Skip to content

স্বপ্নে কবর দেখলে কি হয়? ইসলামিক ব্যাখ্যা | ২০২৪

স্বপ্নে কবর দেখলে কি হয়

ঘুমের মধ্যে আমরা কতকিছু স্বপ্নে দেখি, অনেক স্বপ্ন মনে থাকে, কিছু স্বপ্ন ভুলে যাই আবার মনে হয়, এমন অনেক স্বপ্ন আছে যা দেখার পর আর কখনো মনেই হয় না। তো এই স্বপ্নগুলির রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ ও ইসলামিক ব্যাখ্যা। আজকে আমরা জানবো কবর বা গোরোস্থান নিয়ে যেকোন স্বপ্নের বিস্তারিত ইসলামিক ব্যাখ্যা।

আমি প্রায়ই এই প্রশ্নগুলি শুনি স্বপ্নে কবরস্থান দেখলে কি হয়? স্বপ্নে নিজেকে কবরে দেখলে কি হয়? স্বপ্নে কাউকে কবর দিতে দেখলে কি হয়? বার এই বিষয়ে হরেক রকম জিজ্ঞাসা। তো কবর নিয়ে সব ধরনের স্বপ্নের ইসলামিক ব্যাখ্যা এই লেখাতে থাকবে।

এই লেখাটা নেওয়া হয়েছে ইমাম ইবনে সীরেনের বই থেকে, যাকে মনে করা হয় স্বপ্নের ব্যাখ্যার জন্যে অদ্বিতীয়। তাহলে চলুন দেরী না করে দেখে নেই স্বপ্নে কবর দেখলে কি হয়।

স্বপ্নে কবর দেখলে কি হয়

কবরস্থান স্বপ্নে দেখার ব্যখ্যা হলো, পরকালে। কারণ পরকালে পৌঁছার জন্য কবরই একমাত্র বাহন। যে কবরে উপনীত হয়েছে তাকেই এই বাহন আখিরাতের দিকে নিয়ে যায়। কবরই মৃত ব্যক্তির জন্য কয়েদখানা। 

আবার কখনো সরাইখানা বা দরিদ্র সেবালয় বা সেনানিবাস ও ইবাদতখানার অর্থ বহন করে। কখনো দুনিয়ার কাজকর্ম ও উপদেশ থেকে দূরে থাকার অর্থও বহন করে। কান্নাকাটিরও অর্থ বহন করে। এ কবরবাসীদের মানুষের থেকে নিঃসঙ্গতা বা একাকিত্ব থাকায় জিয়ারতকারীদের জন্য শিক্ষা রয়েছে। তাদের দর্শকদের জন্য উপদেশ আছে। কারণ জিয়ারতকারীর কাছে প্রকাশিত হয়ে যায় তাদের অবস্থা, জীর্ণশীর্ণ ও চূর্ণ-বিচূর্ণ অস্থিগুলো। 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে প্রবেশকালে কবরবাসীকে সালাম করতেন এবং কবরবাসীকে ‘মুমিন সম্প্রদায়ের স্থায়ী আবাসস্থল’ বলে অভিহিত করেছিলেন।

স্বপ্নে কবর দেখলে কখনো মৃত্যু বোঝায়। কারণ কবরই মৃতের বাড়ি। আবার কখনো কাফের, বিদআতীর বাড়ি ও মুসলিম জিম্মীর এলাকার অর্থ বহন করে।

কেননা সেখানকার অধিবাসীরা মৃতের মতো। স্বপ্নে মৃত্যু দেখা দীন- ধর্ম বরবাদ হওয়ার লক্ষণ। আবার কখনো গোপনে বিধ্বংসী ও অন্যায় কর্মকারীদের ঘর-বাড়ির অর্থ বহন করে। 

যেমনঃ পতিতালয়, ফ্যাক্টরী, শরাবখানা যেখানে মাতালেরা মৃতের ন্যায় লুটিয়ে পড়ে থাকে। সে সমস্ত গাফেলদের ঘরবাড়িও বোঝায় যারা নামায পড়ে না, আল্লাহর জিকির করে না এবং তাদের আমল কবুল করা হয় না। কখনো বন্দী খানার অর্থ বহন করে। কারণ মৃত ব্যক্তি নিজ কবরে বন্দী থাকে।

কবর
কবর (Photo by canva)

স্বপ্নে কবরে প্রবেশ করতে দেখলে

স্বপ্নে কবরে প্রবেশ করতে দেখলে, বাস্তবে সে অসুস্থ হলে, বুঝতে হবে, সে তার রোগের কারণে মারা যাবে এবং কবরে পৌঁছবে। বিশেষ করে যদি কবরে ঘর-বাড়ি নির্মাণ করতে দেখে সে সুস্থও বটে তা হলে স্বপ্নদ্রষ্টার অবস্থা লক্ষণীয়। 

প্রবেশকালে যদি ভয়ে চোখ দিয়ে অশ্রু ঝরে কিংবা কুরআন শরীফ তেলাওয়াত করে অথবা কেবলামুখী হয়ে নামায পড়ে, তা হলে এর ব্যাখ্যা হবে, সে সৎকর্ম ও জিকিরের মজলিসে অন্তর্ভুক্ত হয়ে ইবাদতের সৌভাগ্য পাবে। 

যদি প্রবেশকালে হাসে বা বিবস্ত্র থাকে বা কবরে প্রস্রাব করে বা মৃতদের সঙ্গে হাঁটতে চলতে দেখে বুঝতে হবে, সে পাপাচারী ও দীন-ধর্মে বিকৃতিকারীদের অন্তর্ভুক্ত হয়ে তাদের মন্দ বিষয়ের সঙ্গে জড়িত হয়ে পড়বে। 

যদি আযান দিতে দিতে প্রবেশ করে, তা হলে এর ব্যাখ্যা হবে উপদেশ দেবে এমন লোকদেরকে যারা উপদেশ গ্রহণ করতে চায় না। সৎ কাজের আদেশ দেবে তাদেরকে যারা আদেশ পালন করে না। সত্য প্রতিষ্ঠা করবে এবং গাফেল জাহেল কিংবা কাফের সম্প্রদায়ের কাছে সত্য নিয়ে উপস্থিত হবে।

অচেনা-অপরিচিত মৃতদেরকে কবর থেকে উঠতে দেখলে

অচেনা-অপরিচিত মৃতদেরকে কবর থেকে উঠতে কিংবা নিজেদের ঘর-বাড়ির দিকে ফিরতে দেখলে, স্বপ্নদ্রষ্টা কারাগার থেকে মুক্তি পাবে, কিংবা  শহরবাসীরা মুশরিকদের সঙ্গে সন্ধি বা সমঝোতা করবে কিংবা লোকেরা যে বীজ জমিনে বপন করে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে তা থেকে নিরাশ হয়ে গিয়েছিল তা উৎপন্ন হবে— স্বপ্নে ও জাগ্রত অবস্থার দৃষ্টে যে পরিমাণ দেখে ছিল সেই পরিমাণ।

স্বপ্নে কবর খুড়তে দেখলে কি হয়

স্বপ্নে কবর খনন করতে দেখলে বুঝতে হবে, খননকারী পূর্বের কোনো কাঙ্ক্ষিত গোপন বিষয় পাবে। কারণ আরববাসী গোপনে ভালো-মন্দ কর্মকারীকে নাব্বাশ বলে অভিহিত করে। 

আলেমের কবর খনন করতে দেখলে, এই খনন করা তাঁর বিলুপ্ত ও মুছে যাওয়া ইলমকে পুনর্জাগরণের আলামত। অনুরূপ ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কবর খনন করতে দেখার ক্ষেত্রেও প্রযোজ্য। 

তবে কবর খনন করে পুরাতন হাড় কিংবা কাফনের ছেঁড়া-ফাটা কাপড় নিতে দেখলে, স্বপ্নদ্রষ্টা তার ইলমে আশ্চর্য খ্যাতি লাভ করবে। তাঁকে কবর জীবিত দেখলে, বুঝতে হবে, সে ভালো কিছু অর্জন করবে। যেমন, তার সাধ্য ও সামর্থ্যানুযায়ী শরীয়ত ও সুন্নতকে জিন্দা করা।

স্বপ্নে কবর খুড়তে দেখলে কি হয়
স্বপ্নে কবর খুড়তে দেখলে কি হয় (Photo by canva)

স্বপ্নে অন্যের কবর খুড়তে দেখলে কি হয়

কোনো কাফের, বিদআতী বা কোনো অমুসলিম জিম্মীর কবর খনন করতে দেখলে বুঝতে হবে, সে গোমরাহীদের মত ও পথ অনুসরণ করবে কিংবা ধোঁকা ও প্রতারণার মাধ্যমে হারাম সম্পদ উপার্জন করবে।

রিলেটেডঃ স্বপ্নে পরিচিত লোক দেখলে কি হয়?

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা

কবর খনন করে দুর্গন্ধযুক্ত, পচা মাটি কিংবা অনেক চুল নিতে দেখা, স্বপ্নদ্রষ্টার সুদৃঢ় ও শক্তিশালী হওয়ার আলামত। কোনো কাঙ্ক্ষিত অন্যায় কাজে জড়িত হওয়ার প্রতি দুঃসাহসীর অর্থ বহন করে। 

কোনো মৃত ব্যক্তিকে জীবনযাপন করতে দেখা, মৃত ব্যক্তির প্রণীত রীতি নীতি সমাজে চালু হওয়ার লক্ষণ—তা ভালো হোক বা মন্দ। বিশেষ করে স্বপ্নদ্রষ্টা যদি মৃতের পরিবারভুক্ত কেউ হয়।

মৃত ব্যক্তিকে রোগাক্রান্ত পরিবার থেকে খেতে দেখলে, স্বপ্নদ্রষ্টার পরিবারের সম্পদ ধ্বংস ও নষ্ট হওয়ার ইশারা। যদি দেখে মৃত ব্যক্তি তাকে আহ্বান করছে, তা হলে সে অসুস্থ হলে এটা তার মৃত্যুর আলামত। 

সুস্থ হলে তার জন্য উপদেশ এবং তাকে সতর্ক করার ইঙ্গিত—যাতে সে যে বিষয়ে লিপ্ত আছে তা থেকে ফিরে আসে এবং তার মন্দ বিষয়গুলো সংশোধন করে নেয়। যদি দেখে যে মৃত ব্যক্তি তাকে প্রহার করছে কিংবা তার সঙ্গে রুঢ় ব্যবহার বা ভীতি প্রদর্শন করছে এবং সালাম তরক করছে, তা হলে স্বপ্নদ্রষ্টার সতর্ক হওয়া উচিত এবং তার প্রতি কৃত অসিয়ত যা সে আদায় করেনি—তা আদায় করা উচিত। কিংবা ব্যক্তিগত আমলে বা নিজে নিজেই কোনো গোনাহর ব্যাপারে তার সতর্ক হওয়া উচিত।

স্বপ্নে নিজের জন্য কবর খুড়তে দেখলে কি হয়
স্বপ্নে নিজের জন্য কবর খুড়তে দেখলে কি হয় (Photo by canva)

যদি দেখে, মৃত ব্যক্তি তাকে সালাম ও মুআনাকা করছে, তা হলে বুঝতে হবে, তাকে শুভ সংবাদ দেবে যা প্রথম অবস্থার বিপরীত। স্বপ্নে নিজেকে খাটিয়ায় বহনকৃত দেখা মৃত্যুর জোরালো ইশারা। আবার কখনো ইঙ্গিত করে যে, সে রাজত্ব পাবে। রাজ্যের মাঝে সে গোলাম বাঁদীদের প্রতি জোর জবরদস্তী করবে।

রিলেটেডঃ মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? ২০২৩

স্বপ্নে নিজেকে দাফন হতে দেখলে কি হয় (স্বপ্নে কবর দেখলে কি হয়)

স্বপ্নে নিজেকে দাফন হতে দেখা মৃত্যুর লক্ষণ। আবার কখনো সেই ব্যক্তির শাস্তি বোঝায় যে তার সঠিক দীনকে বরবাদ করেছে। 

কখনো এটা মুসাফিরের সফর দীর্ঘ হওয়ার আলামত। স্বপ্নে নিজেকে খাটিয়ায় বহনকৃত দেখা কখনো বিয়ে করা, এরপর সেই সপ্তাহেই নববধুর ভাইয়েরা তাকে তুলে নেওয়ার জন্য তার কাছে আসার লক্ষণ ।

ইমাম ইবনে সীরীন রহ. বলেন, স্বপ্নে মৃত ব্যক্তিদের কিছু নিতে দেখা ভালো মনে করি। তাকে কিছু দিতে দেখা খারাপ মনে করি। যদি দেখে, সে মারা গেছে অথচ সেখানে মৃত্যুর কোনো আলামত ও লক্ষণ প্রকাশ পায়নি, তা হলে বুঝতে হবে, তার ঘর বিধ্বস্ত হবে।

রিলেটেডঃ স্বপ্নে সাপ দেখলে কি হয়? স্বপ্নে সাপ দেখার ইসলামিক ব্যাখ্যা

স্বপ্নে নিজের জন্য কবর খুড়তে দেখলে কি হয়

জীবিত ব্যক্তি নিজের জন্য কবর খনন করতে দেখলে বুঝতে হবে, সে শহরে বা সেই মহল্লায় বাড়ি নির্মাণ করবে এবং সেখানে বসবাস করবে। 

যদি নিজেকে কবরে দাফন হতে দেখে অথচ সে জীবিত, তা হলে স্বপ্নদ্রষ্টা আটক হবে এবং তার ওপর চাপ প্রয়োগ করা হবে। 

মৃত ব্যক্তিকে তার সঙ্গে আলিঙ্গন ও মেলামেশা করতে দেখা, জীবিত ব্যক্তির হায়াত দীর্ঘ হওয়ার আলামত। মৃত ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় দেখা, তার শান্তির লক্ষণ।

পরিশেষে

তো বন্ধুরা এই ছিলো আজকের লেখা স্বপ্নে কবর দেখলে কি হয়, বা স্বপ্নে কবর দেখার ইসলামিক ব্যাখ্যা। যদি লেখাটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

এছাড়া যদি এখানে আপনার দেখা স্বপ্নের ব্যাখ্যা না পান তাহলে কমেন্ট করে জানাবেন, আমার কাছে স্বপ্নের তাবীর বই রয়েছে, আমি যত তারাতাড়ি সম্ভব আপনার স্বপ্নের ব্যাখ্যা বই দেখে জানিয়ে দিবো।

আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে। সবাই ভালো থাকবেন।

Leave a Reply