বান্ধবীর জন্মদিন শুভেচ্ছা নিয়ে লেখতে হবে স্ট্যাটাস, কবিতা ও ছন্দ,আহা আহারে আমাদের বান্ধবী, প্রানের সই,। আমাদের প্রত্যকের জীবনে বেষ্টফ্রেন্ড বলেন আর বান্ধবী বলেন, কেউ না কেউ আছে, আমাদেরজীবনের সবচেয়ে সুন্দর ও সৃতিমধুর দিন কাটে আমাদের বান্ধবীদের সাথে , সময়ের পালাক্রমে বান্ধবীরা আমাদের বোনের জায়গা দখল করে নেয়.যার সাথে জীবনের সব সুখ দুঃখ, ভালোলাগা, খারাপ লাগা সব নির্ধিদ্বায় বলা যায়।
জীবনের বিচিত্রময় সময়ের কারনে আমরা আমাদের বান্ধবীদের থেকে দূরে থাকি, তবে হয়কি, আমাদের সবারই জীবনে কিছু স্পেশাল দিন থাকে, যেমন জন্মদিন, বিবাহ বার্ষিকী, ইত্যাদি, আর সেই স্পেশাল দিন গুলাতে আমরা আমাদের বান্ধবীদের নানা ভাবে সারপ্রাইজ দিতে চাই, আর সেজন্য আর কিছু পারি আর না পারি অন্তত উইশ তো করতে পারি। তাই আজ আপনাদের জন্য বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা ও স্ট্যাটাস ও কবিতা ছন্দ লেখা নিয়ে চলে এলাম।
বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা
১। আজ আমার ক্রাইম পার্টনার, আমার সব মিছকে শয়তানির পার্টনার আমার বান্ধবীর জন্মদিন, আমি চাই আজীবন এভাবে আমার সবকিছুর পার্টনার হয়ে থাক। শুভ জন্মদিন বান্ধবী।
২।আজ তোর জন্মদিন, প্রতি বছর তর জন্মদিন আসলেই মনে পড়ে সব পুরোনো কথা,আগের তর সাথে কাটানো শৈশবের সব সৃতি, আজ তুই কোথায় আর আমি কোথায়, আজকের দিনে তকে অনেক মিস করছি, যেখানেই থাকিস ভালো থাকিস । শুভ জন্মদিন বান্ধবী।
৩। শুভ জন্মদিন বান্ধবী। তর সাথে শুধু আমার মনের সম্পর্ক ছিলো না, তর সাথে আমার আত্মার সম্পর্ক ছিলো, তুই সেটা ভালো করে জানিস,তর সাথে থাকা প্রতিটা মূহুর্ত আমার কাছে ছিলো ভালোলাগা, আমাদের এই সম্পর্ক যেনো যুগ যুগ থাকে।
৪। তুই ছিলে আমার জীবনের সবচেয়ে সেরা বান্ধবী যার সাথে আমি আমার মনের সব সুখ দুঃখ শেয়ার করতে পারতাম , যার সাথে আমার লুকোচুরির কোন কিছুই ছিলো না, যাকে এক নিশ্বাসে সব বলা যেতো সে একমাত্র তুই ছিলি, আজকে তর জন্মদিনে একটাই উইশ করছি আল্লাহ যেনো আমাদের এই সম্পর্ক জনম জনম রাখেন। শুভ জন্মদিন বান্ধবী.
৫। তুই তো জানিসই আমার আর তর বন্ধুত্ব সবার কাছে একটা উদাহরন হয়ে গেছে, শুভ জন্মদিন বান্ধবী,দোয়া করি আজীবন আমরা যেনো এমন বন্ধুত্ব নিয়ে আমরা উদাহর হয়ে থাকতে পারি।
৬। তর আর আমার মিল দেখে ক্লাসের সব মেয়েরা জ্বল্ব পুড়ে যেতো, আর কত কানাগুসা করতো যে তর আর আমার এই মিল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কিন্তু দেখ আজ কত বছর হয়ে গেলো, আমাদের স্কুল লাইফ শেষ হলো, কলেজ লাইফ শেষ হলো তাও আমরা একসাথে আছি, দোয়া করি আল্লাহ যেনো আমাদের আমৃত্যু এভাবেই রাখেন, শুভ জন্মদিন বান্ধবী।
৭। ক্লাসের সবচেয়ে মাস্তিখোর,সবাইকে একসাথে হাসানো,ক্লাসের হেল্পিং হ্যান্ড ক্লাসের সবচেয়ে ট্যালেন্ট মেয়েটার আজ জন্মদিন, শুভ জন্মদিন বান্ধবী।
৮। শুভ জন্মদিন বান্ধবি, আমার প্রানের সই, আমার সকাল বেলার সমূস্ত পাড়ার ধুলোতে আমাদের পায়ের স্পর্শ মাখানো সই, আজ তর জন্মদিন একটাই চাওয়া আজীবন আমি তর সাথে পাড়ার সব ধুলোতে আমার পা রাখতে চাই, আমাদের স্পর্শ রাখতে চাই।
৯।প্রতি বছর তর জন্মদিন আসলেই মনে পড়ে যায়, তর আর আমার ফ্রেন্ডশীপ এর কথা, প্রথম যখন তর সাথে আমার পরিচয় হয়, তখন তর প্রথম জন্ম বার্ষিকী রেস্টুরেন্টে পালন করতে গিয়ে হ্যাড স্যারের হাতে ধরা খাওয়া বাসায় গার্জিয়ান্দের জানানো, সে কি এক এলাহি কান্ড ঘটেছিলো, আজ আমরা ঘটা করে তর জন্মদিন পালন করতে পারতাম, সেই সময় ও সুজুগ আমদের ছিলো, কিন্তু দূর্ভাগ্য যে আমরা দুইজন দুই জায়গায় আছি, তাতে কি তর জন্মদিনে বেশি কিছু করতে না পারলেও জন্মদিনের শুভেচ্ছা তো পাটাতে পারি । শুভ জন্মদিন বান্ধবী।
১০। তর সাথে আমার যখন ফ্রেন্ডশীপ হয়, সেইদিনের কথা কি তর মনে পড়ে? তুই ছিলে ক্লাসের সবচেয়ে সুন্দরি মেয়ে, তুই যখন স্কুল বা ক্লাসে আসতি, সবাই তর দিকে তাকিয়ে থাকতো, আর সবাই বলা বলি করতো যে তুই খুব অহংকারি মেয়ে, আমি নিজেও ভাবতাম তুই অহংকারি টাইপের হবি, কিন্তু তুই আমার ধারোনা পাল্টে দিয়ে, আমার সাথে যখন প্রথম কথা বলতে আসলি, আর কথা বলছিলে, আমাকে এক নিমিষে তর প্রতি দূর্বল করে দিলি, সেই থেকে আজ পর্যন্ত তর সাথে কাটানো প্রতিটা মূহুর্ত আমাকে সরনীয় রাখার মতো করে দিলি। শুভ জন্মদিন বান্ধবী।
শেষ কথা
উপরে নিজের আবেগ দিয়ে আপনাদের কিছু আবেগ তুলে ধরা হলো, আমাদের বান্ধবীদের জন্মদিনের শুভেচ্ছা ও জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস , কবিতা ও ছন্দ দিয়ে, আশা রাখছি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের সবটুকু আবেগ হয়তো তুলে ধরা সম্ভব নয়, তাও আমাদের সামান্য চেষ্টা যদি আপনাদের উপকারে আসতে পারি তা হলে আমাদের লেখার স্বার্থকতা আসবে। ভালো লাগলে শেয়ার করতে ভুল্বেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য.