Skip to content

তথ্য কাকে বলে? তথ্য কি? তথ্যের সংজ্ঞা কি? | ২০২৪

তথ্য কি

তথ্যকে আমরা ইংরেজেতি Information হিসাবে চিনি, তথ্য একটি বিমূর্ত ধারণা, যা দ্বারা অনেক রকম সিদ্ধান্তে পৌঁছানো যায়। তাই তথ্য কি জানার আগে এটার পেছনের স্থান, কাল, পাত্র বিবেচনা করা উচিত। তাহলে তথ্যকে সঠিকভাবে সংজ্ঞায়িত করা যাবে।

তথ্য নানান সময় নানান ধরনের অর্থ বহন করে থাকে, তবে এই লেখাতে আমরা সহজভাবে তথ্য কাকে বলে? তথ্য কি? তথ্যের সংজ্ঞা কি? ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবো।

তথ্য কি?

সহজ করে বললে তথ্য হলো কোন বার্তা বা সংবাদ, যা কোন প্রেরক প্রাপকের কাছে যেকোন মাধ্যমে প্রেরণ করে থাকে।

আবার কম্পিউটারের ভাষায়, তথ্য হলো কিছু ডেটা, যা বিচার বিশ্লেষণ করে কোন একটি পূর্ণ সিদ্ধ্বান্তে পৌঁছানো যায়।

আবার দর্শনশাস্ত্রেরর মতে কোন নির্দিষ্ট ঘটনার বিভিন্ন রকম উপাত্ত বিচার বিশ্লেষণ করে সেটিকে যখন কোন সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহার করা হয় তখন তাকে তথ্য বলে।

তথ্য কাকে বলে? তথ্যের সংজ্ঞা কি?

তথ্য হলো কোন বার্তা বা সংবাদ। আরো সহজ করে বললে, যা কিছু কোন অর্থ বহন করে এবং এক স্থান হতে অন্য স্থানে আদান প্রদান করা যায় তাকেই অর্থ বলে।

কম্পিউটারের ভাষায় তথ্য হলো কোন ডেটা “Data” যা বিচার এবং বিশ্লেষণ করা যায়, এবং সেখান থেকে কোন একটি ফল পাওয়া যায়, অথবা ডেটা বিশ্লেষণের মাধ্যমে কোন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যাওয়া যায়।

তথ্যের অন্বেষণ

কোন সঠিক তথ্য পেতে বাস্তব জীবনে আমরা কিছু শব্দ ব্যবহার করে থাকি, সেগুলো হলো

কি? কেন? কিভাবে? কোথায়? কখন? ইত্যাদির শব্দের বিপরীতে আমরা যে নির্দিষ্ট উত্তর পাই সেগুলোর সারসংক্ষেপ ই হলো তথ্য।

তথ্য
তথ্য । Photo: Canva

পরিশেষে

তো এই ছিলো আজকে আমাদের লেখা তথ্য কাকে বলে? তথ্য কি? তথ্যের সংজ্ঞা কি? নিয়ে বিস্তারিত আলোচনা। এই লেখা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়।

Leave a Reply