অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি রোধ করতে যারা নিরাপদ এবং সেরা মানের সমাধান চাচ্ছিলেন তাদের জন্যেই সাজানো হয়েছে আমাদের আজকের এই আর্টিকেল।
অনিরাপদ মিলনের কারণে অনেকেই বিভিন্ন চিন্তায় পড়ে এমন একটি সমাধান চান, যেটি আপনাকে নিরাপদভাবে এই বিপদ থেকে রক্ষা করবে। এক্ষেত্রে সেই নিরাপদ সমাধান হিসাবে নোরিক্স পিলের সাহায্য নেওয়া যেতে পারে।
এটির ব্যবহার এতোটাই সহজ এবং কার্যকর যে এর পাশাপাশি আপনাকে অন্য কোনো উপায় কাজে লাগানোর প্রয়োজন পড়বে না। যাইহোক! আর দেরি না করে চলুন জেনে নিই নোরিক্স পিল খাওয়ার নিয়ম, নোরিক্স পিলের উপকারিতা এবং নোরিক্স পিল এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য।
সেই সাথে থাকবে এই নোরিক্স পিল সম্পর্কিত এমনকিছু প্রশ্নের উত্তর যেসব সচরাচর অনেক ব্যবহারকারীর মনেই জেগে উঠে। তবে আর দেরি কেনো? মূল আলোচনার মাধ্যমে এই পিলে সকল গুরুত্বপূর্ণ তথ্য এবং উপকারিতা সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।
নোরিক্স পিল কি?
নোরিক্স পিল খাওয়ার নিয়ম জানার পূর্বে একজন সচেতন ব্যাক্তি হিসাবে আমাদের উচিত এর পরিচিতি সম্পর্কে জেনে রাখা।
নাম শুনেই নিশ্চয় বুঝতে পেরেছেন এটি একটি পিল। যা অনিরাপদ মিলনের কারণে প্রেগন্যান্সি দূর করতে ব্যবহার করা হয়। এটির ওজন সাধারণত ১.৫ মিলিগ্রামের মতো হয়ে থাকে। এই পিলটিকে ইমার্জেন্সি পিল বলা হয়ে থাকে।
নোরিক্স পিলের ব্যবহারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো এটি এমন একটি গর্ভনিরোধক পিল। যা ৭২ ঘন্টার মধ্যে গ্রহণ করলে নির্দিষ্ট নারীর গর্ভধারণ প্রতিরোধ করা সম্ভব হয়।
তবে এর ব্যবহারিক সচেতনতা হিসাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেনো এটিকে কোনোভাবেই নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পিল হিসাবে গ্রহণ করা না হয়। কারণ চিকিৎসাবিজ্ঞানীদের মতে এটি নিয়মিত ব্যবহার করা বা সেবন করা উচিত নয়।
যাইহোক! নোরিক্স পিল ব্যবহারের আরোকিছু সচেতনতা সম্পর্কে আমাদের আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করবো। যা জানতে হলে আর্টিকেলের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে।
এবার আমি বাহ্যিক দিক দিয়ে নোরিক্স পিলের পরিচিতি। অর্থ্যাৎ এটি দেখতে কেমন, এতে কি কি উপাদান রয়েছে…এ-সম্পর্কিত তথ্য জানাবো আর্টিকেলের এই অংশে।
এই সাধারণত পিল আকারে গ্রহণ করতে হয়। নোরিক্সের প্রতিটি ট্যাবলেটে আপনি পাবেন ০.৭৫ মিলিগ্রাম লেভোনরজেস্ট্রেল। এটি কিন্তু নোরিক্স পিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সক্রিয় উপাদান। যা ছাড়া এই পিলের কোনো কার্যকারিতাই শরীরের গ্রহণযোগ্যতা পাবে না। এছাড়া নোরিক্স পিলের পরিচিতি হিসাবে তথ্যগুলি জেনে নিন:
- পিলের নাম: নোরিক্স পিল
- নিট ওজন: ১.৫ মিলিগ্রাম
- সক্রিয় উপাদান: Levonorgestrel
- ব্যবহার: জন্মনিরোধক প্ল্যানিংয়ে
নোরিক্স পিল খাওয়ার নিয়ম
এবার আসি নোরিক্স পিল কিভাবে খেতে হয় কিংবা নোরিক্স পিল খাওয়ার নিয়ম সম্পর্কিত অংশে। এই অংশে আমরা আলোচনা করবো কিভাবে নোরিক্স পিল গ্রহণ করবেন সে-সম্পর্কিত গাইডলাইন বা পিল গ্রহণের ক্ষেত্রে সময় সতর্কতা হিসাবে কি কি বিষয় মাথায় রাখতে হবে সে-সম্পর্কিত তথ্য।
নোরিক্স পিল অনিরাপদ সহবাসের ৭২ ঘন্টা বা ৩ দিনের মাঝেই গ্রহণ করতে হবে। যাইহোক! আরেকটি বিষয় মাথায় রাখবেন নোরিক্স পিলের কার্যকারিতা কিন্তু ৭২ ঘন্টার পর আর কাজ করবে না।
সবচেয়ে বেশি ভালো হয় ১২ ঘন্টা কিংবা না পারলে ৪৮ ঘন্টার মাঝেই এটি সেবন করে ফেলতে পারলে৷ সোজা বাংলায় এই গর্ভনিরোধক পিল যত তাড়াতাড়ি সম্ভব ব্যবহার করা উচিত। এটি গ্রহণের সময় সাধারণ ট্যাবলেট সেবনের নিয়ম অনুসরণ করলেই হবে।
নোরিক্স পিলের উপকারিতা
নোরিক্স পিল খাওয়ার নিয়ম তো জানলেন! ইতিমধ্যেই নিশ্চয় জানতে পেরেছেন এটি একটি জন্মনিরোধক পিল বা ট্যাবলেট। যা সেবন করার মাধ্যমে অনাগত শিশুর জন্মরোধ করা হয়। এই পিলের বেশকিছু ব্যবহারিক উপকারিতা রয়েছে। যার কারণে এর জনপ্রিয়তা বর্তমানে আকাশচুম্বী। সুতরাং একজন সচেতন ব্যাক্তি হিসাবে চলুন নোরিক্স পিল সেবনের পূর্বে এর ব্যবহারিক উপকারিতা সম্পর্কে আলোচনা করা যাক।
গর্ভনিরোধক পদ্ধতি হিসাবে সেবন করা যায়
আপনি বা আপনার সঙ্গী কেউই গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করতে না পারলেও এই নোরিক্স পিল ব্যবহারে উপকৃত হতে পারবেন। এক্ষেত্রে সকল সমস্যার সমাধান হিসাবে ব্যবহার করা যাবে এই পিল। এছাড়াও যদি আপনার সঙ্গীর কনডম ভেঙে যায়, নষ্ট হয় বা ভুলভাবে ব্যবহার করা হয় সেক্ষেত্রেও এই পিলের সাহায্য নিতে পারবেন।
ডায়াফ্রামের ভুল ব্যবহার রোধ করে
ডায়াফ্রাম সম্পর্কে যারা জানেন না তাদের বলে রাখি এটি এক ধরণের গর্ভনিরোধক ক্যাপ। যা ফিমেল সঙ্গীদের ব্যবহার করতে হয়। নির্দিষ্ট সময়টাতে যদি ডায়াফ্রাম বা আপনার গর্ভনিরোধক ক্যাপ নির্দিষ্ট স্থান থেকে সরে যায় বা আপনি যদি খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলেন সেক্ষেত্রে এর পরিবর্তে নিশ্চিন্তে নোরিক্স পিল ব্যবহার করতে পারবেন।
কোইটাস ইন্টারাপ্টাস পদ্ধতি ব্যর্থ হলে
কোইটাস ইন্টারাপ্টাস পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যা গর্ভধারণ রোধ করতে ব্যবহার করা হয়। এটিকে অনেক সময় টান পদ্ধতিও বলা হয়। যদিও এটিকে অনেক সময় অনিরাপদ পদ্ধতি বলা হয়! সেদিক দিয়ে অনেকেই চিন্তিত থাকতে পারেন। এক্ষেত্রে এর সমাধান হিসাবে নিশ্চিন্তে নোরিক্স পিল সেবন করতে পারেন। যা পুরোপুরি কোইটাস ইন্টারাপ্টাস পদ্ধতি ব্যর্থ হলেও নিজের কাজ নিজেই সঠিকভাবে সম্পন্ন করবে।
ধর্ষণের ঘটনায় ব্যবহার করা যায়
ধর্ষণ কখনোই কাম্য নয়। এই ঘটনায় অপরাধীকে যেমন শাস্তির আওতায় আনা উচিত, ঠিক তেমনই পরিস্থিতি যদি অস্বাভাবিক থাকে এবং সকল দিক যদি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেক্ষেত্রে ধর্ষিতার উচিত এই নোরিক্স পিল সেবন করা। নোরিক্স যেহেতু গর্ভনিরোধক পিল হিসাবে কাজ করে সেক্ষেত্রে এটি ধর্ষিতারও শরীরেও একইভাবে কাজ করবে।
ক্ষতিকর জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে না
নোরিক্স পিল সেবন করলে এর ফলে দেহে ক্ষতিকর জীবাণু সংক্রমণের কোনো ঝুঁকি থাকে না। যা বর্তমান সময়ে ক্ষেত্রে ব্যবহারের দিক দিয়ে বেশ যৌক্তিক উপকারিতা বা সুবিধা। কারণ বর্তমানে দ্রুত যেকোনো ভাইরাস ছড়িয়ে যাওয়ার বিষয়টিও অনেককেই বাড়তি চিন্তায় ফেলেছে।
নোরিক্স পিলের পার্শ্ব প্রতিক্রিয়া
নোরিক্স পিলের যথেষ্ট উপকারিতা থাকলেও যেকোনো পিল বা ঔষধ সেবনে আমাদের সচেতন থাকা উচিত। যেহেতু ঔষধও অনেকসময় বিপজ্জনক বিষ হিসাবে কাজ করে সেহেতু যেকোনো ঔষধ গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও আমাদের সমানভাবে সচেতন থাকতে হবে।
চলুন নোরিক্স পিল খাওয়ার নিয়ম সম্পর্কিত আর্টিকেলের এই অংশে জেনে নেওয়া যাক নোরিক্স পিলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কি কি হতে পারে এবং এটি ব্যবহারের বাড়তি সতর্কতা সম্পর্কে:
১. যদি আপনার লেভোনরজেস্ট্রেল বা NORIX® এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকে সেক্ষেত্রে নোরিক্স পিল ব্যবহার না করাই উচিত।
২. এই নোরিক্স পিল যৌন মিলনের সকল ক্ষেত্রে একমাত্র সমাধান হিসাবে কাজ করে না। অর্থ্যাৎ আজকের আর্টিকেলে আলোচিত কারণ বা ক্ষেত্রগুলি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে এই পিল কাজ করবে না। সুতরাং ব্যবহারের পূর্বে এদিকটা মাথায় রাখতে হবে।
৩. কোনো ব্যাক্তির উপর এটি একাধিকবার গর্ভনিরোধক হিসাবে কাজ করে না। মানে বারবার ব্যবহারের ফলে ব্যাক্তির মাঝে থাকা হরমোনের কারণে এটি কার্যকারিতায় উনিশ-বিশ দেখা দিতে পারে।
৪. এসবের পাশাপাশি নিয়মিত এই পিল করার পূর্বে এটিও আপনাকে জেনে রাখতে হবে যে, নিয়মিত নোরিক্স পিল গ্রহণ করলে হরমোনাল দিক দিয়ে ওভারডোজিং হতে পারে। যার কারণে শরীরে এর নেতিবাচক প্রভাব পড়বে।
৫. যদি আপনার অ্যাক্টোপিক প্রেগনেন্সি বা সালপাইটিস থাকে বা আপনার যদি গুরুতর যেকোনো যৌন সমস্যা থাকে তাহলে নোরিক্স পিল খাওয়ার কোনো পরামর্শ দেবো না। তবুও যদি অত্যন্ত প্রয়োজনীয়তা দেখা দেয় সেক্ষেত্রে এই পিল গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
৬. নোরিক্স পিল সবসময় হজমের রোগকে আরো বেশি সক্রিয় তোলে। সোজা বাংলায় এটি সঠিকভাবে হজম-প্রক্রিয়াকে ব্যাহত করে। তাছাড়া হজমের জন্যে ব্যবহৃত যেকোনো ঔষধের শারীরিক শোষণের ক্ষেত্রে বাঁধা প্রদান করে এই নোরিক্স পিল।
৭. নোরিক্স পিল ব্যবহারে বেশকিছু গুরুত্বপূর্ণ এবং অতিরিক্ত ব্যবহার্য ঔষধ যেমন ফেনোবারবিটোন, ফেনাইটোইন, প্রিমিডোন, কার্বামাজেপাইনের কার্যকারিতা অনেকাংশে কমে যায়।
রিলেটেডঃ ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম ২০২৩
নোরিক্স পিল সংরক্ষণে বাড়তি সতর্কতা
- নোরিক্স পিল গ্রহণের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন
- সংরক্ষণের ক্ষেত্রে শক্ত কাগজ বা প্যাকেজিং ব্যবহার করুন
- এটি কেনার পূর্বে মেয়াদ চেক করে নিন
- বাচ্চাদের হাত থেকে সবসময় দূরে রাখুন
- সর্বদা এটিকে ঠান্ডা এবং শুষ্ক অবস্থায় সংরক্ষণ করুন
- প্যাকেজিংয়ের ক্ষেত্রে বা পিলের গায়ে কোনো সমস্যা দেখলে ফার্মাসিস্টের কাছে তা ফেরত দিন
রিলেটেডঃ এম এম কিট খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, উপকারিতা
শেষ কথা
কেমন লাগলো আমাদের আজকের এই নোরিক্স পিল খাওয়ার নিয়ম সম্পর্কিত গাইডলাইন-ভিত্তিক আলোচনা? আশা করি এর মাধ্যমে আপনার ভবিষ্যত পরিবার-পরিকল্পনা আরোকিছুটা সুন্দর এবং চিন্তামুক্ত হবে।
যাইহোক! মনে রাখবেন নোরিক্স পিল ব্যবহার করার পূর্বে এই নোরিক্স পিলের উপকারিতার পাশাপাশি এই নোরিক্স পিল এর পার্শ্ব প্রতিক্রিয়াও সম্পর্কেও আপনাকে জেনে রাখতে হবে।
নিরাপদভাবে এই পিল ব্যবহার করুন এবং যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে নিজেরাই আলোচনা করে নেওয়ার পাশাপাশি চেষ্টা করুন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার। আমাদের সাথে থাকার জন্যে ধন্যবাদ সকলকে।
সচরাচর জিজ্ঞাসা
নোরিক্স পিল এর দাম কত?
নোরিক্স পিলের দাম হলো মাত্র ৬০ টাকা। এটি আপনি নিকটস্থ যেকোনো ফার্মাসিস্টের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। নোরিক্স পিল কেনার পূর্বে অবশ্যই এর প্যাকে থাকা মেয়াদ বিষয়ক তথ্য চেক করে নিন।
নোরিক্স পিল কখন খেতে হয়?
অনিরাপদ যৌনমিলন পরবর্তী অন্তত ৭২ ঘন্টার মাঝে নোরিক্স পিল সেবন করতে হয়। তবে ১২ বা ৪৮ ঘন্টার মাঝে এই পিল সেবন করাটাই উত্তম। আর হ্যাঁ! মাসিক চক্রের যেকোনো সময়েও এই পিল সেবন করা যাবে।
নোরিক্স পিল কিসের ঔষধ?
নোরিক্স পিল মূলত গর্ভনিরোধক একটি ঔষধ। যা সাধারণত অনিরাপদ সহবাসের ১২/৪৮ ঘন্টার মধ্যেই সেবন করতে হয় এবং এটি এমন একটি পিল যা ৭২ ঘন্টা পর গ্রহণ করলে এর কোনো কার্যকারিতাই সম্পন্ন হওয়ার সুযোগ পায় না। তবে নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করার পরেও এটি ব্যবহার করা যাবে।
কখন নোরিক্স পিল খাওয়া যাবে না?
যারা ইতিমধ্যেই গর্ভবতী, তারা কখনোই এই নোরিক্স পিল করতে পারবেন না। কারণ এই বিশেষ সময়ে নোরিক্স পিল গ্রহণ করলে অনাগত সন্তান আকার-বিকৃতিসহ বিভাব জটিল রোগ দেখা দিতে পারে।
স্তন্যপান করানোর সময় কি নোরিক্স পিল সেবন করা যাবে?
যাদের বাচ্চা আছে এবং স্তন্যপান করান তারাও এই নোরিক্স পিল সেবন করতে পারবেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় নোরিক্স পিল গ্রহণের পূর্বেই বাচ্চাকে স্তন্যপান করিয়ে ফেলতে পারলে! কারণ লেভোনরজেস্ট্রেল বুকের দুধে নিঃসৃত হলে এর নেতিবাচক প্রভাব সরাসরি বাচ্চার উপর পড়ে থাকে।