Skip to content

স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয়? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? | ২০২৪

মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়

প্রাচীন কাল থেকে সকলেই স্বপ্নকে অতিশয় গুরুত্ব দিতেন ও মনে স্বপ্নের বাস্তব মূল্য আছে। স্বপ্ন থেকে তাঁরা ভবিষ্যতের ইঙ্গিত পেতেন ও তার লক্ষণ তাঁরা খুঁজে দেখতেন। আজকের দিনে যেমন গুপ্তচর বিমানের গুপ্তসংবাদ সংগ্রহ করা হয়, তেমনই গ্রীস ও প্রাচ্যের অধিবাসীরা সেইসময় স্বপ্নের ব্যাখ্যা ছাড়া যুদ্ধাভিযানে যাওয়া অকল্পনীয় ব’লে ভাবতেন।

যখন আলেকজান্ডার তাঁর দিগ্বিজয় অভিযানে বেরোন, তখন তাঁর বাহিনীতে ছিলেন সেই সময়ের বড় বড় স্বপ্ন বিশারদ। ট্রয় নগরী সে সময়ে অবস্থিত ছিল একটি দ্বীপের উপর অধিবাসীরা আলেকজান্ডারের আক্রমণের বিরুদ্ধে এমন ভীষণ প্রতিরোধ গড়ে তুলে যে আলেকজান্ডার অবরোধ তুলে নেয়ার কথা ভাবেন। এ রাতে তিনি স্বপ্নে দেখেন তা বাহিনী দৌড়াচ্ছে, এবং ভাবলেন নির্ঘাত পরাজয়।

কিন্তু তার অভিজ্ঞ স্বপ্ন বিশারদ বললেন উলটো, এই স্বপ্নের ব্যাখা হচ্ছে তার বিজয়, এবং অবশেষে বিজয় নিয়ে আলেকজান্ডার ঘরে ফেরেন। এতো গেলো প্রাচীন কালের কথা, তারো আগে থেকেই স্বপ্নের ব্যাখা নিয়ে মানুষ চিন্তিত ছিলো।

বহু মানুষ তখনকার সময়ে স্বপ্নের ব্যাখার জন্যে হযরত মুহাম্মদ (সাঃ) এর নিকটে যেতো, নবীগণদের পরে সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দীক রাদিঃ স্বপ্নের তাবীর সম্পর্কে বেশি অভিজ্ঞ ছিলেন। 

সমস্ত উম্মতের মধ্যে ইমাম ইবনে সীরীনের তুলনা ইমাম ইবনে সীরীন নিজেই। স্বপ্নের বিষয়ে মহান আল্লাহ তাকে বিশেষ পারদর্শিতা দান করেছিলেন যা সর্বজনস্বীকৃত। আমরা এ লেখাতে তেমনি মৃত্যু নিয়ে বিভিন্ন স্বপ্নের ব্যাখা দেখবো, মৃত্যু নিয়ে যেকোন ধরনের স্বপ্নের ইসলামিক ব্যাখ্যা থাকবে এই লেখাতে।

তাহলে দেরী না করে চলুন দেখে নেই মৃত মানুষ স্বপ্নে দেখলে কি হয়!

মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়

ওমর ইবনে সুবাইহি সা’দী বলেন, আমি বিশিষ্ট আবেদ আবদুল আযীয ইবনে সুলাইমানকে স্বপ্নে দেখলাম, তিনি সবুজ কাপড় পরিহিত। তার মাথায় মুক্তার মুকুট। জিজ্ঞেস করলাম, আবু মুহাম্মদ! মৃত্যুর পরবর্তী অবস্থা কেমন ছিল? মৃত্যুর স্বাদ কেমন? সেখানকার অবস্থা কেমন পেলেন?

জবাবে তিনি বললেন, মৃত্যুর কষ্ট, যন্ত্রণা ও শাস্তির কথা জানতে চেয়ো না। তবে আল্লাহ তাআলার রহমত আমার সমস্ত দোষত্রুটি ঢেকে নিয়েছে। আর এই ফযীলত কেবল তার অনুগ্রহেই পেয়েছি।

শায়খ আবু সা’দ বলেন, স্বপ্নে মৃত্যু দেখা, কোনো বড় ধরনের কাজে লজ্জা পাওয়ার প্রতীক। স্বপ্নদ্রষ্টা মারা গেছে আবার জীবিত হয়েছে দেখলে, সে কোনো পাপ করবে, পরে আবার তওবা করবে। কেননা মহান আল্লাহ বলেছেন,  “হে আমাদের প্রতিপালক! আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দান করেছেন, আবার দুইবার জীবিত করেছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করে নিয়েছি।” সুরা আল মুমেন-আয়াত ১১১

রোগব্যাধি অথবা মৃত্যুর কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই স্বপ্নদ্রষ্টা মৃত্যুবরণ করতে দেখলে, তার জীবন দীর্ঘ হবে। যদি দেখে, স্বপ্নদ্রষ্টা মৃত্যুবরণ করবে না, তা হলে এটা মৃত্যু ঘনিয়ে আসার আলামত। স্বপ্নের মধ্যে যদি এই ধারনায় উপনীত হয় যে, সে কখনও মরবে না, তা হলে সে আল্লাহর রাস্তায় শহীদ হবে। 

যদি দেখে, স্বপ্নদ্রষ্টা মারা গেছে এবং তার মৃত্যুর কারণে কান্নাকাটি, দাফন-কাফন এবং লোকজন জমা হয়েছে, তা হলে তার দুনিয়া নিরাপদ থাকবে কিন্তু আখেরাত বিনষ্ট হবে।

চলুন এবার জেনে নেই মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন ধরনের স্বপ্নের ইসলামিক ব্যাখ্যা ও তাবীর। ও স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয়? তার বিস্তারিত।

ইমাম তথা শাসক মারা যেতে দেখলে,

ইমাম তথা শাসক মারা যেতে দেখলে, ওই শহর ধ্বংস হবে। আর শহর বিরান বা উজাড় হতে দেখলে, বুঝতে হবে, সেখানকার শাসক মারা যাবে। যদি কোনো পরিচিত মৃত ব্যক্তিকে পুনরায় মৃত্যুবরণ করতে দেখে এবং দেখে লোকেরা তার ওপর কান্নাকাটি করছে, কিন্তু সেখানে কোনো বিলাপ করেনি, তা হলে তার বংশের কেউ বিয়ে করবে। 

এই কান্নাকাটি তাদের পরস্পরের মধ্যে আনন্দের প্রতীক। কারও মতে, যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে আবারও মৃত্যুবরণ করতে দেখে, তা হলে তার বংশের কোনো নিকটাত্মীয়ের মৃত্যু হবে। আর এটাই মৃত ব্যক্তির পুনরায় মৃত্যুবরণ বলে বিবেচিত।

কবর
কবর (Photo by canva)

স্বপ্নে নিজের মৃত্যু দেখলে

স্বপ্নদ্রষ্টা দেখল, সে মারা গেছে, কিন্তু মৃত্যুর কোনো লক্ষণ সেখানে দেখেনি, যেমন দাফন-কাফন, গোসল, বিলাপ ইত্যাদি, তা হলে তার ঘরের দেয়াল বা বাড়ির কোনো অংশ ধসে পড়বে। এমন স্বপ্নে যদি কান্নাকাটি করা, জানাযার পেছনে যাওয়া, কাফন পরানো ইত্যাদি ছাড়াই মৃত্যুকে দাফন করতে দেখে, তবে ওই ঘরের মালিকানা হস্তান্তরের পূর্ব পর্যন্ত পুনঃনির্মাণ করা হবে না। 

কোথাও আকস্মিক মহামারী দেখা দিতে দেখলে, সেখানে অগ্নিকাণ্ডের আশঙ্কা রয়েছে। যদি দেখে, স্বপ্নদ্রষ্টা মারা গেছে এবং বিবস্ত্র অবস্থায় মাটিতে পড়ে রয়েছে, তা হলে সে দরিদ্র হবে। বিছানায় পড়ে থাকতে দেখলে, তার জন্য দুনিয়া বিছিয়ে দেওয়া হবে। 

যদি খাটে বা সোফায় পড়ে থাকতে দেখে, তবে উচ্চ মর্যাদা লাভ করবে। চাটাইয়ে পড়ে থাকতে দেখলে, পরিবারের পক্ষ হতে সদ্ব্যবহার পাবে।

স্বপ্নে মৃত লাশ পেতে দেখলে

স্বপ্নে মৃত লাশ পেতে দেখলে, স্বপ্নদ্রষ্টা দুনিয়ার সম্পদ লাভ করবে। কেননা হাদীসে দুনিয়াকে মৃতের সঙ্গে তুলনা করা হয়েছে।  হারানো ব্যক্তির মৃত্যু  সংবাদ পৌঁছতে দেখলে, তার দীন বিনষ্ট হবে। জাগতিক সমৃদ্ধির সংবাদ পাবে।

রিলেটেডঃ স্বপ্নে সাপ দেখলে কি হয়? স্বপ্নে সাপ দেখার ইসলামিক ব্যাখ্যা ২০২৩ 

স্বপ্নের নিজের ছেলে মেয়ে মারা গেছে দেখলে

স্বপ্নদ্রষ্টার নিজ ছেলে মারা গেছে দেখলে, সে তার শত্রু হতে মুক্তি পাবে। মেয়ে মারা গেছে দেখলে, স্বপ্নদ্রষ্টা আনন্দ ও সুখ থেকে বঞ্চিত থাকবে। 

স্বপ্নে অন্য কারো মৃত্যু দেখলে

যদি কেউ স্বপ্নে দেখে, একজন আরেকজনকে বলছে, অমুক তো হঠাৎ মারা গেছে, তা হলে হঠাৎ কোনো দুঃসংবাদ পাবে। কখনও সে নিজেই মারা যেতে পারে। 

যদি কোনো গর্ভবতী মহিলা দেখে, সে মৃত্যুবরণ করেছে এবং তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। লোকেরা বিলাপ ছাড়াই তার জন্য কান্নাকাটি করছে, তা হলে সে পুত্র সন্তান জন্ম দেবে এবং তাতে আনন্দিত হবে। 

কারও মতে, অবিবাহিত লোক মৃত্যু স্বপ্নে দেখলে, এটা তার বিয়ের আলামত। আর বিবাহিত লোক মৃত্যু স্বপ্নে দেখলে, এটা তার স্ত্রীর তালাকের লক্ষণ। কেননা মৃত্যুই বিচ্ছেদের মাধ্যম। দুই অংশীদারের একজনকে কেউ মৃত স্বপ্নে দেখলে, এটা তার অংশীদারের বিচ্ছেদের কথা বোঝায়।

রিলেটেডঃ স্বপ্নে পরিচিত লোক দেখলে কি হয়?

স্বপ্নে কান্নাকাটি ও বিলাপ দেখলে

  • কোথাও বিলাপ করা হচ্ছে দেখলে, সেখানে কোনো অশুভ দৃষ্টি পড়বে, যার কারণে সেখানকার বাসিন্দারা বিচ্ছিন্ন হয়ে যাবে। কারও মতে, স্বপ্নে বিলাপের ব্যাখ্যা হলো, বাদ্যযন্ত্র। আর বাদ্যযন্ত্রের ব্যাখ্যা হলো বিলাপ করা ।
  • ইমাম ইবনে সীরীন হতে বর্ণিত, তিনি বলেন, স্বপ্নে কান্নাকাটি দেখার ব্যাখ্যা হলো চোখ জুড়ানো এবং অন্তরের শান্তি। তবে কান্নার সঙ্গে বিলাপ জড়িত থাকলে, মোটেও কল্যাণকর হিসেবে বিবেচিত হবে না।
  • কেউ যদি দেখে, কোনো পরিচিত লোক মারা গেছে এবং সে তার ওপর বিলাপ করে কাঁদছে এবং শোক প্রকাশ করছে, তা হলে সে নিজেই তাতে পতিত হবে, যাতে সে মৃত ব্যক্তিকে দেখেছে অথবা তার নিকটাত্মীয়ের ওপর কোনো বিপদ দেখা দেবে। অথবা তার ওপর কোনো মারাত্মক অভিযোগ তোলা হবে।
  • কোনো শাসকের মৃত্যুর ওপর বিলাপ করে কাঁদতে, কাপড় ছিঁড়তে এবং মাথায় মাটি নিক্ষেপ করতে দেখলে, উক্ত শাসক তার রাজত্বে জুলুম অত্যাচার করবে। কোনো শাসককে মারা যেতে দেখলে এবং যদি দেখে লোকেরা অনুচ্চস্বরে তার জানাযার পেছনে কাঁদছে, তা হলে তারা উক্ত শাসকের পক্ষ হতে শান্তি ও আনন্দ লাভ করবে। যদি দেখে, কোনো শাসক মারা গেছে, আর লোকেরা তার সুনাম করছে, তা হলে ওই শাসক তার শাসনে প্রশংসা পাবে ।
  • স্বপ্নদ্রষ্টা নিজেকে কিছু মৃত লোকের দলে অবস্থান করতে দেখলে, বুঝতে হবে, সে কিছু মুনাফিকের জামাতে রয়েছে এবং তাদেরকে সৎকাজের আদেশ দিচ্ছে, কিন্তু তারা তা পালন করছে না । কারণ আল্লাহ তাআলা বলেছেন,  “আপনি মৃতদেরকে ভালো কথা শুনাতে পারবেন না ।” সুরা রুম, আয়াত ৫২
  • নিজেকে মৃতদের দলে মৃত থাকতে দেখলে, স্বপ্নদ্রষ্টা বিদআতের ওপর মারা যাবে। অথবা এমন এক সফর করবে, যেখান হতে আর ফিরে আসবে না। যদি দেখে, মৃতদের সঙ্গে মেলামেশা করেছে বা তাদেরকে স্পর্শ করেছে, তা হলে সে হীন চরিত্রের লোকদের দ্বারা কষ্ট পাবে ।
  • কারও মতে, যদি দেখে, সে মৃতদের সাহচর্য গ্রহণ করেছে, তা হলে সে অনেক দূরের সফর করবে এবং উক্ত সফরে অনেক বেশি লাভবান হবে। মুর্দাকে ঘাড়ে বহন করতে দেখলে, স্বপ্নদ্রষ্টা অনেক ধনসম্পদ ও বরকত লাভ করবে। মৃতদের সঙ্গে খেতে দেখলে দীর্ঘ জীবন পাবে। কোনো প্রশাসককে স্বপ্নে মৃত দেখা, তার বরখাস্তের প্রতীক। মৃতকে মাতাল দেখার মধ্যে কোনো কল্যাণ নেই।

মৃত ব্যক্তির গোসল

  • মৃত ব্যক্তির নিজে নিজেই গোসল করতে দেখা, তার নিকটাত্মীয়দের দুশ্চিন্তা মুক্ত হওয়া এবং তাদের সম্পদ বৃদ্ধি পাওয়ার আলামত। মৃতকে গোসল দিতে দেখলে, ওই লোকের হাতে এমন এক ব্যক্তি তওবা করবে, যার দীনি কাজে ত্রুটি রয়েছে। গোসলকারী দেখা, সফল ব্যবসায়ীর লক্ষণ, যার দ্বারা অনেক লোক চিন্তামুক্ত হবে। অথবা ভদ্র লোকের আলামত যার হাতে অনেক বদকার তওবা করবে।
  • নিজেকে গোসলদাতার হাতে অর্পিত দেখলে, স্বপ্নদ্রষ্টা উচ্চ মর্যাদা লাভ করবে এবং চিন্তামুক্ত হবে। মুর্দাকে তার কাপড় ধুয়ে দেওয়ার জন্য লোক সন্ধান করতে দেখা, মুর্দার দুআ, দান, ঋণ পরিশোধ, বিবাদীকে রাজি করা, বা অসিয়ত ইত্যাদির প্রতি মুখাপেক্ষী হওয়ার আলামত। কোনো মুর্দারের কাপড় ধুয়ে দিতে দেখলে, স্বপ্নদ্রষ্টার পক্ষ হতে মুর্দারের জন্য কিছু নেক কাজ বা সওয়াব পৌঁছবে।

স্বপ্নে কাফন, খাটিয়া, সুগন্ধি দেখলে

  • কারও মতে, কাফন স্বপ্নে দেখার ইসলামিক ব্যাখ্যা, স্বপ্নদ্রষ্টার ব্যভিচারের দিকে আকৃষ্ট হওয়ার লক্ষণ। যদি দেখে, সে মুদার কাফন পরানো পূর্ণ করতে পারেনি, তা হলে তাকে ব্যভিচারের দিকে ডাকা হবে, কিন্তু সে তাতে সাড়া দেবে না। মুর্দার মতো স্বপ্নদ্রষ্টাকে কাফন পরানো হয়েছে দেখা তার মৃত্যুর আলামত। আর যদি তার মাথা এবং পা ঢাকা না হয়, তা হলে এটা তার দীনী বিচ্যুতির লক্ষণ। মৃত ব্যক্তির কাফনের কাপড় যতই কম দেখবে, ততই তওবার অধিক নিকটবর্তী হবে। আর যতই বেশি দেখবে, ততই তওবা হতে দূর থাকবে। 
  • কিছু অপরিচিত লোক ঈদ বা বিয়ে ইত্যাদি আনন্দ উৎসব ছাড়াই স্বপ্নদ্রষ্টাকে উন্নত ও নতুন পোশাক পরিয়ে সাজিয়ে নির্জন ঘরে একাকী রেখে দেখা, স্বপ্নদ্রষ্টার মৃত্যুর প্রতীক। স্মর্তব্য, সাদা নতুন কাপড় নতুন কাজের আলামত৷
  • সুগন্ধিদ্রব্য স্বপ্নে দেখা, এটা বদকারের তওবার ইঙ্গিত। চিন্তিত ব্যক্তির চিন্তামুক্তি ও সুনামের আলামত। নিজের জন্য সুগন্ধি ক্রয় করতে অন্য কারও সাহায্য নিতে দেখলে, স্বপ্নদ্রষ্টা মজলিসের সুনামের জন্য তার সাহায্য নেবে । কেননা সুগন্ধি দুর্গন্ধ দূর করে।
  • স্বপ্নদ্রষ্টাকে খাটে বহন করতে দেখলে, তার সুখ্যাতি ছড়িয়ে পড়বে এবং সম্পদ বৃদ্ধি পাবে। নিজেকে খাটিয়ার উপরে দেখলে, স্বপ্নদ্রষ্টা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে। কেননা মহান আল্লাহ বলেছেন, “তারা পরস্পর ভাই ভাইয়ের মতো সামানা সামনি খাটের উপরে বসবে।”
খাটিয়া
খাটিয়া (Photo by canva) – মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়?

জানাযা স্বপ্নে দেখলে

কারও মতে, জানাযা দেখা বন্ধুবৎসল ও সমমনা ব্যক্তি বোঝায়। যার হাতে নিকৃষ্ট লোকেরাও তওবা করবে। যদি দেখে, তাকে খাটিয়ার ওপর রাখা হয়েছে, কিন্তু ওঠানোর মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, তা হলে সে কারাবন্দী হবে। 

স্বপ্নদ্রষ্টাকে খাটে বহন করা হচ্ছে দেখলে, সে কোনো প্রভাবশালী লোকের অনুসরণ করবে এবং তার সম্পদের দ্বারা উপকৃত হবে। 

যদি দেখে, স্বপ্নদ্রষ্টাকে উঠিয়ে খাটিয়ায় রেখে লোকেরা তাকে তাদের কাঁধে বহন করছে, তবে সে নেতৃত্ব এবং উচ্চমর্যাদা লাভ করবে। মানুষ তার অধীনস্ত হবে। যে পরিমাণ লোক তার জানাযায় পেছনে পেছনে চলেছিল, সেই পরিমাণ লোক তার নেতৃত্বে অনুগত হবে। 

যদি দেখে, লোকেরা তার জানাযার পেছনে পেছনে কাঁদছে, অথবা তার সুনাম গাইছে, অথবা তার জন্য দুআ করছে, তা হলে তার পরিণতি খুব ভালো ও প্রশংসনীয় হবে। লোকদেরকে তার জন্য না কেঁদে বদনাম করতে দেখলে স্বপ্নদ্রষ্টার পরিণতি শুভ হবে না ।

জানাযার পেছনে পেছনে চলতে দেখলে, স্বপ্নদ্রষ্টা কোনো বদদীন শাসকের অনুসরণ করবে। বাজারে কোনো জানাযা দেখা, এটা ওই বাজারের লোকদের মুনাফিকীর প্রতীক। 

কোনো পরিচিত কবরস্থানের দিকে জানাযা বহন করতে দেখলে, এটা ওই হকের প্রতি ইঙ্গিত করে, যা হকওয়ালাদের কাছে পৌঁছবে। 

কোনো জানাযা হাওয়ায় উড়তে দেখলে, বিদেশে কোনো সম্ভ্রান্ত বা শীর্ষ পর্যায়ের লোক মারা গেছে বোঝাবে। অথবা কোনো নেতা বা আত্মপরিচয় গোপনকারী কোনো শীর্ষ আলেমের ইন্তেকাল হবে। 

নিজেকে খাটিয়ায় আর খাটিয়াটি মাটিতে চলতে দেখলে, স্বপ্নদ্রষ্টা কোনো জাহাজে ভ্রমণ করবে।

অনেক জানাযা কোনো এক স্থানে রাখা দেখলে, উক্ত স্থানের লোকেরা অধিক মাত্রায় অশ্লীল কাজে লিপ্ত হবে।

যদি কোনো মহিলা দেখে, সে মারা গেছে এবং তার জানাযা খাটে বহন করা হচ্ছে, তা হলে সে যদি অবিবাহিতা হয়, বিয়ে করবে। আর যদি বিবাহিতা হয়, তা হলে সে বদদীনি কাজ করবে।

কোনো মৃত লাশ বহন করতে দেখলে, সে হারাম সম্পদ প্রাপ্ত হবে।

মৃত লাশ মাটিতে টানতে দেখলে, সে হারাম সম্পদ উপার্জন করবে। কোনো মৃতকে কবরস্থানে স্থানান্তরিত করতে দেখলে, সে সত্য ও ন্যায়ের ওপর আমল করবে। 

বাজারে স্থানান্তরিত করতে দেখলে, তার লক্ষ্য পূরণ হবে। ব্যবসায় সফল হবে।

জানাযার নামাজ ও দাফন স্বপ্নে দেখলে তার ইসলামিক ব্যাখ্যা

  • মৃত ব্যক্তির জানাজার নামায পড়তে দেখার ব্যাখ্যা হলো, স্বপ্নদ্রষ্টার জন্য  আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা এবং অধিক দুআ করা। 
  • কোনো মৃতের জানাজার নামায পড়ানোর জন্য তাকেই ইমাম নিযুক্ত করা হয়েছে দেখলে, সে কোনো মুনাফিক বাদশার পক্ষ হতে শাসন ক্ষমতা পাবে। 
  • নিজেকে জানাজার নামাযের ইমামের পেছনে দেখলে, স্বপ্নদ্রষ্টা ওই মজলিসে উপস্থিত হবে যেখানে লোকেরা মৃতদের জন্য দুআ করবে।
  • স্বপ্নে নিজেকে মারা যেতে এবং দাফন করা হয়েছে দেখলে, সে অনেক দূরের সফর করবে এবং ধন-সম্পদ অর্জন করবে।
  • যদি দেখে, মৃত্যু ছাড়াই তাকে কবরে দাফন করা হয়েছে, তা হলে বুঝতে হবে, দাফনকারী তার ওপর প্রাধান্য বিস্তার করবে বা তাকে বন্দী করবে বা তাকে হত্যা করবে। 
  • দাফনের পর স্বপ্নদ্রষ্টা কবরে মারা গেছে দেখলে, সে চিন্তায় মারা যাবে। কবরে মারা যেতে না দেখলে, বন্দী ও জুলুম থেকে নিষ্কৃতি লাভ করবে ।
  • কারও মতে, কবরে দাফন হতে দেখলে, তার দীন বিনষ্ট হবে। 
  • দাফন হওয়ার পর কবর হতে বের হয়ে আসতে দেখলে, আশা করা যায় যে, সে তওবা করবে। 
  • কোনো লোকের ওপর মাটি ঢালতে অথবা তাকে কবরের গর্তে সোপর্দ করতে দেখলে, সে তাকে ধ্বংসের দিকে নিক্ষেপ করবে।
  • স্বপ্নে যদি দেখে, তাকে বগলী কবরে রাখা হয়েছে, তা হলে সে বাড়ি-ঘর পাবে। 
  • তার ওপর মাটি বিছিয়ে দিতে দেখলে, মাটির পরিমাণ হিসেবে স্বপ্নদ্রষ্টা সম্পদপ্রাপ্ত হবে।

রিলেটেডঃ জানাজার নামাজের নিয়ম, নিয়ত, দোয়া ও ফজিলত ২০২৩

মৃত  ব্যাক্তি ও কবর স্বপ্নে দেখার ইসলামিক ব্যাখ্যা

  • কবর স্বপ্ন দেখলে কি হয়ঃ কারও মতে, খোদাই কবর দেখা দ্বারা জেলখানা বোঝায়। যেমন জেলখানা স্বপ্নে দেখা দ্বারা কবর বোঝায়। সুতরাং যদি কেউ স্বপ্নে কবরস্থান জিয়ারত করার ইচ্ছা করে, তা হলে সে কয়েদীদের সঙ্গে সাক্ষাত করবে। 
  • ঘরের ছাদে কবর খনন করতে দেখলে, সে দীর্ঘ জীবন পাবে। অপরিচিত জায়গায় অনেক কবর দেখা, সেখানে অনেক মুনাফিক লোকের বসবাসের আলামত।
  • কবরে বৃষ্টি হতে দেখলে, সেখানকার লোকেরা আল্লাহ তাআলার রহমত পাবে। কোনো অপরিচিত জায়গায় একটি মাত্র কবর দেখলে, স্বপ্নদ্রষ্টার কোনো মুনাফিক লোকের সঙ্গে মেলামেশা বোঝাবে। পরিচিত কবরস্থান দেখা সত্যের আলামত; অথচ সে এটা হতে রয়েছে অসতর্ক। 
  • নিজের জন্য কবর খনন করতে দেখলে, সে নিজের জন্য বাড়ি তৈরি করবে। যদি দেখে, কোনো মৃত ব্যক্তির কবর তার বাড়িতে বা পাড়ায় বা শহরে স্থানান্তরিত হয়েছে, তা হলে তার সন্তানেরা বা নিকটাত্মীয়রা সেখানে বাড়ি তৈরি করবে। 
  • খাটিয়া থাকা বা শয়ন করা ছাড়াই কোনো কবরে প্রবেশ করতে দেখলে, সে সেখানে কোনো খালি বাড়ি ক্রয় করবে।
  • কবরের ওপর দাঁড়িয়ে থাকতে দেখলে, সে আল্লাহ তাআলার অবাধ্যতা ও গুনাহর কাজ করবে। কোনো ধনী ব্যক্তিকে কবরস্থানে ঘোরাঘুরি করতে এবং কবরবাসীদেরকে সালাম করতে দেখলে, কেউ বলেন, সে গরীব হয়ে যাবে এবং মানুষের কাছে ভিক্ষা করবে। কেননা কবর হলো নিঃস্বদের জায়গা। 
  • কোনো মুর্দাকে পুনরায় জীবিত দেখলে, তার কাজকর্ম বিগড়ে যাওয়ার পর শুধরে যাবে। দুঃখ-কষ্টের পর অকল্পনীয় শান্তি ফিরে আসবে।
  • জীবিতকে মৃত দেখলে, তার কাজকর্ম খুব দুষ্কর হয়ে উঠবে। কেননা জীবন সহজ, মৃত্যু কঠিন। মৃতদেরকে সুসংবাদ দিতে দেখলে, আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পাবে। কেননা তারা আছে সত্যের ঘরে। তাদেরকে সুসংবাদ না দিতে অথবা মুখ ফিরিয়ে নিতে দেখলে, এটা আল্লাহ তাআলার কাছে তার মর্যাদার অবনতির আলামত। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “স্বপ্নে উপদেশ গ্রহণ করাই তোমাদের জন্য যথেষ্ট।” 
  • স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখা: যদি কোনো পরিচিত মৃত ব্যক্তিকে বলতে দেখে, আমি মরিনি, তা হলে এটা মৃত ব্যক্তির আখিরাতের উত্তম পরিণতির ইঙ্গিত।
  • মৃত ব্যক্তির মাথায় মুকুট বা হাতে আংটি অথবা তাকে আসনে বসা দেখা, মৃত ব্যক্তির ভালো অবস্থার আলামত। মৃত ব্যক্তির গায়ে সবুজ কাপড় দেখা, তার শাহাদতের মৃত্যুর লক্ষণ। 
  • এসব স্বপ্ন যেমন মৃত ব্যক্তির আখিরাতের ভালো অবস্থার আলামত, অনুরূপভাবে তার নিকটাত্মীয়দের দুনিয়ার ভালো অবস্থার কথাও জানান দিয়ে যায়।
  •  স্বপ্নে মৃতকে হাসতে দেখলে তার ইসলামি ব্যাখ্যা হল, তার ক্ষমাপ্রাপ্তির প্রতীক। কেননা মহান আল্লাহ বলেছেন, “সেদিন অনেক চেহারা সহাস্য ও আনন্দিত থাকবে” সুরা আবাসাঃ আয়াত ৩৮-৩৯
  • যদি কোনো মৃতকে আনন্দিত দেখে, কিন্তু তাকে স্পর্শ করতে বা তার সঙ্গে কথা বলতে না পারে, তা হলে তার মৃত্যুর পর স্বপ্নদ্রষ্টার পক্ষ হতে যেসব নেক কাজের সাওয়াব পৌঁছেছে, সেজন্য সে তার প্রতি খুশি রয়েছে বোঝাবে। 
  • স্বপ্নদ্রষ্টার থেকে মুখ ফিরিয়ে নিতে বা তার সঙ্গে তুমুল ঝগড়া করতে দেখলে, বুঝতে হবে, এটা স্বপ্নদ্রষ্টার কোনো পাপ কাজের লক্ষণ। কারও মতে, যদি দেখে, মৃত ব্যক্তি তাকে প্রহার করেছে, তা হলে এটা মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করার অর্থ বোঝাবে ।
  • যদি কোনো মৃতকে ধনী দেখে, জীবদ্দশায় যতটুকু ধনী ছিল, তার চেয়ে বেশি, তা হলে এটা তার পরকালের সফলতার আলামত। মৃতকে দুঃস্থ দেখা, তার সাওয়াবের মুখোপেক্ষী হওয়ার লক্ষণ।
  • মৃতকে উলঙ্গ দেখা, তার সাওয়াব হতে খালি হাতে যাওয়ার লক্ষণ। কারও মতে, মৃতকে উলঙ্গ দেখার ব্যাখ্যা হলো, তার শাস্তির মুখোমুখী হওয়া। পরিচিত কিছু লোককে আনন্দিত অবস্থায় নতুন কাপড় পরে কোনো জায়গা হতে বের হতে বা দাঁড়াতে দেখলে, তাদের বা তাদের নিকটাত্মীয় স্বজনের ফিরে কোনো কর্ম পুনরুজ্জীবিত হবে। তাদের সম্পদ ও সৌভাগ্য নতুনভাবে আসবে। আর তাদেরকে চিন্তিত বা তাদের জামা-কাপড় নোংরা দেখলে, তারা গরীব হয়ে যাবে। অশ্লীল কাজে পতিত হবে।
  • পরিচিত কবরস্থান হতে মৃতদেরকে উঠতে দেখলে, উক্ত এলাকার লোকেরা বিপদ ও দুর্ভিক্ষের সম্মুখীন হবে। সেখানে মুনাফিকদের আধিপত্য বেড়ে যাবে। মৃত কাফিরকে ভালো অবস্থায় দেখা যাওয়া, তার সন্তানাদির উচ্চমর্যাদার লক্ষণ। কিন্তু আল্লাহ তাআলার কাছে তার অবস্থা ভালো হবে না। 
  • মৃতকে হাসতে ও পরে কাঁদতে দেখলে, বুঝতে হবে, সে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেনি। মৃতের চেহারা কালো দেখা, তার কুফুরী অবস্থায় মারা যাওয়ার লক্ষণ। কেননা, আল্লাহ তাআলা বলেছেন, “প্রকৃতপক্ষে যাদের চেহারা কালো হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফুরী করেছিলে?” সুরা আলে ইমরান, আয়াত ১০৬
  • মৃত ব্যক্তিকে অসুস্থ বা তার গায়ে ময়লাযুক্ত কাপড় দেখলে, বান্দার হক ছাড়া মহান আল্লাহ ও তার মধ্যে দীনের যেসব হক আছে, সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মৃতকে ব্যস্ত বা ক্লান্ত দেখার ব্যাখ্যা হলো, ওই ব্যস্ততা বা ক্লান্তি যাতে সে লিপ্ত রয়েছে।

রিলেটেডঃ স্বপ্নে কবর দেখলে কি হয়? ইসলামিক ব্যাখ্যা ২০২৩

মৃত আত্মীয়স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন স্বপ্নে দেখলে

  • দাদা-দাদীকে মৃত্যুর পর জীবিত দেখা, তার সৌভাগ্যের জীবন ও সফলতার আলামত। 
  • মাকে মৃত্যুর পর জীবিত দেখলে, স্বপ্নদ্রষ্টা যে চিন্তা ও কষ্টে আছে, তা দূর হবে। শান্তি ও সফলতার দেখা পাবে। 
  • স্বপ্নে পিতাকে দেখলে কি হয়ঃ তদ্রূপ পিতাকে মৃত্যুর পর জীবিত দেখলে, উল্লিখিত ফলাফল লাভ করবে এবং এটা আরও বেশি ফলপ্রসূ হবে। কেননা পিতা মাতার তুলনায় অধিক সক্রিয় ও শক্তিশালী হয়ে থাকেন। 
  • স্বপ্নে নিজের ছেলে সন্তান হতে দেখলে কি হয়ঃ মৃত ছেলেকে জীবিত দেখলে, এমন দিক হতে তার শত্রু তৈরি হবে, যা সে ধারণাও করতে পারবে না। মৃত মেয়েকে জীবিত দেখলে, দুঃখ কষ্ট দূর হবে। আনন্দ ও সফলতা পাবে।
  • মৃত ভাইকে জীবিত দেখলে, দুর্বলতার পর শক্তি অর্জন করবে। কেননা মহান আল্লাহ বলেছেন “তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন” সুরা তুহা, আয়াত ৩০-৩১
  • মৃত বোনকে জীবিত দেখলে, তার কোনো হারানো লোক বিদেশ হতে ফিরে আসবে এবং আনন্দ পাবে। কেননা মহান আল্লাহ বলেছেন, “মূসার মাতা তার বোনকে বললেন, তুমি তার পেছনে পেছনে যাও, ফলে সে দূর হতে তাকে দেখতে লাগল।” সুরা কাসাস, আয়াত ১১
  • মৃত মামা বা খালাকে জীবিত দেখলে, যা কিছু তার হাত ছাড়া হয়েছিল, তা আবার তার হাতে ফিরে আসবে। কোনো মুর্দাকে জীবিত করতে দেখলে, তার হাতে কোনো কাফির মুসলমান হবে, অথবা কোনো ফাসিক তওবা করবে। মহল্লার কিছু পরিচিত মৃত মহিলাকে সাজিয়ে জীবিত হয়ে উঠতে দেখলে, ওই মহিলাদের সাজসজ্জা, বেশ-ভূষা হিসেবে স্বপ্নদ্রষ্টা এবং মহিলাদের নিকটাত্মীয়দের কাজকর্ম বা কামনা-বাসনা পূরণ হবে বা জীবিত হবে। মহিলাদের কাপড় সাদা দেখলে, দীনি বিষয়ে প্রত্যাশা পূর্ণ হবে। লাল দেখলে, খেল-তামাশা জাতীয় প্রত্যাশা পূর্ণ হবে। কালো দেখলে, গানবাদ্য জাতীয় প্রত্যাশা পূর্ণ হবে। পুরাতন বা ছেঁড়া দেখলে, দরিদ্রতা ও দুশ্চিন্তা জেঁকে বসবে। ময়লাযুক্ত দেখলে, লিপ্ত হবে পাপকাজে।
  • মৃতকে নিদ্রিত বা ঘুমন্ত দেখা, স্বপ্নদ্রষ্টার আখিরাতের সুখ-শান্তির প্রতীক। মৃত ব্যক্তির সঙ্গে একই বিছানায় নিদ্রা যেতে দেখলে, স্বপ্নদ্রষ্টা দীর্ঘজীবী হবে। মৃতকে জীবদ্দশায় যেখানে নামায পড়তে দেখত, সেই জায়গা ছাড়া অন্য কোথায়ও নামায পড়তে দেখার ব্যাখ্যা হলো, জীবদ্দশায় সে যে নেক আমল করেছিল, বা যেসব ওয়াকফ বা দান-সাদকা করেছিল, তার সাওয়াব তার কাছে পৌঁছেছে।
  • মৃত ব্যক্তি কোনো প্রশাসক হলে তার বংশধরেরা তার মতো প্রশাসনিক ক্ষমতা পাবে। মৃতকে যদি এমন জায়গায় নামায পড়তে দেখে, যেখানে সে জীবদ্দশায় নামায পড়ত, তা হলে বুঝতে হবে, তার উত্তরাধিকারীদের দীন যথাযথ আছে। কেননা মৃত্যুর কারণে সরাসরি আমল করা হতে সে বঞ্চিত রয়েছে।

রিলেটেডঃ স্বপ্নে ভ্রমণ করতে দেখলে কি হয়? স্বপ্নে বিদেশ ভ্রমণ দেখলে কি হয়?

মৃত ব্যক্তির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা

মৃত ব্যক্তিকে মাথার অভিযোগ করতে দেখলে, বুঝতে হবে, সে পিতামাতার হকের ব্যাপারে বা তার প্রশাসকের হকের ব্যাপারে যে ত্রুটি-বিচ্যুতি করেছে, সে সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত ব্যক্তিকে ঘাড়ের অভিযোগ করতে দেখলে, বুঝতে হবে, তাকে স্ত্রীর মোহর আদায় না করা অথবা অহেতুক সম্পদ নষ্ট করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

মৃতকে হাতের অভিযোগ করতে দেখলে, বুঝতে হবে, তাকে ভাইবোন বা অংশীদারের হক অথবা মিথ্যা কসম খাওয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতকে এক পার্শ্বের অভিযোগ করতে দেখার ব্যাখ্যা হলো, তাকে স্ত্রীর হক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

মৃতকে পেটের অভিযোগ করতে দেখলে, বুঝতে হবে, তাকে পিতা, নিকট আত্মীয়-স্বজন, অথবা সম্পদের হক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

মৃতকে পায়ের অভিযোগ করতে দেখা, তাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্যত্র সম্পদ খরচ করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার আলামত। মৃতকে রান বা উরু সম্পর্কে অভিযোগ করতে দেখলে, বুঝতে হবে, তাকে পরিবারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

মৃতকে পায়ের গোছা সম্পর্কে অভিযোগ করতে দেখা, তাকে অন্যায় পথে জীবন ধ্বংস করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার ইঙ্গিত।

মৃত ব্যক্তির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা
মৃত ব্যক্তির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা (Photo by canva)

যদি দেখে, মৃত ব্যক্তি তাকে কোথাও হতে ডাকছে, কিন্তু তাকে দেখছে না, কিন্তু তার ডাকে সাড়া দিয়ে এমনভাবে বের হয়েছে যে, নিজেকে ফিরিয়ে রাখতে পারছে না; এর ব্যাখ্যা হলো, মৃত ব্যক্তি যে রোগে বা কারণে মারা গেছে, সেও ওই রোগে বা কারণে মারা যাবে। যেমন দেয়াল ধ্বসে, পানিতে ডুবে বা আকস্মিক দুর্ঘটনা ইত্যাদিতে পতিত হয়ে ।

মৃত ব্যক্তির পেছনে পেছনে চলে এক অপরিচিত ঘরে প্রবেশ করতে এবং সেখান হতে আর বের না হওয়ার ব্যাখ্যা হলো, সে মারা যাবে। যদি দেখে, মৃত ব্যক্তি তাকে বলছে, তুমি অমুক সময় মারা যাবে, তা হলে তার কথা সত্য। কেননা সে সত্যের ঘরে পৌঁছেছে। 

যদি কেউ  দেখে, মৃত ব্যক্তির পেছনে পেছনে চলেছে, কিন্তু তার সঙ্গে কোনো ঘরে প্রবেশ করেনি বা প্রবেশ করলেও সঙ্গে সঙ্গে বের হয়ে চলে এসেছে, তা হলে তার ইসলামিক ব্যাখ্যা হল সে মৃত্যুর কাছাকাছি পৌঁছেও বেঁচে যাবে। 

মৃত ব্যক্তির সঙ্গে সফর করতে দেখলে, স্বপ্নদ্রষ্টা তার কাজ সম্পর্কে দ্বিধাগ্রস্ত এবং সিদ্ধান্তহীনতায় ভুগবে। 

মৃত ব্যক্তি স্বপ্নদ্রষ্টাকে দুনিয়ার কোনো প্রিয় বস্তু দান করেছে দেখলে, যেখান হতে তার কোনো আশা ছিল না সেখান হতে কল্যাণ ও বরকত পাবে। যদি দেখে, মৃত ব্যক্তি তাকে নতুন বা পরিষ্কার-পরিচ্ছন্ন জামা দিয়েছে, তা হলে মৃত ব্যক্তি তার জীবদ্দশায় যেমন জীবিকা লাভ করেছিল, সেও তেমন জীবিকা পাবে।

মৃত ব্যক্তি স্বপ্নদ্রষ্টাকে চাদর দিতে দেখলে, স্বপ্নদ্রষ্টা মৃত ব্যক্তির মতো পদমর্যাদা ও সম্মান পাবে। পুরাতন ছেঁড়া-ফাটা কাপড় দিতে দেখলে, সে দরিদ্র হবে। ময়লা কাপড় দিতে দেখলে, গুনাহে লিপ্ত হবে। খাদ্য দিতে দেখলে, এমন স্থান হতে সম্মানের জীবিকা পাবে, যেখান হতে পাওয়ার কল্পনাও ছিল না। 

মৃতের পক্ষ হতে মধু দিতে দেখলে, যেখান হতে কোনো আশা ছিল না, সেখান হতে গনিমতলব্ধ সম্পদ পাবে। মৃতের পক্ষ হতে বাঙ্গি দিতে দেখলে, যার কল্পনা সে কখনও করেনি, সেই দুশ্চিন্তায় পতিত হবে।

মৃত ব্যক্তিকে ওয়াজ নসিহত করতে বা কোনো ইলম শেখাতে দেখলে, সেই পরিমাণ ধর্মীয় কল্যাণ পাবে, যেই পরিমাণ সে তাকে নসিহত করেছে বা ইলম শিখিয়েছে। যদি কেউ মৃত ব্যক্তিকে কাপড় দিতে দেখে, কিন্তু সে তা খুলেনি বা পরিধানও করেনি, তা হলে তার সম্পদের ক্ষতি হবে অথবা সে অসুস্থ হবে, কিন্তু অবশেষে সুস্থ হয়ে উঠবে। 

মৃতকে পরিধান করানোর জন্য কাপড় দিতে দেখলে, সে মারা যাবে এবং কাপড়ের মালিকানা জীবিতের হাত থেকে চলে যাবে।

জীবিতের পক্ষ হতে মৃতকে কোনো কিছু দেওয়া উত্তম নয়; তবে দু’টি ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। এক. বাঙ্গি দিতে দেখলে, ধারণাতীত ভাবে তার চিন্তা দূর হবে। দুই. মৃত চাচা বা ফুফুকে কোনো কিছু দিতে দেখলে তার ঋণ পরিশোধ হবে।

রিলেটেডঃ স্বপ্নে মাছ দেখলে কি হয়?

স্বপ্নে মৃত মানুষের সাথে সহবাস করতে দেখলে কি হয়?

কবরে কোনো অপরিচিত লোকের সঙ্গে সহবাস করতে দেখলে, সে জেনা করবে। অপরিচিত মৃতের সঙ্গে সহবাস করতে এবং বীর্যপাত করতে দেখলে, সে কোনো দুষ্ট মুনাফিকের সঙ্গে ওঠাবসা করবে এবং তার কারণে সে সম্পদের জরিমানা দেবে। 

পরিচিত মৃত পুরুষ বা মহিলার সঙ্গে সহবাস করতে দেখলে, তার ওই আশা পূর্ণ হবে, যা হতে সে নিরাশ হয়ে গিয়েছিল। যদি কেউ স্বপ্নে বন্ধুর সঙ্গে সহবাস করতে দেখে, তবে বন্ধুর নিকটাত্মীয়রা সহবাসকারীর পক্ষ হতে মঙ্গল লাভ করবে। সহবাসকৃত ব্যক্তি স্বপ্নদ্রষ্টা শত্রু হলে, সহবাসকারী মৃতের নিকটাত্মীয়ের ওপর বিজয় পাবে। 

মৃত ব্যক্তির কোনো মাহরামের সঙ্গে সহবাস করতে দেখলে, সহবাসকারীর পক্ষ হতে সহবাসকৃত ব্যক্তির ওপর দান বা দুআর সাওয়াব পৌঁছবে অথবা সহবাসকারীর পক্ষ হতে মৃতের নিকটাত্মীয়েরা কল্যাণ পাবে। কারও মতে, সহবাসকারী কোনো হারাম কাজ করবে। যদি দেখে, কোনো পরিচিত মৃত ব্যক্তি তার সঙ্গে সহবাস করেছে, তা হলে সে তার সম্পদ বা ইলম দ্বারা উপকৃত হবে ।

মৃত মহিলাকে জীবিত হতে ও তার সঙ্গে সহবাস করতে এবং মহিলার বীর্য তার গায়ে লাগতে দেখলে, তার উদ্দেশ্য সফল হবে। মনের আনন্দে প্রয়োজনের পেছনে সম্পদ খরচ করবে এবং নিত্য নতুন প্রশাসনিক ক্ষমতা এবং মুনাফার ব্যবসা হাতে আসবে। 

মৃত মহিলাকে জীবিত দেখে তাকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসতে দেখলে, সে এমন কোনো কাজ করবে, যাতে লজ্জিত হবে। 

মৃত মহিলার সঙ্গে সহবাস করতে এবং তার শুক্র দ্বারা সিক্ত হতে দেখলে, সে ক্ষতি ও চিন্তাযুক্ত কোনো কাজ করে লজ্জিত হবে। কিন্তু অবশেষে ওই পরিমাণ প্রশংসা এবং মঙ্গললাভ করবে, যে পরিমাণ মহিলার শুক্রবিন্দু দ্বারা সিক্ত হতে দেখেছিল।

মৃত মহিলাকে জীবিত দেখে তাকে বিয়ে করতে ও তার সঙ্গে সহবাস করতে দেখল, কিন্তু তাকে নিজ বাড়িতে না এনে নিজেই তার বাড়িতে চলে যেতে এবং সেখানে বসবাস করতে দেখলে, উক্ত স্বপ্ন তার মৃত্যুর আলামত। এই স্বপ্নগুলো কোনো মহিলা দেখলে, এর ফলাফল তাই হবে, যা হয়ে থাকে কোনো পুরুষ দেখলে।

যদি দেখে, মৃত ব্যক্তি তার সঙ্গে হৃদ্যতার আলিঙ্গন করেছে, তা হলে তার হায়াত বৃদ্ধি পাবে। ঝগড়া-বিবাদে জড়িয়ে ধরতে দেখা, কোনো ভালো স্বপ্ন হিসেবে বিবেচিত নয়। মৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখলে, সে দীর্ঘায়ু লাভ করবে। এটার আরেক ব্যাখ্যা হচ্ছে, স্বপ্নদ্রষ্টা কোনো সম্প্রদায়ের সঙ্গে ঝগড়া বিবাদের পর মীমাংসায় বসবে। অপরিচিত মৃত ব্যক্তিকে চুম্বন করতে দেখলে, অকল্পনীয় জায়গা থেকে সম্পদ পাবে।

পরিচিত মৃতকে চুম্বন করতে দেখলে, মৃতের সম্পদ বা ইলম দ্বারা উপকৃত হবে। যদি দেখে, পরিচিত মৃত ব্যক্তি তাকে চুম্বন করেছে, তা হলে সে মৃত ব্যক্তির নিকটাত্মীয় হতে লাভবান হবে। অপরিচিত মৃত ব্যক্তি তাকে চুম্বন করেছে দেখলে, সে এমন জায়গা হতে কল্যাণ পাবে, যা তার কল্পনায়ও ছিল না। 

যদি দেখে, মৃত ব্যক্তি কোনো খাদ্য ক্রয় করেছে, তা হলে তার মূল্য বৃদ্ধি পাবে বা দুষ্প্রাপ্য হবে। মৃতরা কোনো খাদ্য বা আসবাবপত্র বেচাকেনা করছে দেখলে তার মূল্য হ্রাস পাবে। খাদ্যে বা আসবাবপত্রে মৃত মানুষ, ইদুর বা মৃত কোনো প্রাণী পেতে দেখলে, তা নষ্ট হয়ে যাবে ।

পরিশেষে

শায়খ আবু সা’দ বলেন, আল্লাহই ভালো জানেন মৃতকে স্বপ্নে দেখার মূলনীতি হলো, কোনো মৃতকে কোনো সৎ কাজ করতে দেখলে, সে তাকে ওই সৎ কাজ করতে উৎসাহিত করছে বোঝাবে। তাকে কোনো খারাপ কাজ করতে দেখলে, সে তাকে ওই খারাপ কাজ হতে বারণ করছে এবং তা পরিত্যাগ করার কথা বোঝাবে। 

কবর খনন করে কোনো কিছু বের করতে দেখলে, সে তার চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য যা দীন- দুনিয়ার বিবেচনায় মৃত ব্যক্তির ছিল, তা তালাশ করছে বোঝাবে।

মৃতকে কবরে জীবিত দেখলে, সে হালাল মাল, হিকমত এবং সৎ কাজের তাওফীক পাবে। কবরে তাকে মৃতই দেখলে, উক্ত মাল পরিচ্ছন্ন বা হালাল হবে না। 

কারও মতে, যদি কেউ কবরস্থানে এসে কবর খনন করে তাদেরকে মৃত বা জীবিত পায়, তা হলে উক্ত এলাকা বা শহরে মহামারী দেখা দেওয়ার আলামত বোঝাবে।

আশা করি মৃত্যু, মৃত ব্যক্তি, কবরস্থান, কাফন-দাফন ও শোক- বিলাপ বা মাতম ইত্যাদি স্বপ্নে দেখার ব্যাখ্যা নিয়ে যেকোন ধরনের স্বপ্নের ইসলামিক ব্যাখ্যা এই লেখাতে দেওয়া হয়েছে, যদি কোন কিছু বাদ পড়ে যায় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যত তারাতারি সম্ভব লেখাটা আপডেট করে দিবো।

আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে, সবাই ভালো ও সুস্থ থাকুন।

FAQs

স্বপ্নে নিজের লাশ দেখলে কি হয়? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়?

কারও মতে, অবিবাহিত লোক মৃত্যু স্বপ্নে দেখলে, এটা তার বিয়ের আলামত। আর বিবাহিত লোক মৃত্যু স্বপ্নে দেখলে, এটা তার স্ত্রীর তালাকের লক্ষণ। কেননা মৃত্যুই বিচ্ছেদের মাধ্যম। দুই অংশীদারের একজনকে কেউ মৃত স্বপ্নে দেখলে, এটা তার অংশীদারের বিচ্ছেদের কথা বোঝায়।

এছাড়াও স্বপ্নে নিজের মৃত্যু দেখলে, দুনিয়াতে নিজের বিশ্বাস ও ইমানের দুর্বলতা প্রকাশ পায়, কারো কারো মতে নিজের লাশ দেখা দৃষ্টিশক্তি বিনাশের লক্ষণ।

মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়?

স্বপ্নে নিজের মৃত্যু দেখার ইসলামিক ব্যাখ্যা কি?

স্বপ্নে মৃত বাচ্চা দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা কি?

Leave a Reply