Skip to content

Emcon 1 এর কাজ কি? ইমকন ১ পিল খাওয়ার নিয়ম ও ঝুঁকি | ২০২৪

ইমকন ১ পিল খাওয়ার নিয়ম

বাংলাদেশে বর্তমানে যেমন জন্মনিরোধক ট্যাবলেট বা পিল রয়েছে সেসব ট্যাবলেট বা পিলের মাঝে বেশ সাড়া ফেলা একটি পিলের নাম হলো ইমকন ১। এটি এমন একটি পিল যা গ্রহণ করা সহজ এবং দ্রুত বেশ কার্যকরী ভুমিকা পালন করে। 

বেশ অল্প টাকাতে বাংলাদেশের প্রতিটি ফার্মেসীতেই এই পিল কিনতে পাওয়া যায়। ফলে অল্প টাকাতেই অরক্ষিত সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। 

তবে যেকোনো জন্মনিরোধক পিলের বেশকিছু প্বার্শপ্রতিক্রিয়া রয়েছে। তাছাড়া এটি গ্রহণে আলাদা কিছু নিয়মকানুন যেমন সময়সীমা, কতটুকু ডোজ নিতে হবে, এই পিল গ্রহণ করার সময় কি কি করা যাবে না ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সকলেরই জেনে রাখা প্রয়োজন। 

এই প্রয়োজনীয়তার বিষয়টি মাথায় রেখে আজ আমরা চলে এলাম ইমকন ১ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে। যেখানে থাকছে ইমকন ১ পিল খাওয়ার নিয়ম, ইমকন ১ এর উপকারিতা ও ইমকন ১ এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কিত বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য। 

ইমকন ১ কি?

ইমকন ১ হলো একটি গর্ভনিরোধক বড়ি, যা যা অরক্ষিত মিলনের ক্ষেত্রে গর্ভনিরোধক হিসাবে কাজ করে থাকে। আরো সহজ করে বললে ইমকন ১ ট্যাবলেটি মিলনের ৭২ ঘন্টার মধ্যে খেলে বাচ্চা হওয়া থেকে বিরত রাখে।

এতে থাকা ট্যাবলেটগুলি সাধারণত সাদা রং এর হয়ে থাকে। প্রতিটি ইমকন ১ ট্যাবলেটে মোট ১.৫ মিলিগ্রাম লেভোনরজেস্ট্রেল রয়েছে। এই বিশেষ উপাদানটি নারী-দেহে গর্ভধারণ প্রক্রিয়াকে সাময়িকভাবে থামিয়ে রাখে বলেই উপাদানটিকে ইমকন ১ ট্যাবলেটের সাথে যুক্ত করা হয়েছে। 

ইমকন ১ বাজারজাত এবং প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে কাজ করছে বাংলাদেশেরই একটি কোম্পানি। এই কোম্পানিটির নাম হলো রেনেটা কোম্পানি। তবে ইমকন ১ আমাদের দেশীয় কোম্পানির ঔষধ হলেও এর মান কিন্তু যথেষ্ট ভালো। এছাড়াও রেনাটার পাশাপাশি বাংলাদেশের অন্যান্য কোম্পানি প্ল্যান বি, লেভোনেল, নরলেভো, পোস্টিনর বা আইপিল কোম্পানির আন্ডারেও এই ট্যাবলেট খুঁজে পাবেন যেকেউ। 

সাধারণত অন্যান্য গর্ভনিরোধা ট্যাবলেটের মতো ইমকন ১ খাওয়ার ক্ষেত্রেও আলাদা নিয়ম রয়েছে। তবে প্রধান নিয়ম সম্পর্কে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। অর্থ্যাৎ ৭২ ঘন্টার পূর্বে এই বড়ি সেবনের বিষয়টি। 

গবেষণা বলছে অনিরাপদ যৌন মিলনের প্রায় ১২ ঘন্টার মধ্যে এই ট্যাবলেট খেতে পারলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। তাছাড়া সকালের নাস্তার পরে এটি সেবন করতে পারলে বেশ দ্রুত ফল পাওয়া যায়। 

ইমকন ১ সাধারণত অনিরাপদ যৌন মিলনের সমাধান হিসাবে কাজ করে। তাছাড়া যদি কেউ ধর্ষণের শিকার হয় সেক্ষেত্রেও সমাধান হিসাবে এই ইমকন ১ বড়ি সেবন করা যেতে পারে। ইমকন ১ এর উপকারিতা এবং এটি সেবনের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

ইমকন ১ ইমার্জেন্সি পিল_ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম
ইমকন ১ ইমার্জেন্সি পিল (Photo by Emcon 1)

ইমকন ১ পিল খাওয়ার নিয়ম

অরক্ষিত যৌন মিলনের পর যত দ্রুত সম্ভব এই বড়ি সেবন করে নেওয়া উচিত। কারণ এটি যত দ্রুত সেবন করা যাবে তত দ্রুত এর কার্যক্রম শরীরে পরচালিত হতে থাকবে। মোটামুটি মানে ফল পেতে সহবাসের ঠিক ১২ ঘন্টার মধ্যেই আপনাকে ইমকন ১ সেবন করতে হবে। তবে ৭২ ঘন্টার পর এটি সেবন করলে কোনো ফলই পাওয়া যাবে না। চলুন ইমকন ১ খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করা যাক। 

  • গর্ভরোধ করতে ইমকন ১ এর কেবল ১ টি বড়ি সেবন করলেই হবে। এর বেশি বড়ি সেবন করবার কোনো প্রয়োজন নেই। অন্যথায় তা শারিরীক ক্ষতির কারণ হতে পারে। আর হ্যাঁ! যদি কেউ পিরিয়ড অবস্থায় থাকে সেক্ষেত্রেও এই বড়ি সেবন করা যাবে। 
  • ইমকন ১ সাধারণত ২ ধরণের হয়ে থাকে। এক্ষেত্রে প্রথম যে পিলটি রয়েছে সেই পিলটি অনিরাপদ সহবাসের ৭২ ঘণ্টার মধ্যে খেতে হয়। অন্যদিকে বাকি যে পিলটি রয়েছে তা সাধারণত অনিরাপদ সহবাসের ৫ দিনের মধ্যে সেবন করতে হয়। তবে ২ ধরণেরই পিলই জন্মনিরোধক হিসাবে কাজ করে থাকে এবং তা সফলভাবেই সম্পন্ন করে৷
  • এই বড়ি সেবন করতে প্যাকেট খুলে সাধারণ ট্যাবলেটের মতো পানির সাহায্যে সেবন করে নিতে পারবেন। মনে রাখবেন এই বড়ি যদি ১২ ঘন্টার মধ্যে সেবন করা যায় সেক্ষেত্রে এর কার্যকারিতা ৯৫% পর্যন্ত থাকবে৷ আর ২য় দিন বা ৩য় দিন সেবন করলে সময় অনুযায়ী এর কার্যকারিতা ধীরে ধীরে সম্পূর্ণ কমে যাবে। 
  • ইমকন ১ একটি ইমার্জেন্সী পিল। এই বিশেষ সময়ে সহবাসের ক্ষেত্রে সাধারণ প্রটেকশনও ব্যবহার করা বাঞ্ছনীয়। তবে এই বড়ি নিয়মিত ব্যবহার করা উচিত নয়। কারণ এতে করে দেহে হরমোনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। 
  • ইমকন ১ বড়ি সেবন করার সময় একটি বড়িই সেবন করতে হবে। তাছাড়া জন্মনিরোধক ইমকন বড়ি সেবন করলে অন্য কোনো জন্মনিরোধক উপায় ব্যবহার না করাই উচিত। এক্ষেত্রে মূলত অন্য কোনো পিল বা বড়ির কথা বলছি। যদিও এই সময় সহবাসের ক্ষেত্রে বাড়তি প্রটেকশন নেওয়াটা জরুরি। তবে অনেক সময় বড়ি সেবন করার পরও বমি আসতে পারে। এক্ষেত্রে দ্রুত আরো একটি বড়ি সেবন করতে হবে। 
  • এই ইমকন ১ ব্যবহারের পর সাধারণত ৭/৮ দিনের মধ্যে যদি পিরিয়ড হয় সেক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত উপনীত হতে সক্ষম হবেন। বা ইমকন ১ পিল গ্রহণে আপনার দেহের অবস্থা অথবা ফল সম্পর্কে জানতে পারবেন। 

উপরোক্ত নিয়ম মেনে ইমকন ১ সেবন করুন। আশা করি বেশ দ্রুত সময়ের মধ্যে এর কার্যকারিতা উপভোগ করার সুযোগ হবে। এইধরনের জন্মনিরোধক বড়ি সেবনের সময় নিয়মকানুনের দিকে বাড়তি নজর দেওয়া উচিত। কারণ একটু ভুল করলেই আজীবনের জন্যে মা হবার স্বপ্ন হারাতে হবে। 

ইমকন ১ পিলের কার্যকারিতার চিত্র
ইমকন ১ পিলের কার্যকারিতার চিত্র

ইমকন ১ এর উপকারিতা

আর্টিকেলের এই অংশে আমরা ইমকন ১ এর বেশকিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করবো। যা হয়তো অন্যান্য পিলের তুলনায় আপনাকে ইমকন ১ বেছে নিতে যথেষ্ট সাহায্য করবে। চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক।

ইমারজেন্সি গর্ভনিরোধক হিসাবে কাজ করে

ইমকন ১ পিল সবসময় ইমারজেন্সি গর্ভনিরোধক হিসাবেই কাজ করে থাকে। ফলে যারা দ্রুত সমস্যা থেকে বেরিয়ে আসতে চান এবং গর্ভনিরোধ করতে চান তারা ৭২ ঘন্টার মধ্যেই এই পিল সেবন করে দ্রুত এর কার্যকারিতা গ্রহণ করতে পারেন। 

অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করে

অনেকসময় অনিরাপদ সহবাস জীবনে মারাত্মক সমস্যা সৃষ্টি করে৷ বিশেষ করে প্রটেকশন ছাড়া সহবাস, অসাবধানতা বা ভুল সময় সহবাস করলে পরিস্থিতি অন্যরকম হতে শুরু করে। এমতাবস্থায় সমাধান হিসাবে ইমকন ১ পিলকে কাজে লাগানো যেতে পারে। সুতরাং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে নিরাপদ থাকতে ইমকন ১ ব্যবহার করতে পারেন৷ 

সহজ সেবন-পদ্ধতি

ইমকন ১ সেবন করার ক্ষেত্রে আপনাকে আলাদা কোনো নিয়ম মানতে হবে না। তবে যেটি মানতে হবে সেটি হলো এটি সেবনের সঠিক সময়সূচি। বিশেষ করে অনিরাপদ সহবাসের ঠিক কত সময় পর এবং শেষ কত সময় আগে ইমকন ১ সেবন করতে হবে সে বিষয়টি মাথায় রাখলে হবে। 

তবে এর পাশাপাশি ইমকন ১ তৈরিতে ব্যবহৃত উপাদানগুলির সাথে আপনার দেহের কোনো সমস্যা আছে কিনা সেটিও চেক করতে হবে। সুতরাং বুঝতেই পারছেন এটি কত সহজে ব্যবহার করা যায়। 

সহজ সমাধান হিসাবে কাজ করে

যেকোনো ধর্ষনের কেইসে কোনো ভিকটিমকে সামাজিকভাবে হেয় হওয়ার হাত থেকে রক্ষা করতে ইমকন ১ ব্যবহার করা যাবে। তাছাড়া অসময়ে গর্ভধারণ রোধ করতে সময়মতো ইমকন ১ সেবন করলেই সমস্যা খতম। তবে এক্ষেত্রে একবার সেবনে যাদের কাজ করবে না তারা উপরোক্ত নিয়ম অনুসরণ করে সাথে সাথেই আরো একটি বড়ি সেবন করে নিতে পারেন। 

ইমকন ১ এর পার্শ্ব প্রতিক্রিয়া

যেকোনো ঔষধেরই একটি প্বার্শ প্রতিক্রিয়া থাকে। তবে যেকোনো পিলের প্বার্শ প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের আরো বেশি পরিমাণে সচেতন থাকতে হবে। কারণ এর সাথে সারাজীবনের মাতৃত্বের স্বাদ হারানোর বিষয় জড়িত। তাছাড়া সব ধরণের পিল সব শরীরে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে না। উল্টো হরমোনাল বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। তাছাড়া এসব পিল সেবনে নির্দিষ্ট ফল পেতে তাৎক্ষণিক বেশকিছু প্বার্শ প্রতিক্রিয়ার সাথে মুখোমুখি হওয়ার বিষয় তো রয়েছেই! চলুন জেনে নেওয়া যাক ইমকন ১ এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে! 

গর্ভাবস্থায় মায়ের ক্ষতি করে

মনে রাখবেন, ইমকন ১ কিন্তু জন্মনিরোধক পিল। এটি গর্ভপাতের কোনো পিল নয়। সুতরাং গর্ভপাতের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। বিশেষ করে যারা ইতিমধ্যেই গর্ভধারণ করে ফেলেছেন তাদের শরীরে ইমকন ১ পিল বেশ বাজে প্রভাব ফেলতে পারে। 

শারীরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে

শারীরিকভাবে ইমকন ১ সেবন করার পর বেশকিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অনিয়মিত মাসিক, তলপেট ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব ইত্যাদি সমস্যা এই সময় মাত্রাতিরিক্ত হারে দেখা দিতে পারে। 

শরীরে হরমোনাল পরিবর্তন ঘটে

ইমকন ১ গ্রহণের আরো একটি গুরুত্বপূর্ণ প্বার্শ প্রতিক্রিয়া হলো এটি সেবনের কারণে ব্যাক্তির শরীরের হরমোনাল সমস্যা দেখা দিতে পারে। যদিও এটিকে সমস্যা না বলে পরিবর্তন বলা যেতে পারে। তবে সকল শরীরে সকল ধরণের পরিবর্তন স্যুট করে না। 

এই ধরণের হরমোনাল সমস্যার কারণে বা হরমোনাল পরিবর্তনের কারণে দেখা যেতে পারে দিনশেষে আপনার মাসিক নির্দিষ্ট সময়ের আগেও হয়ে গেছে। অথবা তা নির্দিষ্ট সময়ের আরো কয়েকদিন পেঁছাতেও পারে। মোটকথা ইমকন পিরিয়ডের সময় পরিবর্তনে সরাসরি প্রভাব ফেলে। 

গর্ভধারণের ঝুঁকি থেকে যায়

ইমকন ১ এর কার্যকারিতা সম্পর্কে যতই বিস্তারিত আলোচনা করা হোক না কেনো এটি কখনোই নিশ্চিত করে বলা যাবে না ইমকন ১ পিল শতভাগ গর্ভনিরোধক হিসাবে কাজ করে। মূলত আমরা উপরোক্ত আলোচনায় উল্লেখ করেছিলাম যে এই পিল সময়মতো গ্রহণ করতে পারলে গর্ভনিরোধের বিষয়টির ক্ষেত্রে ৯৫% নিশ্চয়তা থাকে।  

পরামর্শ/স্বাস্থ্য শিক্ষা

মাসিক এবং জন্মনিয়ন্ত্রন সম্বন্ধে কিছু সাধারন তথ্যাবলী

  • ঋতুচক্র হচ্ছে দুই মাসিকের মধ্যবর্তী সময়। সাধারনত এই চক্র ২৮ দিন স্থায়ী হয় কিন্তু তা বিভিন্ন মহিলার ক্ষেত্রে বিভিন্ন ভাবে দেখা দিতে পারে।
  • গর্ভবতী না হলেই একজন মহিলার মাসিক হয়। মাসিকের মধ্যবর্তী সময়ে দুটি ডিম্বাশয়ের যে কোন একটি থেকে একটি ডিম্বানু নিঃসৃত হয়, (এই মূহুর্তকে ডিম্বোেস্ফুটন বলে)।
  • সাধারনতঃ ডিম্বোস্ফুটন মাসিকের মাঝামাঝি সময়ে হয়ে থাকে কিন্তু তা ঋতুচক্রের যে কোন সময়েও হতে পারে।
  • শুক্রানু, ডিম্বানুর নিকটবর্তী হলে নিষিক্তকরন ঘটতে পারে। নিষিক্তকরনের কয়েক দিন পরে নিষেককৃত ডিম্বানু জরায়ুতে রোপিত হতে পারে এবং যার ফলশ্রুতিতে গর্ভাবস্থার সৃষ্টি হয়।

ডিম্বোস্ফুটনের কয়েক ঘন্টা বা কয়েক দিন আগে যৌন মিলন ঘটে থাকলে ইমার্জেন্সি জন্মনিরোধক ডিম্বোস্ফুটন বা নিষেককৃত ডিম্বানু রোপনে বাধা প্রদান করে। নিষেককৃত ডিম্বানু রোপিত হলে এই ঔষধ অকার্যকর হয়।

যদি আপনি ইমকন 1 সেবন করে থাকেন এবং নিয়মিত কোন জন্মনিরোধক ব্যবহার না করেন তবে আপনার জন্য প্রযোজ্য সঠিক জন্মনিরোধক পদ্ধতি গ্রহনের জন্য ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিৎ।

কিভাবে এই পিল রক্ষণাবেক্ষণ করবেন?

  • প্যাকেটে উল্লেখিত তারিখ অতিক্রান্ত হলে এই ঔষধ ব্যবহার করবেন না।
  • রক্ষণাবেক্ষনে বিশেষ নির্দেশাবলী-এই ঔষধ সবসময় এর নির্ধারিত প্যাকেটে রাখুন।
  • ইমকন 1 ছোট ছেলেমেয়েদের নাগালের বাহিরে রাখুন।
  • চোখে দেখা যায় এমন কোন অবনতি বা পরিবর্তন হলে বা বড়িতে পরিবর্তনের লক্ষন দেখা দিলে আপনার ফার্মাসিষ্টকে তা ফেরত দিনI

কখন ইমার্জেন্সি জন্মনিরোধক পিল ব্যবহার করা উচিত?

  • সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোন জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করেন।
  • যদি আপনি পরপর তিন দিন বা ততোধিক জন্মনিরোধক বড়ি খেতে ভুলে যান (এক্ষেত্রে আপনি জন্মনিরোধক বড়ির তথ্য সমৃদ্ধ লিফলেট পড়ুন)।
  • যদি সহবাসের সময় আপনার সঙ্গী কনডম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন, অথবা কনডম ফেটে গিয়ে থাকে।
  • যদি আপনি মনে করেন যে, আপনার জরায়ুতে অবস্থিত জন্মনিরোধক (আই,ইউ,ডি) স্থানচ্যুত হয়েছে।
  • যদি আপনার যোনীতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মনিরোধক ক্যাপ সরানো হয়ে থাকে । 
  • যদি আপনি মনে করেন যে, coitus interruptus অকার্যকর হয়েছে, এবং rhythm method অনুসরন করাকালীন সময়ে যদি সহবাস করে থাকেন এবং
  • ধর্ষণজনিত অবস্থায়।

রিলেটেডঃ স্বপ্নে বিয়ে দেখলে কি হয়

ইমকন ১ এর দাম

ইমকন ১ পিলের প্যাকেট মূল্য মাত্র ৭০/-। এটি আপনারা আশেপাশের যেকোনো ফার্মেসীতেই খুঁজে পাবেন। আর যারা সরাসরি ফার্মেসীতে খুঁজেও পাবেন না ভাবছেন তারা অনলাইন ফার্মেসীর সাহায্য নিতে পারেন।

 রিলেটেডঃ নারীরা স্বপ্নে সাপ দেখলে কি হয়

শেষ কথা

আশা করি এই গর্ভনিরোধক ট্যাবলেট ইমকন ১ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পেরেছি। মনে রাখবেন যেকোনো গর্ভনিরোধক পিল বা বড়ি ব্যাক্তিগত জীবনে এড়িয়ে চলাই শ্রেয়। কারণ এতে একজন হবু মায়ের অনাগত সম্ভাবনাটুকুও ঝড়ে পড়ে। 

তাছাড়া ইমকন ১ গ্রহণ করার পূর্বে এর প্বার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও জেনে রাখা প্রয়োজন। আশা করি ইমকন ১ আপনাকে দৈহিক কোনো জটিলতায় ফেলবে না। 

ইমকন ১ সম্পর্কিত উপরোক্ত তথ্যগুলি ছাড়াও যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে বা জানবার কিছু থাকে সেক্ষেত্রে নিচের প্রশ্নগুলি দেখে নিতে পারেন। এছাড়াও আর কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সের সাহায্য নিন। ধন্যবাদ সবাইকে! 

সচরাচর জিজ্ঞাসা

ইমকন ১ এর দাম কত?

ইমকন ১ পিলের প্যাকেট মূল্য মাত্র ৭০/-। এটি আপনারা আশেপাশের যেকোনো ফার্মেসীতেই খুঁজে পাবেন। আর যারা সরাসরি ফার্মেসীতে খুঁজেও পাবেন না ভাবছেন তারা অনলাইন ফার্মেসীর সাহায্য নিতে পারেন।

ইমকন ১ কখন খেতে হয়?

ইমকন ১ কিসের ঔষধ?

Leave a Reply