Skip to content

স্বপ্নে মাছ দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা | ২০২৪

স্বপ্নে মাছ দেখলে কি হয়

দুনিয়াতে এমন মানুষ পাওয়া মুশকিল যারা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে না, স্বপ্নে আমরা নানান সময় নানান জিনিষ দেখে থাকি। তবে খুব কম মানুষ আছে যারা এইসব স্বপ্নের প্রকৃত অর্থ জানেন, ঘুমন্ত অবস্থায় দেখা প্রত্যেকটির স্বপ্নেরই ব্যাখ্যা রয়েছে।

তো আপনে যদি স্বপ্নে মাছ দেখে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্যে। এই লেখাটা যেকোন ধরনের মাছ নিয়ে দেখা স্বপ্নের ইসলামিক ব্যাখ্যা। লেখা শেষে আপনি জানবেন স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয়।

তাহলে চলুন দেরী না করে দেখে নেই স্বপ্নে মাছ দেখলে কি হয়।

স্বপ্নে মাছ দেখলে কি হয়, স্বপ্নে মাছ দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা

কোনো তাজা মাছ সংখ্যায় অধিক স্বপ্নে দেখলে, সম্পদ ও গনীমত পাওয়ার লক্ষণ। স্বপ্নে ছোট মাছ পেতে দেখা, স্বপ্নদ্রষ্টার দুঃখ পাওয়ার ইঙ্গিত। ছোট বাচ্চা স্বপ্নে দেখার ব্যাখ্যাও অনুরূপ।

স্বপ্নে মাদী একটি তাজা মাছ বা দুটি তাজা মাছ পেতে দেখলে, স্বপ্নদ্রষ্টা একজন বা দুইজন স্ত্রী পাবে। মাছের পেটে মুক্তা পেতে দেখলে, সেই স্ত্রী থেকে ছেলে সন্তান লাভ করবে। মাছের পেটে চর্বি পেতে দেখলে, স্ত্রীর পক্ষ থেকে সম্পদ লাভ করবে। স্বপ্নে লবণাক্ত মাছ পেতে দেখলে, স্বপ্নদ্রষ্টা উত্তমসম্পদ পাবে।

মুখ থেকে স্বপ্নে কোনো মাছ বের হতে দেখলে, ঝগড়াবশত স্ত্রীর ব্যাপারে কটু বাক্য প্রয়োগের লক্ষণ। লজ্জাস্থান হতে মাছ বের হতে দেখলে, তার মেয়ে সন্তান জন্ম নেবে। স্বপ্নে স্থলপথে মাছ শিকার করতে দেখলে, স্বপ্নদ্রষ্টা অশ্লীল কর্মে লিপ্ত হবে। কারও মতে, তা আনন্দদায়ক সংবাদের আলামত।

রিলেটেডঃ স্বপ্নে ভ্রমণ করতে দেখলে কি হয়? স্বপ্নে বিদেশ ভ্রমণ দেখলে কি হয়? ২০২৩

ঘোলা পানি থেকে মাছ শিকার করতে দেখলে, গভীর চিন্তায় নিমগ্নের আলামত। পরিষ্কার পানি থেকে মাছ শিকার করতে দেখা রিযিক পাওয়া এবং স্বপ্নদ্রষ্টা জন্য ভালো সন্তান জন্ম নেয়ার ইঙ্গিত।

স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয়
ফটোঃ মাছ (Photo by Canva)

স্বপ্নে জীবিত মাছ আহার করতে দেখলে, স্বপ্নদ্রষ্টার বাদশাহী পাবার ইঙ্গিত। তাজা ভুনা মাছ হলো গনীমত ও কল্যাণ। কারও মতে, স্বপ্নদ্রষ্টা ব্যক্তি মুত্তাকী হলে, তা প্রয়োজন পূরণ হওয়া, দাওয়াত ও প্রশস্ত রিযিকের আলামত। যদি হয়। অন্যথায় তা শাস্তির পূর্বাভাস। ভুনা নোনা মাছ ইলমের বা হিকমতের সন্ধানের ইঙ্গিত।

স্বপ্নে কোনো মাছ ময়দার মধ্যে গড়াগড়ি করতে দেখলে এবং তেলে ভাজতে দেখলে, স্বপ্নদ্রষ্টা এমন সন্ধি করবে যা তাকে উপকার দেবে না। এক্ষেত্রে সে ভালো সম্পদ ব্যয় করবে এবং কষ্ট করবে। এমনকি এক সময় সম্পদ সুস্বাদু হয়ে উঠবে।

স্বপ্নে মাছ দেখলে কি হয়? ঘটনা:

জনৈক ব্যক্তি ইমাম ইবনে সীরীনের কাছে এসে বলল, আমি স্বপ্ন দেখলাম, আমার দস্তরখানে মাছ রয়েছে। আমি ও আমার চাকর তার পেট ও পিঠ থেকে খাচ্ছি। ইমাম ইবনে সীরীন বললেন, তোমার চাকরের খোঁজ নাও, সে তোমার স্ত্রী থেকে স্বার্থ লাভ করছে। এরপর তার ব্যাপারে অনুসন্ধান চালিয়ে জানা গেল, সে ব্যাভিচারে লিপ্ত রয়েছে।

পরিশেষ

যদি স্বপ্নে মাছ দেখলে কি হয় এর ইসলামিক ব্যাখ্যা নিয়ে লেখাটি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আপনার দেখা স্বপ্নের সাথে যদি এখানে লেখার মিল না থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো কোন বই থেকে দেখে আপনার স্বপ্নের ব্যাখাটি দিয়ে দিতে।

আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Tag: ইসলামের দৃষ্টিতে স্বপ্নে মাছ দেখলে কি হয়, ইসলামের দৃষ্টিতে স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয়

Leave a Reply