খোলা আকাশের নিচে কাটানো সময় গুলো অনেক মনোমুগ্ধকর হয়ে থাকে। খোলা আকাশের নিচে যখন প্রিয় মানুষটিকে নিয়ে বসে থাকি তখন বোঝা যায় জীবনটা কতটা উপভোগ্য। আকাশের সৌন্দর্য নিয়ে বলার কিছু নেই।
আকাশের সৌন্দর্যের কাছে এক কথায় সকল কিছুই অনেকটাই অর্থহীন। নিচে আকাশ নিয়ে ক্যাপশন, আকাশ নিয়ে ফেসবুক স্ট্যাটাস ও আকাশ নিয়ে কিছু উক্তি দেওয়া হলো। যা চাইলে আপনারা ফেসবুক ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারেন।
আকাশ নিয়ে ক্যাপশন
আকাশ নিয়ে ক্যাপশন গুলো চাইলে প্রিয় মানুষগুলোর সাথে ব্যবহার করতে পারেন। তাছাড়া অসাধারণ এই স্ট্যাটাসগুলো ফেসবুকে যার মাধ্যমে অন্যদের কাছে হিরো হয়ে উঠতে পারেন।
১. আমি সীমাহীন আকাশে উড়তে অনেক ভালবাসি। নীলের বিশাল শূন্যতায়, বাতাসের শব্দ হিন সংগীত শুনে আমার প্রাণ অনেক আনন্দিত হয়।
২. আকাশ হচ্ছে আমার কাছে একটি বিশাল চলচ্চিত্রের মত। সেখানে কি ঘটছে তা দেখতে আমি কখনোই ক্লান্ত হইনা।
৩. জীবনের সুখের আসল রহস্য হলো আকাশের দিকে মাথা তুলে পা দুটিকে নিচের দিকে রাখা।
৪. প্রিয় সূর্য যেমন আকাশকে অনেক ভালোবাসে তেমনি আমিও তোমাকে অনেক ভালোবাসি।
৫. যদি কেউ কখনো হারিয়ে যায় বা একা বোধ করে তাহলে তাকে বলো আকাশের দিকে তাকাও,তাহলে নিমিসের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে।
৬. আপনার সম্ভাবনা আকাশের মত সীমাহীন হতে পারে, যদি প্রতিনিয়ত আপনি নিজেকে উন্নত করার চেষ্টা ক্রমাগত করে থাকেন।
৭. স্বপ্ন প্রত্যেকটি মানুষের এমন হওয়া উচিত যা আকাশ ছুঁয়ে যাবে।
৮. আকাশ হয়তো কখনো কখনো পরিবর্তন হয়ে থাকে কিন্তু তার সৌন্দর্য কখনো পরিবর্তন হয় না।
৯. যতদিন আকাশে তারা থাকবে আমি আকাশের দিকে তাকিয়ে থাকবো আর তোমাকে নিয়ে ভাববো আর তোমাকেই ভালোবাসবো।
দূরের আকাশ নিয়ে ক্যাপশন
আকাশ অনেক দূরে থাকলেও আমাদের অনেকের কাছেই সেটা মনে হয় আকাশ আমাদের খুব নিকটে। দূরের আকাশের অফুরন্ত সৌন্দর্য সকলকেই বিমোহিত করে থাকে। তাই দূরের আকাশ নিয়ে সেরা কিছু ক্যাপশন নিচে দেওয়া হয়েছে যেগুলো চাইলে অন্যের সাথে ব্যবহার করতে পারেন।
১০. আকাশকে বুঝতে হলে অবশ্যই আমাদেরকে আকাশের মত নির্মল ও স্বচ্ছ হতে হবে।
১১. আমরা সবাই কিন্তু একই আকাশের নিচে বসবাস করি, কিন্তু আমাদের সকলের দিগন্ত তাও এক নয়।
১২. যারা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশের দিকে তাকান তারাই আকাশের আসল সৌন্দর্য দেখতে পান।
১৩. মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকার চেয়ে মজার কিছুই নেই। কেননা সবকিছু ভুলে গিয়ে যখন আমরা অন্য এক জগতে হারিয়ে যাই তার মজাটাই অন্যরকম।
১৪. সমুদ্রের চেয়েও বিশাল একটি দর্শন রয়েছে সেটি হচ্ছে মহাকাশ, আর আকাশের চেয়েও বড় একটি দর্শন রয়েছে সেটি হল আত্মার অভ্যন্তরে।
১৫. ছোটবেলায় শুনেছি আকাশে নাকি পরীরা বসবাস করে,তাই আজও আকাশের দিকে তাকিয়ে থাকি পরি দেখার আশায়।
১৬. আপনার সম্ভাবনা আকাশের মত সীমাহিন হতে পারে, যদি আকাশের সৌন্দর্য নিয়ে আপনি ভাবেন এবং আকাশের মত বিস্তৃত হওয়ার চেষ্টা করেন।
১৭. মনের কষ্টগুলো অনেকটাই আকাশের মত কখনো লাল, কখনো নীল, আবার কখনো সেটা কালো হয়ে বৃষ্টিতে পরিণত হয়। কিন্তু এটা সব বাদলা দিনের শেষ রোদ্দুৌজল মুহূর্তেই হয়ে থাকে।
১৮. আকাশে যখন সূর্য উঠে পাখিরা গান গেয়ে থাকে, ফুলেরা তাদের পাপড়ি মিলে প্রজাপতিকে চাই।
১৯. শুধুমাত্র হৃদয় থেকেই আকাশকে ছোঁয়া যায় বাস্তবতায় কখনো নয়।
২০. আকাশ অনেক সময় অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় তাদের তারা গুলোকে আমাদের দেখানোর জন্য।
গোধূলি আকাশ নিয়ে ক্যাপশন
গোধূলি ওই আকাশে তোমাকে নিয়ে ঘুরতে প্রিয় আমার অনেক ভালো লাগে। তোমার হাতে হাতটি রেখে মনে হয় আমি পৃথিবীর সবথেকে সুখী একজন ব্যক্তি। নিচে গোধূলি আকাশ নিয়ে সেরা কিছু ক্যাপশন দেওয়া হলো:
২১. আমার সীমা অনেক কম, আপনারটাও অনেক কম কিন্তু একজন রয়েছে যার সীমা অসীম। তার নাম আকাশ।
২২. একসাথে থাকলে অনেক কিছুই মোকাবেলা করা যায় তা যতই সাগরের চেয়ে গভীর হোক এবং আকাশের চেয়েও বড় হোক।
২৩.বৃষ্টি হচ্ছে একটি দান তাই যখন বৃষ্টি পড়বে তখন অবশ্যই হাত পেতে ধরে নিতে হবে। কেননা বৃষ্টি হচ্ছে আকাশের দান আর পৃথিবীতে বৃষ্টি না হলে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যেত।
২৪. কেউই মুক্তি নয়, এমনকি আকাশের ওই পাখিগুলোও আকাশে বন্দী।
২৫. আমি যখন জীবনে খুব দুঃখের মধ্যে ছিলাম তখনো আমাকে খুব বেশি চিন্তা করতে হয়নি, কেননা আমি সেই সময়টাতে সকল সময় আকাশের দিকে তাকিয়ে থাকতাম এবং ভাবতাম মেঘ সরে গিয়ে একদিন সূর্য উঁকি দিবেই।
২৬. আকাশের দিকে তাকিয়ে থাকো তাহলে তুমি রংধনু খুঁজে পাবে, আর যদি তা না করো তাহলে তোমার জীবন অন্ধকারে থেকে যাবে।
২৭. সমুদ্রের গন্ধ নাও এবং আকাশকে অনুভব করার চেষ্টা করো তাহলেই জীবনের মানে খুঁজে পাবে।
২৮. আকাশ থাকলে আকাশের মেঘ আসবেই তাই বলে কখনো ঝড়ের ভয়ে ঘরে বসে থেকো না।
২৯. আমি আকাশকে অনেক ভালোবাসি কেননা আকাশের বিশালতা আমার মনকে অনেক বড় করে তুলতে সাহায্য করে থাকে।
৩০.যদি কখনো একা একা লাগে তাহলে আকাশের দিকে তাকাও দেখবে তুমি একা নয়। আকাশ সমুদ্র সবই আমাদের বন্ধু যা আমাদেরকে স্বপ্ন দেখতে শেখায় ও তা বাস্তবায়ন করতে শেখায়।
রোদেলা আকাশ নিয়ে ক্যাপশন
মেঘ সরে গিয়ে আকাশ যখন রোদেলা হয়ে ওঠে তখন আরো সুন্দর লাগে। আকাশের এই অপরূপ সৌন্দর্য আমাদের সকলকে মুগ্ধ করে থাকে। নিচে রোদেলা আকাশ নিয়ে কিছু সুন্দর ক্যাপশন দেওয়া হলো:-
৩১. সূর্যাস্তের সময় মনে হয় আকাশ যেন একটা ডিমের মতো ফেটে গিয়েছে, এবং সমুদ্র তে যেন আগুন ধরে গিয়েছে।
৩২.যখন আমাদের জীবনে হাজার হাজার পরিবর্তন হয়ে যায় তখনো আকাশ আমাদের সাথে থাকে। তখন উপরের দিকে তাকালে সেটা আমাকে একটি ভাল অনুভূতির যোগান দেয় যা অনেকটা পুরনো বন্ধুর মতো।
৩৩. আমার আকাশে তুমি হচ্ছে ধ্রুবতারা তোমাকে ছাড়া আমার এ জীবন একেবারে দিশেহারা।
৩৪. তুমি যদি হও চাঁদ তাহলে আমি জোসনা ভরা রাত হয়ে জীবন আকাশে সুখে থাকবো এবং ফাগুনকে সাথে ডাকবো।
৩৫. যেথায় শুধু ভোরের আলো সেই তো আমার আকাশ,আধার যেখানে ঠাই পায় না শুধুই প্রেমের যেন থাকে প্রকাশ।
৩৬. নীল আকাশের রংটা না হয় ভরাক আমার মনটা, রক্তিম লাল করুক আমার লাল পলাশের বনটা।
৩৭. তুমি হচ্ছে আমার কাছে সেই রংধনু যেটা দেখার জন্য একটা বা দুইটা জানালা লাগে না।
৩৮. আকাশ কেন ডাকে মন ছুঁয়ে যায় ময়ূরপঙ্খী মেঘে ঐ যাই ভেসে।
৩৯. পড়ন্ত বিকালে খোলা মাঠে বসে আকাশের দিকে তাকিয়ে থাকার চেয়ে সৌন্দর্য কিছু হতেই পারে না।
মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন
মেঘলা আকাশের নিচে বসে থাকতে অনেক ভালো লাগে। বিশেষ করে মেঘলা আকাশের নিচে পছন্দের মানুষটিকে নিয়ে সময় কাটানোর মজাটাই অন্যরকম। নিচে মেঘ আকাশ নিয়ে সেরা কিছু ক্যাপশন দেওয়া হলো:
৪০. আমি আকাশকে অনেক বেশি ভালোবাসি কেননা আকাশের বিশালতা আমার মনকে বড় করে তুলতে সাহায্য করে।
৪১. আকাশ সীমাবদ্ধতা নয় এটি হচ্ছে কেবল একটি কল্পনা।
৪২. নীল আকাশের মেঘ বালিকা আকাশের নীলে নীলে উড়ে বেড়ায়, রুৌদ্রের কোলে খেলে যাই লুকোচুরি, মাঝে মাঝে কোথায় যেন সে পালিয়ে যায়।
৪৩. আকাশের চাঁদ মাটির বুকে যেন তার জোছনার সৌন্দর্য দেখায়, তেমনি আমার জীবনেও বারে বারে শুধু তোমাকেই মনে পড়ে।
৪৪. যারা আকাশ ভালবেসে থাকে তারা অনেকটা সরল প্রকৃতির হয়ে থাকে।
৪৫. দয়ার কোন ধর্ম নেই এটা অনেকটা খোলা আকাশের মত।
৪৬. গান হচ্ছে অনেকটা খোলা আকাশের মত, এটা মানুষের মনকে সতেজ ও উদার করে তুলতে সাহায্য করে থাকে।
৪৭. একটি মেঘহীন সমতল নীল আকাশ হচ্ছে একটি ভুল বিহীন বাগানের মত।
৪৮. সূর্যোদয়ের সময় নীল আকাশ নিজেকে সোনার রঙে রাঙিয়ে দিয়ে থাকে এবং আনন্দের সাথে সকালের বাতাসের সঙ্গীতে নাচে।
৪৯. আমি আমার চারিপাশে শীতল, পরিষ্কার বাতাস এবং এই বিশাল নিখুঁত ও নীল আকাশ নিয়ে কল্পনা করেছি।
৫০. আমাদের মন হচ্ছে একটা মেঘলা আকাশের মতো সারাংশ পরিষ্কার এবং বিশুদ্ধ।
রাতের আকাশ নিয়ে ক্যাপশন
রাতের আকাশের সৌন্দর্য অনেককেই মুগ্ধ করে। যখন রাতে খোলা আকাশের নিচে আমরা বসে থাকি তখন অনেকেই আকাশ নিয়ে ভেবে থাকি। নিচে রাতের আকাশ নিয়ে কিছু সুন্দর ক্যাপশন দেয়া হলো যেগুলো চাইলে ব্যবহার করতে পারেন।
৫১. অপরিবর্তিত রাতের আকাশে দেখবেন সকল সময় নতুন কিছু উঁকি দেয়।
৫২. রাতের আকাশ হচ্ছে অসীমতার একটি অলৌকিক ঘটনা।
৫৩. রাতের আকাশের সৌন্দর্যের কাছে যেন পৃথিবীর সকল সৌন্দর্যই অর্থহীন।
৫৪. আমি যখন তোমায় নিয়ে জোসনা রাতে বসে থাকি তখন আবার মনে হয় আমি এই পৃথিবীর সব থেকে সুখী একজন ব্যক্তি।
৫৫. দেখো প্রিয় রাতের আকাশের ওই চাঁদটাকে, কিভাবে সে সৌন্দর্য ছড়াচ্ছে, ঠিক তেমনি তুমি আমার জীবনে এসে আমার জীবনটা সৌন্দর্যে পরিপূর্ণ করে দিয়েছো।
নীল আকাশ নিয়ে ছন্দ
- আকাশের মতই সীমাহীন, সমুদ্রের মতোই গভীর হৃদয় আমি তোমার রাঙিয়ে দিলাম ভালবাসার তরীর।
- আকাশে আজ স্বপ্নের খেলা মনে মেঘের মেলা, হারালো যে সুর বাধিলো যে গান ফুরালো যে বেলা।
- আকাশে আমি আজ উড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো আমার গানের মালা গো, তুমি কুড়িয়ে নিও,আমার সুরের রংধনু রচে আমার ক্ষণিক তনু।
- মন আকাশে বৃষ্টি আসে রুৌদ্র মেঘের জুটি ,আজ নতুন আলোয় আঁধারের সাথে হচ্ছে যে খুনসুটি।
- কে যেন বুঝি আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে মেলে আঁখি সূর্য তপ্ত শিখাতে সংগীত বাজে ওই পাখির কাকলিতে।
- স্বপ্ন আমার আকাশ ছোঁয়া বাস্তবে দিই তার হাতছানি কোন কিছু হারানোর ভয় নেই যে আমার নিঃস্ব আমি সে তো জানি।
- আমার একলা আকাশ থমকে গিয়েছে যেন রাতের কাছে এসে শুধু তোমায় ভালোবেসে।
- আকাশের ওই নীরবতার সাক্ষী রয়েছে শুধু চাঁদ সূর্যটা শুধু লড়াই দেখে করে না কোন ধরনের প্রতিবাদ।
- যেখানে শুধু ভোরের আলো সেই তো আমার আকাশ, আঁধার সেখানে ঠাঁই পায় না শুধু প্রেমের থাকে প্রকাশ।
- জীবনের আকাশে যে এত সুন্দর জোসনা থাকতে পারে আমি জানতাম না যদি না তোমার হৃদয় আকাশে হারিয়ে যেতাম।
- নীল আকাশের সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে, মন যে আমার নেচে ওঠে হৃদয়বীণায় সেতার বাজে।
- আমায় আকাশ বললো তোমার দু চোখ মেঘ রং দিয়ে আঁকতে, শুনে সাগর তখন বললো তা কি করে হয়, তার এত নীল থাকতে আমি তাকে কি করে খুশি করি বলো।
- পাড়ি দেওয়া ভীষণ সহজ ইচ্ছেডানায় ভেসে আমার কল্পনার ওই রং লেগেছে সুদুর দূরে ওই নীল আকাশে।
আকাশ নিয়ে ইংরেজী ক্যাপশন বা ছন্দ
যারা এসব ক্যাপশন ছাড়া আকাশ নিয়ে ইংরেজী ক্যাপশন বা ছন্দ খোজতেছেন তাদের জন্যে নিচে কিছু আকাশ নিয়ে ইংরেজী ক্যাপশন বা ছন্দ দেওয়া হল।
- Blue above serene below life’s canvas in the glow
- Cotton candy clouds with a chance of dreams
- Sunsets are proof that no matter what happens every day can end beautifully
- Under the same sky dreaming the same dream
- Chasing the hues of the sky – my favorite color palette
- Sky’s the limit – dream big fly high
- When the sky paints itself in colors it’s time to stop and watch
- Keep your eyes on the stars and your feet on the ground
- Every cloud has a silver lining
- Let the blue sky meet the blue sea and all is blue for a time
- Sunrise vibes and early morning skies
- A sky full of stars and he was staring at her
- Twilight whispers to the stars the secrets of the day
- Painting the sky with sunsets and dreams
- If the sky is the limit then go there
- The sky wears the sunset like a crown
- Beyond the clouds the sky is always blue
- Let’s all be as infinite as the sky
- Night skies city lights
- Dawn and dusk are the meeting points of two lovers the sun and the sky
- A heart as wide as the sky
- The sky is not the limit it’s just the view
- Where the sky touches the sea and dreams come to life
- Stargazer at heart constellation in my mind
- Flirting with the sky just before the night falls
- The moon is a loyal companion it never leaves the sky
- Dancing with the clouds
- Every sunset brings the promise of a new dawn
- Breathing dreams like air under a sky full of stars
- Clouds come floating into my life no longer to carry rain or usher storm but to add color to my sunset sky
শেষকথা,আশা করি আজকের পোস্টটি যারা পড়েছেন তারা আকাশ নিয়ে সেরা কিছু ক্যাপশন বা স্ট্যাটাস সম্পর্কে জানতে পেরেছেন।
এই সকল স্ট্যাটাস বা ক্যাপশনগুলো একে অন্যের সাথে ফেসবুকে ব্যবহার করতে পারেন। নতুন সকল স্ট্যাটাস পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।ধন্যবাদ।
Tag: গোধূলি আকাশ নিয়ে ক্যাপশন, রোদেলা আকাশ নিয়ে ক্যাপশন, প্রকৃতি ও আকাশ নিয়ে ক্যাপশন