দেখলে কি হয়
স্বপ্নে সহবাস দেখলে কি হয় (Photo By canva)

হায়েজ থেকে পবিত্র হওয়ার আগেই মহিলার সঙ্গে সহবাস করতে দেখলে, বুঝতে হবে, তার স্ত্রী থেকে তার প্রয়োজন পূরণ করতে পারবে। ফলে স্ত্রী যে কাজের মাঝে দেরী করেছে সে এটার মাঝে দ্রুততার আশ্রয় নেবে।

যদি কোনো মহিলা দেখে: কোনো মৃত ব্যক্তি তাকে বিয়ে করেছে এবং তার বাড়িতে সহবাস করেছে, তা হলে বুঝতে হবে, তার সম্পদের মাঝে হ্রাস দেখা দেবে, তার অবস্থা এবং বিষয়ের মাঝে পরিবর্তন আসবে।

কেউ পায়ুপথ দিয়ে সহবাস করতে দেখলে, সে বিপরীত দিক থেকে কঠিন বিষয় তালাশ করবে। তার মনোবাঞ্ছা পূরণ হবে না। তাতে তার সম্পদ চলে যাবে এবং তার আমল শেষ হয়ে যাবে।

গোলাম তার সঙ্গে সহবাস করছে দেখলে বুঝতে হবে, গোলাম তাকে তুচ্ছ মনে করবে। কোনো দুনিয়াদার ব্যক্তি ব্যাভিচারিনী মহিলাকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে, সে হারাম পন্থায় ধন-সম্পদ লাভ করবে।

রিলেটেডঃ স্বপ্নে কবর দেখলে কি হয়? ইসলামিক ব্যাখ্যা ২০২৪

পরিশেষে

তো বন্ধুরা এই ছিলো আজকের স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয় বা স্বপ্নে সহবাস দেখলে কি হয় তার ইসলামিক ব্যাখ্যা। এই ইসলামিক ব্যাখ্যাগুলি ইমাম ইবনে সীরিনের বই থেকে নেওয়া হয়েছে।

তো স্বপ্নে নিজের বিয়ের আলোচনা দেখলে কি হয় এই বিষয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে। 

ট্যাগঃ shopne biye dekhle ki hoy, বিবাহিত মেয়ে স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়, স্বপ্নে নিজের বিয়ের আলোচনা দেখলে কি হয়

Leave a Reply