আমাদের জীবনে বিবাহ একটি গুরুত্বপূর্ণ দিন, আর প্রতি বছর বিবাহ বার্ষিকী হল সবচেয়ে স্মরণীয় এবং আনন্দদায়ক একটি মূহুর্ত, যা প্রতিটি বছর আমাদের জীবনে একবার করে আসে, সেই সময় আমরা অনেকেই আমাদের প্রিয় মানুষটার কাছে থাকতে পারি না।
কিন্তু প্রিয় মানুষ্টিকে খুশি করার জন্য কিংবা খুশি রাখার জন্য ফেইসবুক,ইমু, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউশ করতে পারি, কিন্তু সময় সল্পতার কারনে অনেকেই আবার প্রিয় মানুষটিকে লিখার সময় হাতে না থাকায় আমরা গুগলে সার্চ করি, তাই আপনাদের সুবিধার্তে স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার জানানোর জন্য নিচে কিছু সুন্দর লেখা দেওয়া হলো। আপনি যদি স্ত্রীকে দেওয়ার জন্য সুন্দর স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে আজকে সঠিক পোস্টে এসেছেন।
আজকের এই পোস্টটিতে স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ইসলামিক বা স্ত্রীকে বিবাহ বার্ষিকীর স্ট্যাটাস দেওয়া হয়েছে।
এই স্ট্যাটাস গুলো অনেক রোমান্টিক হওয়ার কারণে অনেকের এই স্ট্যাটাস গুলো পছন্দের।
স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
১.আজকের এই দিনটিতে রইলো বিবাহ বার্ষিকী অনেক অনেক শুভেচ্ছা।কেননা এই দিনে তুমি আমার জীবনে স্ত্রী হিসেবে এসেছিলে।
২.শুভ বিবাহ বার্ষিকী হে আমার প্রিয়তমা। কেননা কয়েক বছর আগে আজকের এই দিনে তুমি আমার জীবনে প্রবেশ করেছিলে ও আমার জীবনটা আরও রাঙিয়ে দিয়েছিলে।
৩.তুমি যদি আমার উপর কখনো রাগ বা অভিমান করে থাকো তাহলেও কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না। তোমার এই বিবাহ বার্ষিকীতে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা।
৪.আমার সমস্ত দায়বদ্ধতা ঘিরে ভালোবাসা বিচরণ করে থাকে। আর সেটা কাকে নিয়ে জানো তোমাকে নিয়ে,শুভ বিবাহ বার্ষিকী আমার প্রিয়তমা।
৫.ছোট এই জীবনে আমি কি পেয়েছি তা নিয়ে কখনো চিন্তা করিনি। কিন্তু আমার একটা কথাই মনে হয় কোন এক শুভ লগ্নে আমি তোমাকে পেয়েছিলাম আর এটাই ছিল আমার জীবনের অনেক কিছু। শুভ বিবাহ বার্ষিকী
৬.তুমি হয়তো জানো না তুমি আমার এই হৃদয়ে কতখানি জায়গা দখল করে আছো। সারা জীবন এভাবেই থাকবে শুভ বিবাহ বার্ষিকী আমার প্রিয়তমা।
৭.প্রতিটি পুরুষ চাই জীবনে সুখী হতে আর এই সুখী হওয়ার পেছনে একটা মেয়ের ভালোবাসা থাকে। তোমার পবিত্র ভালবাসায় আজ আমি খুবই খুশি। বিশেষ এই দিনে তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা।
৮.তোমার কাছে আমার কখনো কিছু চাওয়ার ছিল না চাওয়া ছিল শুধু একটু ভালোবাসা, কিন্তু তুমি আমাকে এত পরিমাণ ভালবাসা দিয়েছো যে আমার আর কোন কিছুই চাওয়ার নাই। তোমার এই শুভ বিবাহ বার্ষিকীতে আমি এই কামনাই করি যে মহান সৃষ্টিকর্তা যেন তোমাকে সকল সময় ভালো রাখে।
৯.আমি তোমাকে এই পৃথিবীর যেকোনো কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসি, এবং আমি তোমাকে আকাশের সবকিছু থেকেও অনেক বেশি ভালোবাসি। তুমি আমার এ জীবনে একমাত্র অবলম্বন। তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
১০.তুমি হচ্ছে এই পৃথিবীতে এমন একজন যাকে আমি কিছু বলার আগেই সব বুঝে ফেলো। আমার মনের সাথে তোমার মনের এক অদ্ভুত মিল রয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই মিলটা যেন সারা জীবন থাকে। তোমার বিশেষ এই দিনে জানাই শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
প্রথম বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ত্রীকে। বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে শুভেচ্ছা
১১.আমি তোমাকে মাঝেমধ্যে কত জ্বালাই, কত রাগাই, তারপরও আমার প্রতি তোমার ভালোবাসার কখনো কমতি দেখিনি। আমার জীবনের বিশেষ এই মানুষটিকে বিশেষ এই দিনে জানাই শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
১২.আমার দিনটি শুরু হয়ে থাকে তোমাকে দিয়ে ও শেষ হয় তোমাকে দিয়ে। তোমায় নিয়েই আমার ভাবনার শুরু তোমাকে নিয়েই আমার ভাবনা শেষ। তোমাকে নিয়েই আমার সবকিছু তোমাকে ছাড়া আমি নিঃস্ব। আমার প্রিয় এই মানুষটির জানাই প্রথম বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা।
১৩.আমি আজও এই কথাটা মানি যে বিয়ের জন্য আমি তোমাকে যেদিন প্রথম প্রস্তাব দিয়েছিলাম সেটাই ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। দুজন মিলে যে ছোট সংসার তৈরি করেছিলাম আজকে এক বছর পূর্ণ হলো।তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা।
১৪.এই পৃথিবীতে ভাগ্যবান কারা জানেন যাদের বোঝাপড়া, যত্নশীল ও প্রেমময় সঙ্গী রয়েছে। সেই তালিকায় আমার নাম রাখার জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুভ বিবাহ বার্ষিকী আমার ভালোবাসার মানুষ।
১৫.এই বিশেষ দিনটিতে আমি তোমাকে আমার এই জীবনটা উপহার দিচ্ছি। কেননা আমাদের দুটি জীবন হচ্ছে এক সুতোয় বাধা।শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
১৬.আমার স্ত্রী, আমার রানী, আমার বন্ধু ও সুখের কারণ এবং আমার সাফল্যের একমাত্র কারণ। আমি আমার স্ত্রীকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার প্রিয়তমার বিশেষ সেই দিনে তাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। স্ত্রীর বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা স্ট্যাটাস
১৭.আমাদের প্রেমের গল্পটি হচ্ছে সর্বকালের সেরা একটি রোমান্টিক গল্প।এর মাঝে শুধুমাত্র এক বছর কেটে গিয়েছে কিন্তু আরও অনেক বছর সামনে রয়েছে। শুভ বিবাহ বার্ষিকী।
১৮.আমি তোমাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কখনোই নিজের অস্তিত্ব কল্পনা করতে পারি না। আমার বিশেষ এই মানুষটির আজকে শুভ বিবাহ বার্ষিকী।
১৯.আমি এই বিষয়ে নিশ্চিত যে তুমি কখনো কঠিন দিনগুলোর অর্থ জানতে পারবে না। কেননা আমি তোমাকে কঠিন দিনগুলোর আচ লাগতে দিব না। কঠিন সময় আসার মধ্যেও আমি তোমাকে রক্ষা করবো ও ভালোবাসবো। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা।
২০.আমি সকল সময় নিজেকে আরও উন্নত করে গড়ে তোলার চেষ্টা করি তোমার কাছে। আমি সকল সময় চাই আমার দ্বারা যেন প্রিয় মানুষটি কখনো কষ্ট না পায়। আজকে আমার এই প্রিয় মানুষটার সাথে এক বছর বৈবাহিক সম্পর্ক অতিক্রম হতে চলেছে। শুভ বিবাহ বার্ষিকী।
স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
২১. দেখতে দেখতে আমাদের বৈবাহিক সম্পর্কের দীর্ঘ পাঁচ বছর হয়ে গেলো, কিন্তু এখনো তোমার প্রতি আমার ভালোবাসা বিন্দুমাত্র কমেনি।আজকে এই বিশেষ দিনে তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা।
২২.আমি যখন তোমার দিকে তাকিয়ে থাকি তখন আমি এই পৃথিবীর সব কিছু ভুলে যায়, শুধু তোমার দিকে তাকিয়ে তোমাকেই দেখতে ভালো লাগে ও প্রিয়তমা। শুভ বিবাহ বার্ষিকী।
২৩.সুন্দরী সে যে মনের দিক থেকে সুন্দর, সুন্দরী সে নয় যে চেহারার দিক থেকে সুন্দর, আমি জীবনে একজন ভালো জীবনসঙ্গী চেয়েছিলাম, আমি সেটা পেয়েছি এবং তার সাথে আমার দীর্ঘ এক বছর বৈবাহিক জীবন অতিবাহিত হতে চলেছে। শুভ বিবাহ বার্ষিকী।
২৪.প্রিয়তমা তোমার হাতে হাত রেখে বহু বছর আমি কাটিয়ে ফেললাম। এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো দুজন একে অপরের অবলম্বন হয়ে বেঁচে থাকবো।স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
২৫.তুমি আমার হৃদয়ের মালিক হয়ে গিয়েছো,সেদিন থেকে যেদিন তোমার সাথে আমি পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম,ও মহান আল্লাহতালাকে সাক্ষী রেখে আমরা একে অপরকে গ্রহণ করেছিলাম। শুভ বিবাহ বার্ষিকী।
স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ইসলামিক
২৬.আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে বিয়েতে খরচ কম হয়ে থাকে সে দিয়ে বেশি বরকতময় হয়ে থাকে।
২৭.হাদিসে রয়েছে যে বিয়েতে অধিক পরিমাণে অর্থ ব্যয় করা ও বিয়ের আগে বেপর্দা ভাবে চলাফেরা করা কখনোই সুন্নাহের মধ্যে পড়ে না।
২৮.আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একটি হাদিসে বলেছেন, হে জাবের।তুমি এমন নারীকে বিবাহ করো যে তোমাকে আনন্দ দেবে, ও তুমিও তাকে আনন্দ দিতে পারবে।
২৯.বিয়ের সময় যদি কোন ব্যক্তি পাত্রী দেখতে চাই তাহলে সেটা হচ্ছে মুস্তাহাব।
৩০.মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে বিয়েতে অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা sms
৩১.আমাদের ঝগড়া যেমন ভাবে চলতেছে তেমন ভাবেই চলুক।ঝগড়ার মেয়াদ যেন আরো এক বছর বাড়লো। শুভ বিবাহ বার্ষিকী।
৩২.আমরা অজানা উপায়ে আমাদের জীবন শুরু করেছি, কিন্তু এখন তুমি যত সময় যাচ্ছে আস্তে আস্তে আমার জীবনের একটি অংশ হয়ে গিয়েছো,আজ তোমাকে ছাড়া জীবনের পথে চলাটা অসম্ভব, সারা জীবন তোমার হাতটা এভাবে ধরে থাকতে চাই। স্ত্রীকে শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
৩৩.পুরো একটি বছর আমি অপেক্ষা করে চলেছি এই দিনটির জন্য, কেননা এই দিনটি আমার পক্ষ থেকে তোমার জন্য থাকবে নতুন একটি সারপ্রাইজ, কেননা এই দিনটিতে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল এবং এই দিনটিতে আমাদের ববাহিক সম্পর্ক হয়েছিলো।শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা।
৩৪.মানুষের জীবনের সবথেকে দামি বন্ধন কোনটি জানো, হাতে হাত ধরে দুজন অপরিচিত ব্যক্তি সারা জীবন গাঁট ছাড়া বেঁধে থাকবে। দুজন দুজনকে বিশ্বাস করে সামনে চলার পথে এগিয়ে যাবে। আমরা ঠিক সেটাই করে চলেছি। আজকের এই বিশেষ দিনে শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
৩৫.তোমার সাথে ঘর বেঁধেছি আটাশ বছর আগে আজও তোমায় একলা ফেলে মনে প্রেমের জোয়ার জাগে। শুভ বিবাহ বার্ষিকী।
বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
১. প্রিয়তমা, সময় আসলে খুব দ্রুত চলে যায়, আর তুমাকে আমার জীবনসঙ্গিনী হিসাবে পাওয়ার পর আমার জীবন থেকে কিভাবে যেনো দুই বছর পার হয়ে গেলো বুঝতে পারি নি।আজ আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী, আজকের এই দিনে আল্লাহ তুমাকে আমার জীবনসঙ্গিনী করে দিয়েছিলন, দোয়া করি আল্লাহ যেনো আমাকে মৃত্যুর আগে পর্যন্ত তুমাকে সঙ্গী হিসাবে কবুল করেন, আর এক সাথে থাকার তৌফিক দেন। আজকের আমাদের বিবাহ বার্ষিকীর দিনে তুমাকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয়তমা❤️❤️
২. সুপ্রিয় স্ত্রী, আজকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী দিনে বাহ্যিক দিক দিয়ে আমি হয়তো তুমার থেকে অনেক দূরে আছি, কিন্তু মনের দিক থেকে তুমার থেকে একটুও দূরে নয়, মনে হচ্ছে তুমি আমার আসে পাশেই অবস্থান করছ, আজকের এই দিনে তুমাকে আমার অর্ধাঙ্গিনী হিসাবে পেয়ে আমার জীবনকে ধন্য করেছিলে তুমি, তুমাকে আমার জীবনসঙ্গিনী হিসাবে পেয়ে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ মনে করি। আজকে আমাদের বিবাহ বার্ষিকীতে তুমাকে আমার হৃদয়ের মনি কোটা থেকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাই🥰🥰
৩. প্রিয়তমা, সত্যি কথা বলতে, জন্মদিন- বিবাহ বার্ষিকী এগুলা হচ্ছে জীবন থেকে হারিয়ে যাওয়া একটি বছর, যা আর ফিরে আসে না, বা ফিরে দেখা যায় না, সময় এত দ্রুত চলে যায় বিশ্বাস হয় না, আজকে আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী অথচ মনে হচ্ছে এইতো অল্প কিছুদিন আগেই তুমাকে আমার জীবনসঙ্গিনী হিসাবে পেয়েছি। আল্লাহর রহমতে আজ আমাদের তৃতীয়তম বিবাহ বার্ষিকীর পূর্ণ হলো, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, তিনি যে আমাকে সুন্দর একটা বন্ধনে আবদ্ধ করেছেন। আর দোয়া করি তিনি যেনো আমাদের বন্ধনকে চির মজবুত করে রাখেন। সেই সাথে তুমাকেও বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়😍🥰🥰
৪. শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা❤️ আজকে আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকী, প্রথমে স্মরণ করছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর। যিনি তুমাকে আমার স্ত্রী হিসাবে আমার ভাগ্যে লিখে রাখছিলেন। প্রিয় দেখতে দেখতে কেটে গেলো আমাদের বিবাহের চারটি বছর। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া , আমাদের দাম্পত্য জীবন যেনো একে অপরকে বিশ্বাস, ভরশা, এবং সাপোর্ট দিয়ে সারা জীবন কাটাতে পারি। শুভ হোক আমাদের আগামীর পথ চলা। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা নিও প্রিয়া🥰🥰🥰
৫. বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা নিও সুপ্রিয় স্ত্রী❤️। আলহামদুলিল্লাহ সুখ,দুঃখে, মান/অভিমানে কেটে গেলে আমাদের বিবাহের পাঁচটি বছর, দোয়া করি বাকি জীবন ও তুমার সাথে কাটাতে পারি, আমার জীবন পরিপূর্ণ করার জন্য তুমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকেই এই দিনে তুমি আমার কাছে না থাকলেও আমার মনে দিক থেকে তুমি আমার পাশে আছো, একটি মুহূর্তের জন্য তুমাকে দূরে মনে হয় না, তুমাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা লিখতে গিয়ে হাজার কথা লিখতে মন চায়, যা লিখতে চাই মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে তুমার ভালোবাসার কাছে। তুমাকে আমার জীবনসঙ্গিনী হিসাবে না পেলে বুঝতামই না আসলে জীবনের মানে কি! অনেক অনেক ভালোবাসা নিও প্রিয়া,❤️
৬.সুপ্রিয় স্ত্রী শুরুতেই বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা নিও। দেখতে দেখতে আমাদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী চলে এলো, এই ছয় বছর হিসাব মিলাতে শুরু করলে দেখা যাবে আমাদের প্রাপ্তি আর অপ্রাপ্তির পাল্লা থেকে প্রাপ্তির পাল্লাই ভারি বেশি, আমি নিজেকে অনেক ভাগ্যবান পুরুষ মনে করি, আশা করি তুমিও আমাকে পেয়ে নিজেকে ধন্য মনে কর, আমি আমার সর্বোচ্চ ভালোবাসা তুমাকে দেওয়ার চেষ্টা করি সব সময়, জানিনা কতটা দিতে পারছি, আমার সর্বোচ্চ দিয়ে তুমাকে সুখি রাখার চেষ্টা করি, জানিনা কতটা সুখি রাখতে পারছি, আমাকে এই ছয় বছর সহ্য করার জন্য তুমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয়তমা। আমার জীবনে চলার পথে সাথী হয়ে সারা জীবন আমার পাশে তুমাকে চাই, এক সাথে সারাজীবন চলার পথে তুমাকে চাই। সেই আশা বক্ত করে আবার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়া❤️
৭. প্রিয় স্ত্রী আজকে আমাদের সপ্তম বিবাহ বার্ষিকী, অথচ আমার মনে হচ্ছে এই তো কিছু দিন আগে লাল শাড়ী ,লাল চুড়ি, লাল লিপিস্টিক, হাতে আলতা পরিয়ে লাল টুকটুকে বউ সাজিয়ে তুমাকে আমার ঘরে তুলছিলাম, আমার ঘর আলোকিত করে আমার ঘর সহ আমার জীবনকে রাঙিয়ে তুলছিলে তুমি। আমার সুখ-দুঃখে, হাসি-কান্নায় ভাগীদার হয়ে আমার জীবনে আসার জন্য তুমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয়া। আমি চাই আমার বাকি জীবন এভাবেই আমার পাশে থেকে আমার সাহস যোগাতে আমার পাশে থেকে বাকি জীবন। সপ্তম বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা প্রিয় স্ত্রী❤️।
৮. প্রিয় সহধর্মিণী বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিও, আজ আমাদের অষ্টম বিবাহ বার্ষিকী, এই আট বছর আমার উপর আস্তা বিশ্বাস রাখার জন্য অন্তরের অন্তস্তল থেকে তুমাকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। মহান আল্লাহতালা প্রতি নিয়ত আমাদের সহায় হোন, পূর্ণ করুক আমাদের মনের নেক আশা, সুন্দর ও প্রানবন্ত হোক আমাদের আগামীর পথ চলা। তুমার আমার প্রতিদিন হোক ভোরের সূর্যের আলোর মত উজ্জ্বল। আজকের দিন বারবার ফিরে আসুক তুমার আমার জীবনে। সেই আশায় বক্ত করছি আর আবারও বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয় বউ❤️❤️
৯. শুভ বিবাহ বার্ষিকী প্রিয় সহধর্মিণী আমার প্রাণ প্রিয় স্ত্রী। আজ থেকে ৯ বছর আগে ঠিক এই দিনে তুমাকে আমার জীবনসঙ্গিনী হিসাবে পেয়ে আমার জীবনকে ধন্য করছিলাম, আজকেরেই দিনে ঠিক নয় বছর আগে যখন তুমাকে পেয়েছিলাম তখন টিক জানতাম না কিভাবে জীবন কাটাব তুমাকে নিয়ে, তখন চিন্তায় অস্তির ছিলাম যে আমরা কি একে অপরকে নিয়ে সুখি হতে পারব? আজ নয় বছর শেষ হলো, কিন্তু মনে হচ্ছে এইতো কিছুদিন হলো মাত্র তুমাকে আমার করে পাওয়ার, নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে তুমার মতো মায়াবী একজন স্ত্রী আমার জীবন আছে তা ভেবে, তুমার রূপ,গুন, ভালোবাসা, আর সুন্দর ব্যবহার দিয়ে আমার সংসারকে আকড়ে ধরার জন্য তুমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বউ। আবারও বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়তমা ❤️
১০. শুভ বিবাহ বার্ষিকী প্রিয় বউ।আজকেরে এই দিন আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন, আর দিনটা স্পেশাল করার জন্য সবচেয়ে বেশি যার অবদান, সে হচ্ছো তুমি। আজকে আমাদের বিবাহ বার্ষিকীর ১০ বছর পূর্ণ হলো, এই ১০ বছর তুমি আমাকে যেই ভাবে বিশ্বাস ,ভরশা, করে আমার হাত ধরে আছো আমি চাই ঠিক সেই ভাবে আমাকে হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দাও, আর আমি যেনো তুমার সেই বিশ্বাস, ভরশা রাখতে পারি। তুমাকে তুমার প্রাপ্য সম্মান ও প্রাপ্য ভালোবাসা দিতে পারি, তুমার বিশ্বাস ভরশা জায়গটা যেনো ধরে রাখতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই এইভাবে যে জনম জনম আমরা একে অপরের সাথে থাকতে পারি। আজকে বিবাহ বার্ষিকীর এই দিন তুমার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো প্রিয়তমা ❤️❤️❤️
১১. বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়তমা। তুমাকে নিয়ে হয়তো কখনো দারুন কিছু লিখা হয়নি, যখনই তুমাকে নিয়ে কিছু লিখতে যাই, তখনই তুমার সাথে কাটানো দীর্ঘ ১১বছরের এই পথ চলা সব সেরা মূহুর্ত গুলা চোখের সামনে ভেসে উঠে, এই ১১ বছর সুখ-দুঃখের সাথী তুমি, তুমার সাথে ১১বছর নয় আমার পুরো জীবন কাটাতে চাই, পর জনম বলতে যদি কিছু থাকে সেই জনমেও আমি তুমাকে চাই, তুমার সাথে কাটাতে চাই। আজকেরেই দিনটা আমার জীবনে অনেক অনেক স্পেশাল, আজকের এই দিন মহান সৃষ্টিকর্তার কাছে তুমার দীর্ঘ আয়ু কামনা করি, আমার জন্য আল্লাহ যেনো তুমাকে হাজার বছর বাঁচিয়ে রাখেন। সেই কামনায় আবারও বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়তমা ❤️।
১২. প্রিয় স্ত্রী বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিও। আজকে আমাদের বিবাহ বার্ষিকীর এক যুগ পূর্ণ হলো, কল্পনা করতে পারছি না আজ আমাদের বিবাহের একযুগ। তুমার হাসিমাখা মুখ, আর ফুলের মতো নরম সুন্দর মন দিয়ে আমার মতো নিঃস্ব মানুষটার সাথে তুমার জীবনের একযুগ কাঠিয়ে দেওয়ার জন্য তুমাকে ধন্যবাদ। এই একযুগ সময় অনেক ঝড়ঝাপটা মধ্যদিয়ে গেছো জানি, তবুও কখন কোনো অভিযোগ করনি,আমার সব না বুঝে করা অত্যাচার মুখবোঝে সহ্য করে গেছো, তুমার সর্বোচ্চ দিয়ে আমার সংসারকে আগলে রেখছো, এভাবে আগলে রেখে সারাজীবন। ভালোবাসা অভিরাম প্রিয় স্ত্রী❤️❤️
১৩. শুভ বিবাহ বার্ষিকী প্রিয় বউ। আজ আমাদের তেরোতম বিবাহ বার্ষিকী,তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা।সংসারের সুখ- দুঃখ, মান-অভিমান, মিলন-বিরহ আর ব্যথা-বেদনার বৈচিত্র্যময় আলপনায় ১৩টি বছর পার করে দিলাম আমরা। আজ থেকে ১৩ বছর আগে হঠাৎ খরা রোদ্দুরের ভীতর শীতল হাওয়ার ন্যায় তুমি আমার জীবনে আসলে, শুরু হলো আমাদের নতুন পথচলার যাত্রা, আজ তুমি আমার জীবনের অনেক বড় একটি অংশ,এবং আল্লাহর দেওয়া নেয়ামত। যা শুধু ভাগ্যবান পুরুষেরা পায়, আমি ভাগ্যবান তুমার মতো এত গুনবতী একজন স্ত্রী পেয়ে। তুমাকে পেয়ে শুধু আমি নাদ, আমার পুরো ফ্যামিলি ধন্য। আজকের এই দিন তুমাকে বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা।
১৪. বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়তমা, প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া, আমার জীবনে যা পেয়েছি সবই পেয়েছি উনার ইচ্ছায়, আর সবই ছিলো স্পেশাল, আর এই সব স্পেশাল সব কিছুর মধ্যে সবচেয়ে স্পেশাল ছিলো তুমাকে আমার স্ত্রী হিসাবে দেওয়া। তুমি আমার জীবনে অন্যতম স্পেশাল গিফট।আমার থেকে হয়তো এখন তুমি অনেক দূরে আছো, কিন্তু তুমার ঐ কাজল রাঙা হরিণী চোখ,আলতা রাঙা পা,গোলাপের পাঁপড়ি মতো তুমার ঠোঁট আমার চোখ বন্ধ করলেই ভাসে, তুমার পায়ের নূপুরের রিনকঝিনিক শব্দ, তুমার হাতের চুড়ির আওয়াজ আমার কেনে ভাসে আর মনে হয় এইতো তুমি আমার পাশেই।এক মূহুর্তের জন্য তুমাকে দূরে মনে হয় না। সত্যি কথা বলতে আমি চাইও না আমার প্রিয় বউটা আমার কল্পনার বাইরে থাকুক। আজকের এই বিবাহ বার্ষিকীর দিনটা অনেক ভালো কাটুক তুমার।
১৫. শুভ বিবাহ বার্ষিকী প্রিয় স্ত্রী। তোমাকে নিয়ে কখনো কিছু লেখা হয়নি,লিখবোই বা কিভাবে? তোমাকে নিয়ে লিখতে গেলে মনে হয় কি যেন বাদ পড়ে যাবে, কি যেনো কম পড়ে যাবে লিখায়,আসলে তোমাকে কখনো কিছু লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনি, তাই হয়তো লেখা হয়ে উঠেনি, তবে আজকে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে তেমন কিছু না লিখলেও কিছু কথা স্বীকার করতে চাই, চলার পথে প্রকৃত বন্ধু হিসেবে তুমার মতো একজন স্ত্রী পেয়েছি, যা আমার জীবনের কোন ভালো কাজের ফল সরূপ।মহান আল্লাহর প্রতি নিয়ত আমাদের সহায় হোক। পূর্ণ করুক আমাদের প্রতিটা নেক বাসনা। আবার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়তমা স্ত্রী।
১৬. প্রিয় স্ত্রী বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিও। আজকের দিনটা আমাদের জীবনে বারবার ফিরে আসুক। সুন্দর ও প্রাণবন্ত হোক আমাদের আগামীর প্রতিটা সূ্র্যদয়।চাঁদের আলোর উদ্ভাসিত হোক আমাদের প্রত্যেকটি মুহূর্ত, সুস্থ ও সুন্দর ভাবে আগামীর দিন গুলা ভালো কাটুক আমাদের।শুভ হোক প্রতিটা দিন,শুভ হোক আমাদের আগামীর পথ চলা। শুভবিবাহ বার্ষিকী বউ ❤️
১৭. শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা। আলহামদুলিল্লাহ হাসি ঠাট্টা, সুখ-দুঃখ আর মান অভিমান গুলো ভাগাভাগি করে পথ চলতে চলতে ১৭ বছর অতিক্রম করলাম।আল্লাহর দরবারে শুকরিয়া এবং ধন্যবাদ তোমায় দীর্ঘ ১৭ বছরে আমাকে দুইটি ফুটফুটে সন্তান দেয়ার জন্য। আকাশ ছোঁয়া আশা কখনই ছিল না,জীবনে যা পেয়েছি সবই ছিলো, আর অন্য সব থেকে অতি উত্তম এবং তার মধ্যে তুমি অন্যতম।আমার উপর আস্থা রাখার জন্য প্রিয় তোমাকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক অনেক ভালোবাসা ও অসীম শুভেচ্ছা।
১৮. শুভ বিবাহ বার্ষিকী প্রিয় স্ত্রী। আমাদের প্রাপ্তি আর অপ্রাপ্তির পাল্লা হিসাব করলে দেখা যাবে প্রাপ্তির পাল্লাই অনেক বেশি। আমি অনেক সুখী। যখন দেখি সুখ-দুঃখ, হাসি-কান্না মিলে আমাদের দুইজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্ক অনেক মজবুত ও বিশ্বাসময়। তখন মন হয় তুমাকে যতটা ভালোবাসি, বিশ্বাস করি, তুমার উপর যতটা আস্তা রাখি তারচেয়ে হাজারগুন বেশি বিশ্বাস ,আস্তা, ভালোবাসা রাখা উচিত,।শুভ হোক প্রতিটা দিন,
শুভ হোক আমাদের আগামীর পথ চলা। শুভ বিবাহবার্ষিকী প্রিয় স্ত্রী।
১৯. আল্লাহর রহমতে আজ আমাদের বিবাহ বার্ষিকী পূর্ণ হলো আমার জীবনে আলহামদুলিল্লাহ।আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে তিনি আমাকে সুন্দর একটা বন্ধের সাথে আবদ্ধ করিয়েছেন।
আমার প্রিয় সহধর্মিণী তুমি আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত।
আল্লাহ তায়ালা তোমাকে আমাকে সঠিক পথে চলার তৌফিক দান করুক!! আল্লাহ আমাদের হৃদয় ও জীবনকে সকল নেক আমল দিয়ে পূর্ণ করুক এবং আমাদেরকে পাপ থেকে রক্ষা করুন।
আল্লাহ আমাদের একে অপরকে চির সঙ্গী করে রাখুক।আল্লাহ আমাদের বন্ধনকে চির মজবুত করে রাখুক। শুভ বিবাহ বার্ষিকী প্রিয় স্ত্রী।
২০. শুভ বিবাহ বার্ষিকী প্রিয়। আজ আমাদের বিবাহবার্ষিকী। সর্বপ্রথম স্মরণ করছি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহর কাছে।প্রিয় দেখতে দেখতে কেটে গেলো আমাদের বিবাহিত জীবনের ২০টি বছর।
আরো পড়ুনঃ স্বামীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, কবিতা, ছন্দ, ক্যাপশন, স্ট্যাটাস
শেষকথা
আশা করি ইতিমধ্যে সেরা কিছু স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ইসলামিক স্ট্যাটাস আজকের পোস্টটি থেকে দেখতে পেরেছেন। এই স্ট্যাটাস গুলো চাইলে বিবাহ বার্ষিকীতে ব্যবহার করতে পারেন। ইউনিক স্ট্যাটাস গুলো ব্যবহার করার মাধ্যমে স্ত্রীর কাছে আপনি বাড়তি ভালোবাসা পাবেন।
যদি পোস্টটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।