ভাইদের জীবনে বোন নামক শব্দটা একটা দুর্বলতা, সব ভাইয়েরাই বোনদের নিজেদের চাইতে বেশি ভালোবেসে থাকে। সুখে দুঃখে সবার আগে ভাইরা তাদের সামনে উপস্থিত থাকে। ছোট বোনরা ভাইদের কাছ থেকে অনেক আদর ভালোবাসা স্নেহ পেয়ে থাকে, আবার ছোট ভাইরা বড় বোনদের কাছ থেকে আদর ভালোবাসা পেয়ে থাকে। ভাই বোনের ভালোবাসার সম্পর্ক সুন্দর স্থিতিশীল রাখতে বোনদের জীবনের বিশেষ দিনে আমাদের উইশ করা প্রয়োজন।
বোনদের জীবনের বিশেষ দিনগুলির মধ্যে জন্মদিন ও বিবাহ বার্ষিকী অন্যতম। এসব বিশেষ দিনে আমাদের উচিত সুন্দর সুন্দর উইশ করে তাদের খুশি রাখা, সম্ভব হলে কেক কাটা, ভালো কিছু খাওয়ার আয়োজন করা, কিংবা কোথাও ঘুরতে যাওয়া। আর সম্ভব না হলে কিছু মন ভালো করার মত জন্মদিনের শুভেচ্ছা বার্তা প্রেরণ করা।
আজকের লেখটা এই বিষয় নিয়েই, এই লেখাতে আমরা উপস্থাপন করবো কিছু ইউনিক ও আপডেটেড বোনের জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও ম্যাসেজ, তো দেরী না করে চলুন দেখে নেই সেগুলি।
বোনের জন্মদিনের শুভেচ্ছা
১। বোন শব্দটাই একটা মায়াবতী শব্দ, বোন মানে ভালোবাসা, আজ আমার বোনের জন্মদিন, শুভ জন্মদিন বোন।
২। জগত শ্রেষ্ঠ আমার বোন, আজকের এই দিনে ভাই হিসাবে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, শুভ জন্মদিন বোন।
৩। মায়ের পরেই হয়তো বোনের জায়গা, আদর ভালোবাসা কেয়ারিং সবই আমার বোনের থেকে পাওয়া, আজকেই এই দিনে অনেক অনেক ভালোবাসা নিও বোন, শুভ জন্মদিন বোন।
৪। বোনের শাসন মানেই শুধু শাসন নয়, এই শাসনের পিছনে লুকিয়ে থাকে ভালোবাসা, কেয়ার ও মায়ামমতা, আর সেই সব আদর শাসন মায়া মতমতা আমার বোনের থেকে পেয়েছি, দোয়া করি আমার বোনের মতো যেনো সবার একটা করে বোন থাকে, শুভ জন্মদিন বোন আমার।
৫।শুভ জন্মদিন বোন। আমার সব দোষ গুন, আমার সব ছেলেমানুষি, সহ্য করার জন্য তোমার মতো একটা বোন থাকাই যতেষ্ট, আজকের এই দিনে তোমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা
১।একজন বড় বোন থাকা যে আসলেই ভাগ্যের ব্যাপার সেটা বড় বোন না থাকলে কেউ বুঝতে পারে না, আজ আমার বড় বোনের জন্মদিন, হাজার বছর বেচে থাকো আপু, শুভ জন্মদিন বড় আপু।
২। শুভ জন্মদিন বড় আপ্পি, তুমি না থাকলে আমার কি যে হতো, আমার সব দুষ্টুমি সহ্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
৩। আমার শেয়ারিং এর জায়গা, আমার কেয়ারিং এর জায়গা আমার বড় বোন, আজ আমার বড় বোনের জন্মদিন শুভ জন্মদিন আপ্পি।
৪। ছোট বেলা থেকে মায়ের পরে তুমি আমাকে কুলেপিঠে করে মানুষ করেছো, তোমার হাত ধরে আমার হাটতে শিখা, কথা বলতে শিখা, তোমার জন্ম দিনে কি লিখবো কি বলবো বুঝে উঠতে পারছি না, তবুও জন্মদিনের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিও বড় আপ্পি।
৫।মায়ের বকা শুনে যখন মুখ ভারি করে খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকতাম, তখম তুমি রাগ ভাঙাতে কত আদর করে, মুখে তুলে ভাত খাইয়ে দিতে, সেই সব দিন এখন মিস করি আপু, আজ তোমার জন্মদিনে অনেক শুভ কামনা ও ভালোবাসা নিও আপু, শুভ জন্মদিন বোন।
ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা
১। আজকে আমাদের ঘরের পরীর জন্মদিন, আমার ছোট বোনের জন্মদিন, শুভ জন্মদিন পরী আমার।
২। আমার ক্রাইম পার্টনার,আমার খেলার সাথী আমার ছোট পুতুল বোনটার আজ জন্মদিন। শুভ জন্মদিন ছোট বোন আমার।
৩।তর জন্মের আগে সব সময় মাকে বলতাম , আমাকে একটা ছোট পুতুল বোন এনে দিতে, মাও একদিন হাসপাতাল থেকে তকে নিয়ে এসে আমার কুলে দিয়ে বলেছিলো এই নের তর জন্য বোন নিয়ে আসছি, তখন আম্মাকে জিগ্যেস করছিলাম কোথা থেকে নিয়ে আসলেন, বলছিলেন ব্রিজের নিচে কুড়িয়ে পেয়েছেন, সেই থেকে তুই আমার আদরের জায়গা দখল করে নিয়েছিস, অনেক অনেক ভালোবাসি বোন , শুভ জন্মদিন ছোট বোন আমার।
৪। ছোট বেলায় তর কিচির মিচির আওয়াজ না শুনলে আমার ঘুমই ভাঙত না, এখনো প্রায় মনে হয় তুই এখনো সেই ছোট কিচির মিচির করে ভাইয়াকে ঘুম থেকে জাগানো আমার আদরের বোন,দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি, আর তর জন্মদিন চলে এলো, শুভ জন্মদিন ছোট বোন আমার।
৫।ছোট বেলায় তুই যখন কান্না করতি, তখন মনে হতো আকাশ বাতাস ভারি হয়ে যেতো, ইচ্ছা করতো পৃথিবী উল্টপালট করে দিয়ে হলেও তর কান্না থামাবো, আর আজ তুই কত বড় হয়ে গেছিস, এখন তুই বড়দের ও কান্না থামাতে পারিস, জন্মদিনে অনেক অনেক দোয়া শুভেচ্ছা ছোট বোন আমার।
বোনের জন্মদিনের ইসলামিক শুভেচ্ছা ও দোয়া
১।বোন হলো আল্লাহ প্রদত্ত নেয়ামত, আর আল্লাহর দেওয়া নেয়ামত আমার বোনের জন্মদিন আজ, দোয়া করি আল্লাহ যেনো সারাজীবন ভালো রাখেন আর নেক হায়াত দান করেন।
২। বোনেরা হচ্ছে ঘরের রহমত, যে ঘরে বোন নেই সেই ঘর মরুভূমির ন্যায়, আল্লাহর অশেষ রহমতে আমাদের বোন আছে, আর আজ সেই বোনের জন্মদিন, শুভ জন্মদিন বোন আমার।
৩। আজ আমার বোনের জন্মদিন, আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, আল্লাহ যেনো আমার বোনকে সুস্থতার সাথে রাখেন, পর্দার সাথে রাখেন, আমলের সাথে রাখেন, শুভ জন্মদিন আপু।
৪। শুভ জন্মদিন বোন, দোয়া করি আল্লাহ যেনো তুমাকে সঠিক পথে পরিচালনা করেন এবং নেক আমলকারী বানিয়ে দেন।
৫।শুভ জন্মদিন বোন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা করি, আল্লাহ যেনো তুমার নেক আমল করার তৌফিক দান করেন,এবং আল্লাহর দেওয়া বিধিনিষেদ মেনে চলার তৌফিক দান করেন।
বোনের জন্মদিনের শুভেচ্ছা স্যাটাস
১।কত মানুষকে ভাঙতে দেখেছি,গড়তে দেখি নাই, কিন্তু আমার বোনকে বারবার ভাঙতে দেখি আবার বারবার গড়তে দেখেছি, আমার দেখা মনবল এর দিকে সবচেয়ে সেরা আমার বোন আজ সেই বোনের জন্মদিন, শুভ জন্মদিন বোন আমার।
২। তুমি মা বাবার আদরের রাজকন্যা, ভাইদের প্রানের মনি, তোমাকে বোন হিসাবে পেয়ে আমরা ধন্য, দোয়া করি সারাজীবন এমন রাজকন্যা হয়ে থেকো। শুভ জন্মদিন বোন।
৩। আমার বোন আমাদের ঘরে আলো, আমাদের মানসিক শান্তি, আজ আমার বোনের জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো তোমার জন্য।
৪। আমদের পরিবারের আদরের দুলালি আমার বোনের আজ জন্মদিন, শুভ জন্মদিন বোন।
৫।আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ছিলো আমার বোন, আজ আমার বোনের জন্মদিন, শুভ জন্মদিন বোন আমার।
রিলেটেডঃ স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, স্ট্যাটাস, কবিতা, উক্তি, ম্যাসেজ, ছন্দ
বোনের জন্মদিনের ইংরেজী শুভেচ্ছা
- Shubho Jonmodin, Apu! May your life be filled with joy, love, and endless happiness. You’re not just my sister, but my best friend and confidant. Enjoy your special day!
- Jonmodin er onek onek shubhechha, Bon! May your day be as beautiful and wonderful as you are. Thank you for always being there for me. Love you lots!
- Happy Birthday, Bubu! I hope your day is filled with laughter, joy, and all your favorite things. You’re the best sister anyone could ask for!
- Jonmodin er pronam, Didi! May your birthday bring you as much happiness as you bring into my life. Thank you for being such an amazing sister.
- Shubho Jonmodin, Chhoto Bon! May your year ahead be filled with success, good health, and all the dreams you wish to achieve. Enjoy every moment of your special day!
- Happy Birthday, Apuni! Wishing you a day full of love, surprises, and everything that makes you smile. You deserve the best, today and always!
- Jonmodin er onek bhalobasha, Didibhai! May your birthday be the start of a year full of good luck, good health, and much happiness. Thank you for being such a wonderful sister.
- Shubho Jonmodin, Priyo Bon! May your life be as vibrant and amazing as you are. Thank you for lighting up my life with your presence. Have a fantastic birthday!
- Happy Birthday, Dear Apu! May your special day be filled with love, joy, and all the things that make you happy. You mean the world to me!
- Jonmodin er obhinondon, Shona! May your birthday be as sweet and lovely as you are. Here’s to another year of laughter, love, and unforgettable moments. Enjoy your day to the fullest!
শেষ কথা
বোন ঘরে কিংবা দূরে যেখানেই থাকুক না কেনো, তাদের প্রতি ভাইদের ভালোবাসা কোনদিন কমে না, বরং দিন দিন ভাইবোনের ভালবাসা মজবুত ও শক্তিশালী হয়। এবং তাদের খুশি রাখতে তাদের জীবনের বিশেষ দিনে আমাদের উপস্থিতি খুবই দরকারী। আমরা সরাসরি এসবদিনে তাদের সামনে যেতে না পারলেও উপরের শুভেচ্ছা ম্যাসেজগুলির মতো ক্ষুদে বার্তার মাধ্যমে তাদের ইনবক্সে হানা দিতে পারি।এতে তার শুধু খুশিই হবে না বরং ভাইবোনের মধ্যে ভালোবাসা আরো বাড়বে।
তো বন্ধুরা এই ছিলো আজকে আমাদের লেখা বোনের জন্মদিনে শুভেচ্ছা বার্তা, যদি লেখাটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।