Skip to content

নরমাল ডেলিভারি হওয়ার দোয়া | ২০২৪

নরমাল ডেলিভারি হওয়ার দোয়া

মানুষ দুনিয়ার কোনো দানশীলের কাছে চাইলে হয়ত দেয়, বারবার চাইলে বিরক্ত হয়। জেদ করলে তাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ; আল্লাহর কাছে মানুষ যত চায়, তিনি তত খুশি হন। হাদিসের ভাষ্য অনুযায়ী জুতার ফিতার মতো তুচ্ছ জিনিষও ভাল টেকসই হওয়ার জন্য দোয়া করলে আল্লাহ খুশি হন। তার কাছে চাইতে সময় সুযোগ লাগে না। তিনি চিরজীবন্ত, সর্বজ্ঞ, সর্বশ্রোতা। তাঁর দান অফুরান।

পক্ষান্তরে যারা ঈমানদার, তারা আশা পুরণ ও বিপদ মোচনের একমাত্র মালিক হিসেবে আল্লাহকেই জানে, আল্লাহকেই ডাকে । আল্লাহ বলেন:

“তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। (অর্থাৎ তোমরা আমার কাছে চাও, আমি দেব)।” -(সূরা মু’মিন: ৪০: ৬০)

সে দোয়া নিয়েই আজকের লেখা। নরমাল ডেলিভারি হওয়ার জন্যে ভিবিন্ন হাদিস ও দোয়া নিয়ে এই লেখাটা সাজিয়েছি, যারা নরমাল ডেলিভারি হওয়ার দোয়া খোজতেছেন তাদের জন্যে এই লেখা। এই লেখাতে পাবেন নরমাল ডেলিভারি হওয়ার দোয়া, প্রসব সহজে হওয়ার আমল এবং প্রসব ব্যাথা কমানোর তাবীজ।

তাই দেরী না করে চলুন দেখে নেই দোয়াগুলি। 

নরমাল ডেলিভারি হওয়ার দোয়া 

হাদীসের বর্ণনা থেকে জানা যায়, হযরত ফাতিমা (রা)-এর যখন প্রসব-বেদনা শুরু হয়, তখন রসূলে আকরাম (স) হযরত উম্মে সালমা (রা) ও জয়নাব বিনতে জাহাশ (রা)-কে তাঁর কাছে এই বলে প্রেরণ করেন যে, তাঁর পার্শ্বে বসে ‘আয়াতুল কুরসি‘ এবং নিম্নোক্ত দু’ আয়াত তিলাওয়াত করবে এবং সূরা ফালাক্ব ও সূরা নাস পড়ে তাঁকে ফুঁক দেবেঃ

বাংলা উচ্চারণঃ ইন্না রাব্বাকুমুল্লা-হুল্ লাযী খালাক্বাস্ সামা-ওয়া-তি ওয়াল্ আরযা ফী সিত্তাতি আইয়্যা-মিন্ সুম্মাস্ তাওয়া- ‘আলাল্ ‘আরশ, ইয়ুগশিল্ লাইলান্‌ নাহা-রা ইয়াত্বলুবুহূ হাসীসাঁও ওয়াশ্ শাম্‌সা ওয়াল্ ক্কামারা ওয়ান্ নূজুমা মুসাখারা-তিম্ বিআরিহ্, আলা- লাহুল খান্ক ওয়াল্ আম্র, তাবা- রাকাল্লা-হু রাব্বুল ‘আলামীন। উদ্’ঊ রাব্বাকুম তাযারু’আঁও ওয়া থুইয়াতান্ ইন্নাহূ লা-ইয়ুহিব্বুল্‌ মু’তাদীন্ ।

বাংলা অর্থঃ নিঃসন্দেহে তোমাদের প্রভু হচ্ছেন আল্লাহ্, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন এবং তারপর বিশ্ব-সিংহাসনের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি রাত্রি দ্বারা দিনকে ঢেকে দেন এবং তারপর দিন রাতের পিছনে ছুটে চলে আসে। তিনি সূর্য, চন্দ্র ও তারকারাজি সৃষ্টি করেছেন। 

সব তাঁরই নির্দেশের অনুগত। সাবধান। সৃষ্টি তাঁরই এবং নির্দেশও তাঁরই। অত্যন্ত বরকতময় আল্লাহ্, সমগ্র বিশ্বের মালিক ও প্রভূ (তিনিই)। আপন প্রভুকে ডাক কাঁদ কাঁদ কণ্ঠে ও চুপিসারে; তিনি সীমা লংঘনকারীকে কক্ষনো পছন্দ করেন না।

নরমাল ডেলিভারি হওয়ার দোয়া
নরমাল ডেলিভারি হওয়ার দোয়া

রিলেটেডঃ নরমাল ডেলিভারি হওয়ার উপায়, লক্ষণ ও উপকারিতা

প্রসব সহজে হওয়ার আমল

১। নিম্নোক্ত আয়াত লিখে তা বাম রানে বেঁধে দিলে অতি সহজে প্রসব হয়। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র খুলে ফেলবে। অথবা গুড়ের ওপর দম করে খাওয়াবে।

বাংলা  উচ্চারণঃ ইযাস শামাউন শাক্কাত, ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ওয়া ইযাল আরদু মুদ্দাত, ওয়া আলক্বাত মা ফিহা ওয়া তাখাল্লাত, আহইয়া আশাররাহা।

প্রসব সহজে হওয়ার আমল ও তাবীজ - ১
প্রসব সহজে হওয়ার আমল ও তাবীজ – ১

২। অথবা সূরা কাফ (পারা ২৬) প্রথম হতে ১১নং আয়াত পর্যন্ত লিখে গর্ভবতী নারী সাথে রাখলে প্রসবের সময় কষ্ট হয় না।

৩। অথবা ইক্ষুগুড় ১২০ গ্রাম পরিমাণ একদরে ক্রয় করে নিম্নোক্ত আয়াত ৭ বার পড়ে দম করবে। অতঃপর অর্ধেক পরিমাণ গুড় খাওয়াবে। এতে যদি বেদনা ভাল হয় তবে ভাল কথা। আর যদি বেদনা বৃদ্ধি পায় তবে বাকি অর্ধেক গুড়ও খাওয়াবে পরবর্তীকালে আছানীর সাথে সন্তান প্রসব হবে।

প্রসব সহজে হওয়ার আমল ও তাবীজ - ৩
প্রসব সহজে হওয়ার আমল ও তাবীজ – ৩

বাংলা উচ্চারণঃ ইয়া খালিসু ইয়া মুখলিছু ইয়া খাল্লাছু বিহুরমাতি খাজা হযরত খিদ্বির মুহতারুল বা’সা।

৪। অথবা নিচের আমলটি করতে পারেন।

বাংলা উচ্চারণ: ওয়া আলক্বাত মা ফীহা ওয়া তাখাল্লাত, ওয়া আযেনাত লিরাব্বিহা ওয়াহুক্কাত, ‘আলাইহিমুশাক্কক্কাতু আহইয়ান ওয়া আশরাহিয়্যান। মিন জায়ি ইয়াফতাম ওয়া খারমান জায়ি ইয়াত্ তুখাওয়াহী বাযায়ী ওয়াতুখাওয়াহী মাযায়ী।

নিয়ম: প্রসব ব্যথা দূর করে দ্রুত সন্তান খালাসের জন্য উক্ত আয়াতখানি একটুকরা কাগজে লিখে পাক-পবিত্র কাপড়ে জড়ায়ে বাম রানের গোড়ায় সূতা দ্বারা পেঁচায়ে বেঁধে রাখবে, ইনশাআল্লাহ্ আতি তাড়াতাড়ি সন্তান প্রসব করবে । সন্তান আল্লাহর ইচ্ছায় প্রসব হবার সাথে সাথেই উক্ত তাবিজ খুলে ফেলতে হবে।

প্রসব সহজে হওয়ার আমল ও তাবীজ - ৪
প্রসব সহজে হওয়ার আমল ও তাবীজ – ৪

রিলেটেডঃ অর্থসহ সহবাসের দোয়া, বাংলা ও আরবি ২০২৩

নরমাল ডেলিভারি হওয়ার জন্যে করণীয়

১। গর্ভাবস্থায় অধিক পরিশ্রমের কাজ করা ভাল নয়। বিশেষ করে গর্ভের ছয়মাস পর থেকে পানি ভর্তি কলস লওয়া, কুড়াল দিয়ে গাছ কাটা, কোদাল দিয়ে মাটি কাটা, অধিক দোড়াদৌড়ি করা গর্ভবতী মা ও গর্ভের সন্তানের জন্য ক্ষতিকর।

২। বেশি পরিমাণে টকজাতীয় দ্রব্য খেলেও সন্তান স্বাস্থ্যহীন হয় ।

৩। গর্ভাবস্থায় সকল বিপদাপদ থেকে রক্ষার জন্য এবং সময়ান্তে

সুসন্তান দান করার জন্য প্রত্যহ ফজর ও ইশার নামাযের পর নিম্নের আয়াত পাঠ করবে- 

বাংলা উচ্চারণ: তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা  ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মায়্যিতি ওযা তুখরিজুল মায়্যিতা মিনাল হায়্যি, ওয়া তারযুকু মান তাশাউ বি গাইরি হিসাব।

রিলেটেডঃ গর্ভবতী মায়ের আমল ও দোয়, বিস্তারিত গাইড | ২০২৩

পরিশেষে

তো এই ছিলো বন্ধুরা আজকের লেখা নরমাল ডেলিভারি হওয়ার দোয়া এবং প্রসব সহজে হওয়ার আমল। লেখাটি লেখতে অনেকগুলি বইয়ের সাহায্য নিতে হয়েছে। যদি লেখাতে ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে। 

Leave a Reply