হাসি হল পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ও মায়াবী একটি জিনিষ, সেই হাসি যদি হয় ভালোলাগার মানুষের তাহলে তো কোন কথাই নেই। হাসি নিয়ে কত লেখক লেখেছেন সাহিত্য, কত কবি যে লেখেছেন কবিতা তার কোন হিসাব নেই। বিশেষ করে মেয়েদের মায়াবী হাসি নিয়ে তৈরি হয়েছে গান, সুরকার বেধেছেন সুর, প্রেমিকার ঠোটের হাসির জন্যে প্রেমিক পরেছেন প্রেমে!
হাসি নিয়ে বলতে গেলে বলার শেষ হবেনা। মিষ্টি হাসিওয়ালা মানুষগুলা অনেকের মধ্যে হয়ে থাকে অন্যতম এবং সবার প্রিয় পাত্র পাত্রী হয়ে থাকে। সে যাইহোক আজকের লেখাতে আমরা দেখবো হাসি নিয়ে কিছু রোমান্টিক ক্যাপশন, ফেসবুক স্ট্যাটাস ও ভালোবাসার ম্যাসেজ। যেগুলো আপনি এই লেখা থেকে কপি করে আপনার ফেসবুক ওয়ালে কিংবা স্টোরিতে ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারবেন।
তাহলে দেরী না করে চলুন দেখে নেই, হাসি নিয়ে ক্যাপশন, কবিতা, ছন্দ, স্ট্যাটাস!
হাসি নিয়ে ক্যাপশন
১।হাসি একমাত্র জিনিস যা দিয়ে হাজার মিথ্যা লুকানো ও মিথ্যা বুঝানো যায়।
২। হাসির কোন ভাষা নেই তবে হাসি হাজার রকমের হয়ে থাকে।
৩। মানুষ সবচেয়ে বেশি অভিনয় করে হাসি দিয়ে।
৪। মিথ্যা লুকানোর সবচেয়ে বড় অস্ত্র হলো হাসি।
৫। যারা হাসিকে অস্ত্র বানিয়ে ফেলেছে, তারা জীবনে কখনো পিছনে ফিরে তাকাতে হয় নি।
৬। বেশির ভাগ মানুষের পার্সনালিটি প্রকাশ পায় তার হাসিতে।
৭। হাসি একমাত্র জিনিস যা দিয়ে মানুষের ব্যাক্তিত্ব প্রকাশ করে।
৮। পৃথিবীতে হয়তো সব কেনা যায়, কিন্তু কখনো কারো মুখের হাসি কিনা যায় না।
৯। জগতের প্রতিটা মানুষের দূর্বলতা তার মুখের হাসি।
১০। পৃথিবীতে এমন কোন কাজ নেই যা সে হাসি দিয়ে জয় করতে পারবে না।
মিষ্টি হাসি নিয়ে ক্যাপশনঃ
১। এক কোটি ফুলের সৌন্দর্যের চেয়ে হাল্কা হাসি মিষ্টি হাসি আমার কাছে বেশি দামি।
২। মিষ্টি হাসি জগতের সবচেয়ে দামি হাসি।
৩। মিষ্টি হাসি দিয়ে যে কেউ পৃথিবী জয় করে নিতে পারে।
৪। মিষ্টি হাসি অমূল্য জিনিস, যা টাকা দিয়ে কেনা যায় না।
৫।রাগী মানুষের মোকাবেলা মিষ্টি হাসি দিয়ে করতে হয়।
৬। একমাত্র মিষ্টি হাসি পারে সব রাগ অভিমান ভুলিয়ে দিতে।
৭। মানসিকতার দিক দিয়ে মিষ্টি হাসি দিয়ে কথা বলা মানুষেরাই সবার উপরে।
৮। নিশ্চিত করে ভালো মানুষ চিনার উপায় হলোতার মিষ্টি হাসি।
৯। আমাদের নবী কারিম (সাঃ) মিষ্টি মুছকি হাসিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন,
১০। যারা মিষ্টি হাসি দিয়ে মানুষ তার দুঃখ কষ্ট ধারুন ভাবে লিকিয়ে রাখতে পারে।
হাসি নিয়ে রোমান্টিক ক্যাপশনঃ
১। তোমার সব সৌন্দর্য কি তোমার হাসিতে লুকিয়ে রাখো? যা আমাকে গায়েল করার জন্য হাল্কাই যথেষ্ট হয়ে যায়।
২। তোমার যেই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি টানে, সবচেয়ে বেশি আকর্ষিত করে সেটা হ্লো তোমার যাদুকারী হাসি।
৩। দুনিয়ার সব অস্ত্র তোমার হাসির কাছে আত্মসমর্পণ করে যায়, সেটা কি তুমি জানো?!
৪। তুমি কি জানো , তোমার মুখের ঐ অপূর্ব হাসি আমাকে দিন দিন গায়েল করে ফেলছে।
৫। তোমার মুখের একটা হাসি আমার পৃথিবী উলট পালট করে দেওয়ার জন্য যথেষ্ট প্রিয়।
৬। তোমার মুখের হাসি কি শুধু আমাকে পাগল বানানোর অস্ত্র হিসাবে তৈরী করছো।
৭। তোমার হাসির কাছে আকাশের চন্দ্র সূর্য, সব ফিকে হয়ে যায় তা কি তুমি জানো?!
৮। তুমি কি জানো তুমার হাসি আমাকে হাজার বছর বাচিয়ে রাখার অনুপ্রেরনা।
৯। বারবার শত বার আমি তোমার ঐ হাসি মাখা মুখ খানি দেখতে চাই।
১০। আমার মৃত্যুর সময় তোমার ঐ হাসা মাখা মুখ খানি দেখতে চাই।
প্রেমিকার হাসি নিয়ে স্ট্যাটাসঃ
১। তোমার যাদুকারী হাসি , আমার বেচে থাকার অনুপ্রেরনা।
২। দুনিয়ার যত মন খারাপি আছে সব একদিকে প্রিয়তমা, আর তোমার হাসি অন্যদিকে।
৩। তোমার হাসির পাওয়ার আকাশের মেঘের চেয়েও বেশি শক্তিশালী।
৪। দুনিয়ার সব অস্ত্র তোমার হাসির কাছে এত ফিকে মন হয় কেনো? বলতে পারবে আমায়?।
৫। তোমার হাল্কা হাসি আমাকে খুন করার জন্য যথেষ্ট প্রিয়তমা।
৬। জগত শ্রেষ্ঠ তোমার হাসি, তোমার হাসির সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা হয় না।
৭। তোমার হাসি মাখা মুখ খানি দেখার জন্য আমি উতলা হয়ে থাকি, তুমি কি তা জানো?
৮। তোমার মুক্তা ঝরা হাসি দেখার জন্য আমি জনম জনম অপেক্ষা করতে রাজি প্রিয়তমা।
৯। মানুষ প্রেমে পড়ে মানুষের কত ধরনের বৈশিষ্ট দেখে,রুপ সৌন্দর্য দেখে,আমি তুমার প্রেমে পড়েছিলাম তোমার হাসি দেখে।
১০। কত মানুষ তার প্রেমিকাকে কত ভাবে দেখতে চায়, আর আমি এক পাগল আমার প্রেমিকার হাসিমাখা মুখ দেখতে চাই বারবার।
শেষ কথা
সারাক্ষণ মুখে হাসি লেগে থাকার অনেক ভালো দিক আছে, মিষ্টি হাসিতে অনেকের পাথরের মতো মন মমের মতো গলে যেতে পারে। প্রেমিকের মুখের হাসিতে প্রেমিকার মন গলা কিংবা প্রেমিকার ঠোটের কোণের হাসি দেখার জন্যে অনেক দূর থেকে এসে দেখা করা মামুলি ব্যাপার মাত্র!
তাই আমাদের প্রত্যেকের উচিত সঠিক জায়গায় সঠিক সময়ে মিষ্টি করে হাসা, এতে ক্ষতিকর কিছুই নেই বরং নিজের মনের সৌন্দর্য ও চেহার সৌন্দর্য তাতে বৃদ্ধি পায়।
তো বন্ধুরা এই ছিলো আজকে আমাদের লেখা হাসি নিয়ে ক্যাপশন, কবিতা, ছন্দ ও ভালোবাসার স্ট্যাটাস। যদি লেখাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে।