ঘুমন্ত অবস্থায় আমরা রং বেরঙের স্বপ্ন দেখি, কিছু স্বপ্ন হয় অনেক সুন্দর আবার কিছু স্বপ্ন হয় খুব কুৎসিত। স্বপ্ন আর বাস্তবতায় মিল না থাকায় আমরা স্বপ্নের অর্থ খোজে থাকি। প্রায় সময় আমরা সফর কিংবা ভ্রমণ নিয়ে স্বপ্ন দেখে থাকি। অনেকে স্বপ্নে ভ্রমণ করতে দেখলে কি হয় তা জানেন না, তাই তাদের জন্যেই এই লেখা।
যারা ভ্রমণ নিয়ে স্বপ্নের ইসলামিক ব্যাখ্যা খোজতেছেন তাদের জন্যে এই লেখাতে থাকবে ইবনে সীরীনের স্বপ্নের ব্যাখ্যা ও তাবীর। তাহলে চলুন দেরী না করে দেখে নেই স্বপ্নে ভ্রমণ করতে দেখলে কি হয়?
স্বপ্নে ভ্রমণ করতে দেখলে কি হয়?
স্বপ্নে এক স্থান থেকে অপর স্থান ভ্রমণ করতে দেখলে বুঝতে হবে, সে ভ্রমণ করবে। কোনো কারণে জমিনে লাফালাফি করতে দেখা, স্বপ্নদ্রষ্টার বেশি চলার লক্ষণ অথবা সে এমন কোনো প্রতিনিধি পাবে যে তার অর্ধেক সম্পদ নিয়ে নেবে। সে বাকী সম্পদ নিয়ে খুব কষ্টে জীবনযাপন করবে।
লাফ মেরে কোনো ব্যক্তির কাছে চলে যেতে দেখলে বুঝতে হবে, সে ওই ব্যক্তির ওপর বিজয় পাবে এবং তাকে পরাভূত করবে। কারণ, লাফ মারা মানুষের শক্তির ইঙ্গিত।
সুতরাং স্বপ্নে লাফ মেরে এক স্থান থেকে অপর স্থানে চলে যেতে দেখলে বুঝতে হবে, তার অবস্থার পরিবর্তন হবে।
রিলেটেডঃ স্বপ্নে পরিচিত লোক দেখলে কি হয়?
স্বপ্নে লাফ মেরে আকাশে চলে যেতে দেখলে, স্বপ্নদ্রষ্টা মক্কা ভ্রমণ করবে। স্বপ্নে বাইরে চলতে দেখা, ইসলামের তাঁবুর ইঙ্গিত। স্বপ্নদ্রষ্টা উত্তম রিযিক লাভ করবে। হেঁটে বাজারে যেতে দেখলে, যদি সে অসীয়াতের যোগ্য হয়, তবে তার হাতে কোনো অসীয়ত আসবে।
স্বপ্নে খালি পায়ে হাঁটতে দেখা, স্বপ্নদ্রষ্টার উত্তম দীনদারীর আলামত। দুর্দশা চলে যাবার ইঙ্গিত। কারও মতে, এই স্বপ্ন তাকে কোনো মহিলা সম্পর্কে বিপদে ফেলবে। স্ত্রীকে তালাক দেওয়ারও লক্ষণ এটা।
স্বপ্নে কোথাও দৌড়াদৌড়ি করতে দেখা, শত্রুর ওপর বিজয়ী হওয়ার ইশারা। যদি কেউ কূপ ছাড়া অন্য কোনো গভীর গর্তে পতিত হতে দেখে এবং সে ধারনা করে যে, সে সেখানেই মৃত্যুবরণ করবে।
তাকে উঠানোর মতো কোনো লোকও নেই, বুঝতে হবে, সে দুনিয়া তলবে মত্ত হয়ে যাবে অথবা এ অবস্থায় মারা যাবে।
স্বপ্নে ভ্রমণ দেখার ঘটনাঃ
জনৈক ব্যক্তি ইমাম ইবনে সীরীন রাযি.-এর কাছে এসে বলল, আমি স্বপ্নে আকাশ ও জমিনে উড়তে দেখেছি। তখন ইবনে সীরীন রাযি. বললেন, তুমি অনেক সফর করবে।
স্বপ্নে পাহাড়ে উড়তে দেখলে, স্বপ্নদ্রষ্টার হাতে এমন কর্তৃত্ব আসবে যে তার বাদশা হওয়ার যোগ্যতা থাকলে বাদশাহ হবে। যোগ্যতা না থাকলে বাদশাহ পর্যন্ত তার কাছে নত হবে। আকাশে উড়তে দেখলে বুঝতে হবে, এমন রোগে সে আক্রান্ত হবে, যে রোগে সে মৃত্যুবরণ করবে।
রিলেটেডঃ স্বপ্নে সাপ দেখলে কি হয়? স্বপ্নে সাপ দেখার ইসলামিক ব্যাখ্যা ২০২৩
এক ছাদ থেকে অপর ছাদে উড়তে দেখলে বুঝতে হবে, সে তার স্ত্রীকে রেখে অপর স্ত্রীকে বিয়ে করবে। কেউ বলেন, স্বপ্নে ডানা দিয়ে উড়তে দেখা, সফরের লক্ষণ। যে স্বপ্নে দেখে, ডানা ব্যতীতই নিচ থেকে উপরে উঠছে, তা হলে বুঝতে হবে, তার নিরাপত্তা অর্জন হবে। সঙ্গে সঙ্গে যতটুকু উপরে উঠতে দেখেছে ততটুকু মর্যাদাও বাড়বে।
স্বপ্নে এক দেশ থেকে অপর দেশ ভ্রমণ করতে দেখলে, স্বপ্নদ্রষ্টার মর্যাদা ও চোখের শীতলতা উদ্দেশ্য হবে। যদি এমনভাবে উড়তে দেখে যেমন কবুতর হাওয়ায় ওড়ে, তা হলে এর ব্যাখ্যা হবে, সে মর্যাদা লাভ করবে।
যদি দেখে, উড়তে উড়তে আকাশে চলে গেছে, ফিরে আসেনি, তা হলে বুঝতে হবে, সে মৃত্যুবরণ করবে। উড়তে উড়তে অজানা জায়গায় চলে যেতে দেখলে, বুঝতে হবে, সে কবরে চলে যাবে।
স্বপ্নে বাহনে আরোহণ করতে দেখলে বুঝতে হবে, সে সওয়ারীতে আরোহণ করে সফরে যাবে। সওয়ারীতে আরোহণ করেছে কিন্তু ভালোভাবে আরোহণ করেনি, তা হলে বুঝতে হবে, সে কুপ্রবৃত্তি থেকে নিরাপদ থাকবে এবং কাঙ্ক্ষিত বিষয় অর্জন করবে।
স্বপ্নে কারো ঘাড়ে চলতে দেখলে বুঝতে হবে, সে মৃত্যুবরণ করবে। মানুষ তার জানাযা বহন করবে। কারও মতে, মানুষের ঘাড়ে আরোহণ করা, কোনো কঠিন বিষয়ের ইঙ্গিত। ঘাড় থেকে পড়ে গেছে দেখলে বুঝতে হবে, তার চাহিদার জিনিস পাবে না। স্বপ্নে সফর থেকে প্রত্যাবর্তন করা দেখলে, স্বপ্নদ্রষ্টার তার হক আদায় হবে।
কারও মতে, তার দুর্দশা এবং মন্দ অবস্থা থেকে মুক্তির রাস্তা বের হবে। নেয়ামতও পাবে। কখনো এই স্বপ্ন গোনাহ থেকে তাওবার লক্ষণ। তাওবার অর্থ হলো, গোনাহ বর্জন করা এবং বর্জনের ওপর অটল থাকা।
রিলেটেডঃ স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়? বিয়ে, তালাক, সহবাস, যিনা স্বপ্নে দেখার ইসলামি ব্যাখ্যা
স্বপ্নে পুনরুত্থানে পৌছে যেতে দেখা, স্বপ্নদ্রষ্টার ক্ষতির লক্ষণ। স্বপ্নে আকাশে লম্বালম্বিভাবে উড়তে দেখলে, স্বপ্নদ্রষ্টা সফর করবে অথবা তার মর্যাদা অর্জন হবে। লাফ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে দেখলে, তার অবস্থা পরিবর্তন হবে।
লাফ দিয়ে দূরে চলে যেতে দেখলে, তার সফর দূরে হবে। লাফ মেরে কোনো কিছুর আশা করতে দেখলে, স্বপ্নদ্রষ্টা কোনো শক্তিশালী লোকের ওপর আস্থা রাখবে।
রিলেটেডঃ স্বপ্নে বজ্রপাত দেখলে কি হয়? ইসলামিক ব্যাখ্যা
Tag: স্বপ্নে বিদেশ যেতে দেখলে কি হয়, স্বপ্নে ভ্রমণ করতে দেখলে কি হয়, বিদেশ যাওয়ার স্বপ্ন দেখলে কি হয়
শেষ কথা
তো বন্ধুরা এই ছিলো আজকের লেখা স্বপ্নে ভ্রমণ করতে দেখলে কি হয়? অথবা স্বপ্নে বিদেশ ভ্রমন দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা, যদি স্বপ্নে ভ্রমণ দেখার ইসলামিক ব্যাখাগুলি ভালো লেগে থাকে তাহলে লেখাটি শেয়ার করতে ভুলবেন না।
এছাড়া যদি আপনার কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি যত তারাতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো।