Skip to content

স্বামীর অত্যাচার থেকে বাঁচার দোয়া | ২০২৪

যালিম স্বামীর অত্যাচার থেকে বাঁচার দোয়া

স্বামী হলো দুনিয়াতে মেয়েদের সবচেয়ে কাছের ও আপনজন, তবে কিছু ক্ষেত্রে দেখা গেছে সেই স্বামীই অনেক সময় যালীম ও অত্যাচারী হয়ে থাকে। সেই অত্যাচারী স্বামীর অত্যাচার থেকে মুক্তির জন্যে আল্লাহর দরবারে যে দোয়া করতে হবে সেই দোয়া নিয়েই আজকের লেখা

আজকে আমরা জানবো স্বামীর অত্যাচার থেকে বাঁচার দোয়া, যে দোয়াটি ফেরাঊনের অত্যাচার থেকে বাচতে আসিয়া করেছিলেন। তাহলে চলুন দেখে নেই দোয়াটি।

স্বামীর অত্যাচার থেকে বাঁচার দোয়া

স্বামীর অত্যাচার থেকে বাঁচার দোয়াটি হলঃ

বাংলা উচ্চারণ: রব্বিবনি লী ইনদাকা বায়তান ফিল জান্নাতি ওয়া নাজ্জীনি মিন ফিরআওনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনী মিনাল কাওমিয্য-লিমীন (তাহরীম ১১)। 

উৎস: মূসা (আঃ)-এর সাথে ফেরাউনের জাদুকর পরাজিত হলে আসিয়া আল্লাহর উপর ঈমান আনেন। নিজ স্ত্রীর ঈমানের খবর শুনে ফেরাঊন রাগে অগ্নিশর্মা হয়ে আসিয়াকে মর্মান্তিকভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করে। মৃত্যুর পূর্বে বিবি আসিয়া আল্লাহ্র কাছে উক্ত প্রার্থনা করেন।

স্বামীর অত্যাচার থেকে বাঁচার দোয়া
স্বামীর অত্যাচার থেকে বাঁচার দোয়া আরবী

তো বন্ধুরা এই ছিলো আজকের লেখা স্বামীর অত্যাচার থেকে বাঁচার দোয়া, যদি লেখাটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আগামী লেখাতে। সবাই ভালো থাকবেন।

রিলেটেডঃ নারীরা স্বপ্নে সাপ দেখলে কি হয়

রিলেটেডঃ স্বপ্নে বিয়ে দেখলে কি হয়

Leave a Reply