ঘরে পিচ্চি বাচ্চাকাচ্চা না থাকলে ঘরটা একদম মরুভূমি মরুভূমি লাগে, কেমন জানি সব থেকে ও কি যেনো নাই নাই লাগে, আর সেই সময় যদি ঘর আলোকিত করে আমাদের ঘরে আসে বাতিজী নামক আল্লাহর নিয়ামত, তাহলে তো কথাই নেই ঘরে সব সময়ই ঈদ লেগে থাকে।
আল্লাহর নিয়ামত বাতিজির যখন আমাদের ঘরে আসে তখন আমরা সব্বাই থাকে নিয়ে ব্যাস্ততা, তার ভালো থাকা, তার খন কি লাগে সব নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়ি এর পর কখন যে তার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জন্ম বার্ষিকী চলে আসে আমরা বুজতেই পারি না, আর বাতিজীর জন্ম বার্ষিকীতে আমাদের কত হাজার হাজার প্লান থাকে, তার সাথে থাকা চাই বেস্ট জন্মদিনের শুভেচ্ছা , স্ট্যাটাস, কবিতা ছন্দ। চলুন আজকে নিচে শেয়ার করা কিছু ভাতিজীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পড়ে নেই।
ভাতিজির জন্মদিনের শুভেচ্ছা
১। আজ আমাদের ঘরের ছোট পরীটার জন্মদিন, জন্মদিনে অনেক অনেক শুভ কামনা পরী। শুভ জন্মদিন মামুনী।
২। শুভ জন্মদিন মামুনী, তোমার জন্মদিনে আল্লাহ কাছে একটাই চাওয়া আল্লাহ যেনো সব সময় তোমাকে ভালো ভালো রাখেন, নেক আমল করার তৌফিক দান করেন, ও নেক হায়াত দান করেন।
৩। আজ আমাদের ঘরের আল্লাহর দেওয়া নেয়ামত, আমাদের ভাতিজির জন্মদিন , জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো মামনী আমার, শুভ জন্মদিন.
৪। আজকে তোমার জন্মদিনে একটাই চাওয়া, আল্লাহ যেনো তোমাকে নেক আমল, ও ইসলামের বিধি নিষেধ মেনে চলার তৌফিক দেন, ইসলামের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন।শুভ জন্মদিন মা আমাদের।
৫। আমার সবচেয়ে নম্র ভদ্র ভাতিজীর জন্মদিন আজ, আজকের এই দিনে মামুনী তুমার জন্য দোয়া করি, আল্লাহ যেনো তুমাকে সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন , নেক হায়াত দান করেন। শুভ জন্মদিন ভাতিজী আমার।
৬। সদা ন্যায়ের পথে চলো, সত্যের পথে চলো, জীবনে মানুষের মতো মানুষ হও, জীবনে অনেক বড় হও, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অ ভালোবাসা প্রিয় ভাতিজী।
৭। শুভ জন্মদিন ভাতিজী। জন্মদিনে একটাই কামনা, সব সময় ন্যায়ের পথে চলবা, সত্যের পথে চলবা,জানি সত্য ও ন্যায়ের পথে অনেক বাধা বিপত্তি আসবে তাই বলে ভেঙে পড়া যাবে না, সব সময় সত সাহস রাখবা। আর সামনে এগিয়ে যাবা।
৮। যে মেয়েটা চুপ করে থাকলে মনে হতো পুরো পৃথিবী চুপ হয়ে আছে, বাসার সবাই ব্যস্ত হয়ে পড়তো তার নীরবতা ভাঙার, সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন এই চাচ্ছু চলে আসলেই এক নিমিষেই ভাতিজীরর সব অভিমান পানি হয়ে যেতো, আজ সেই চাচ্চু পাগলী মামুনীর জন্মদিন, শুভ জন্মদিন প্রিয় মামুনী।
৯। শুভ জন্মদিন আমার ট্যালেন্ট ও চতুর ভাতিজী।দোয়া করি তুমার জ্ঞান দিয়ে সারা বিশ্ব জয় করো। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।
১০।মানুষ বলে শিক্ষা নেওয়ার কোন শেষ নেই, আসলেই সেটা আমার ভাতিজীকে না দেখলে বুঝতে পারতাম না, তুমার স্পষ্টবাদী কথা বলা, ন্যায়ের পথে চলা, তুমার আদর্শনীতিবান কথা ধরন দেখা তোমার থেকে আমি প্রতিনিয়ত শিখি, দোয়া করি মামুনী আল্লাহ তোমাকে সব সময় যেনো এভাবে ন্যায়ের পথে পরিচালিত করেন। শুভ জন্মদিন মামুনী।
রিলেটেডঃ বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা, SMS, স্ট্যাটাস ও কবিতা
শেষ কথা
আশা রাখি উপরে ভাতিজীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, কবিতা, ছন্দ গুলা আপনার ভালো লাগবে। আর আপনার কিছুটা হলেও উপকারে আসবে। আর আপনাদের ভালোলাগা ও উপকারে আসাটাই আমার মূল উদ্দেশ্য । যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে বুলবেন না। ধন্যবাদ আমার লেখাটা পড়ার জন্য।