Skip to content

স্বপ্নে বজ্রপাত দেখলে কি হয়? ইসলামিক ব্যাখ্যা | ২০২৪

স্বপ্নে বজ্রপাত দেখলে কি হয়

আমরা অনেকেই স্বপ্নে বজ্রপাত দেখে থাকি, তবে স্বপ্নে বজ্রপাত দেখার ইসলামিক ব্যাখ্যা কি তা হয়তো অনেকেই জানিনা। আজকের লেখাতে আমরা জানবো কোরআন হাদিসের আলোকে স্বপ্নে বজ্রপাত দেখলে কি হয় এবং তার ইসলামিক ব্যাখ্যা।

তাহলে দেরী না করে চলুন জেনে নেই স্বপ্নে বজ্রপাত দেখলে কি হয়?

স্বপ্নে বজ্রপাত দেখলে কি হয়?

স্বপ্নে বাতাসের সাথে বজ্রধ্বনি শুনতে পাওয়া শক্তিশালী-অত্যাচারী বাদশাহ্ বা শাসকের আলামত। বিদ্যুতের চমক দেখতে পাওয়া মুসাফির ব্যক্তির জন্য ভীতি আর মুকীমের জন্য লোভ-লালসার নিদর্শন।

কেননা, আল্লাহ্ বলেছেন :

هُوَ الَّذي يُربِّكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا

(তিনিই আল্লাহ্, যিনি তোমাদেরকে ভয় এবং আশার জন্য বিদ্যুতের চমক দেখিয়ে থাকেন। -সূরা রা’দ : আয়াত ১২)

এর ব্যাখ্যায় একথাও বলা হয়েছে যে, বৃষ্টির বর্ষণ ব্যতীত কেবল বিদ্যুতের চমক দেখতে পাওয়া মুকীম-মুসাফির উভয়ের জন্য ভীতির আলামত। পক্ষান্তরে বৃষ্টিপাতের সাথে বিদ্যুতের মিশ্রণ থাকা রোগমুক্তির চিহ্নস্বরূপ।

শেষ কথা

তো বন্ধুরা এই ছিলো আজকের লেখা স্বপ্নে বিদ্যুৎ চমকাতে দেখলে কি হয়, বা স্বপ্নে বজ্রপাত দেখলে কি হয় তার ইসলামিক ব্যাখ্যা। যদি লেখাটি নিয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে।

Leave a Reply