মহান আল্লাহ বলেন,
“অতএব তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর এবং আমার প্রতি অকৃতজ্ঞ হয়ো না।” সূরা আল বাকারাহ, ১০২
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর”। সূরা আল-আহযাব ৪১
“আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ ও নারী: আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন ।” সূরা আল-আহযাব ৩৫
পবিত্র কোরআনে অসংখ্যবার বলা হয়েছে দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকতে, রোগ বালাই, বিপদ আপদে আল্লাহর সাহায্য পার্থনা করতে। সেটা মানব জীবনের তুচ্ছ কিংবা বড় কোন রোগ কিংবা বিপদ হোক।
আমাদের কমবেশি সবার ই মাথা ব্যাথা হয়, সে সময় পবিত্র অবস্থায় মাথা ব্যথার দোয়া পড়া উত্তম, এই লেখাতে থাকবে মাথা ব্যথার দোয়া ও তার বাংলা অর্থ। তাহলে চলুন দেখে নেই মাথা ব্যথার দোয়াটি।
মাথা ব্যথার দোয়া
মাথা ব্যথার দোয়াটি হলঃ
আরবি উচ্চারণ: লা ইয়ুসাদ্দা‘উনা ‘আনহা ওয়া লা ইয়ুনযিফূন। (মাথা ব্যথা কমানোর দোয়া )
বাংলা অর্থ: সেই পানীয় পানে তাদের পীড়া হবে না, জ্ঞান হারাও হবে না। (সূরা ওয়াকিয়াহ : ১৯)
রিলেটেডঃ আয়না দেখার দোয়া ২০২৩
পরিশেষে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
“আল্লাহ তা’আলা বলেন: আমার বান্দা আমার সম্পর্কে যেরূপ ধারণা করে, আমাকে সে তদ্রূপই পাবে; আর যখন সে আমাকে স্মরণ করে, তখন আমি তার সাথে থাকি। সুতরাং যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও আমার মনে তাকে স্মরণ করি।
আর যদি সে কোনো সমাবেশে আমাকে স্মরণ করে, তাহলে আমি তাকে এর চাইতে উত্তম সমাবেশে স্মরণ করি। আর সে যদি আমার দিকে এক বিঘত পরিমাণ নিকটবর্তী হয়, তাহলে আমি তার দিকে এক হাত পরিমাণ নিকটবর্তী হই।
সে এক হাত পরিমাণ নিকটবর্তী হলে আমি তার দিকে এক বাহু পরিমাণ নিকটবর্তী হই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দ্রুতবেগে যাই।”
ভিবিন্ন হাদিসেও অনেকবার বলা হয়েছে আল্লাহর কাছে চাইতে, আল্লাহকে স্মরণ করতে। তাই আমাদের সবার উচিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যেকোন কিছু চাইতে।